Clever
Modest
Harsh
Rude
desert
drop
support
waive
Tolstoy Leo Nikolaievich
Tolstoy, Alexei, Nikolaievich
Shakespeare, William
Kosygin, Alexei
প্রশ্নঃ The author of 'War and Peace' was
বর্ণনাঃ
বিশ্ববিখ্যাত রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় (১৮২৮ -১৯৩০) এর শ্রেষ্ঠ উপন্যাসসমূহ হচ্ছে ‘War and Peace’, ‘Anna Karenina’, ‘A Confession’, Resurrection ইত্যাদি। তার কিছু বিখ্যাত short story হচ্ছে ‘The Death, of Ivan Ilych’, ‘Family Happiness’ এবং ‘Hadji Murad’
attainable : effort
indigestible : food
quantifiable : phenomenon
containable : impatience
instigation
fragmentation
restriction
opposition
প্রশ্নঃ Choose the word that is opposite to the word "consolidation"
বর্ণনাঃ
consolidation - দৃঢ়ীকরণ, দৃঢ়ীভবন, দৃঢ়করণ, একত্রীকরণের, একীভবন, একীকরণ, সংহতি, সমন্বয়সাধন।
instigation - উত্তেজন, উসকানি, প্রণোদন;
fragmentation - টুকরা টুকরা করা, খন্ডকরণ;
restriction - সীমাবদ্ধতা, সীমিতকরণ;
opposition - প্রতিকূলতা, প্রতিকূলাচরণ, প্রতিদ্বন্দ্বিতা।
been built
is being built
is building
building
প্রশ্নঃ Select the appropriate word to fill-in the gap : A new house --- at the corner of the road.
বর্ণনাঃ
Complement বিহীন active voice-কে passive করার নিয়ম - Subject + is/are + being + v3
সুতরাং সঠিক উত্তরটি হবে A new house is being built at the corner of the road.
with
of
off
in
Gravity
Clarity
Honesty
Brevity
did not take off
had not taken off
took off
had taken off
প্রশ্নঃ Select the appropriate word to fill-in the gap : We waited until the plane -----.
বর্ণনাঃ
Until যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে uintil-এর পূর্বের clouse টি past indefinite tense-এ হলে পরের clause টিও past indefinite tense-এ হবে। সুতরাং সঠিক উত্তর took off আর take off phrase টির বাংলা হলো স্থল বা ভূমি ত্যাগ করা।
I would have gone to the station
I would go to the station
I will go to the station
I would be going to the station
প্রশ্নঃ Select the appropriate word to fill-in the gap : If I had known you were coming ------
বর্ণনাঃ
Conditional sentence -এর নিয়মানুযায়ী If + past perfect + would have /could have /might have হয় । যেহেতু main clause -এ past perfect tense হয়েছে তিাই subordinate clause -এ would have ব্যবহার করতে হবে।
We listened to his statement with attentively
We listened his statement with attentively
We listened his statement with deep attention
We listened to his statement attentively
Bad students do not listen with what their teacher says
Bad students do not listen on what their teacher says
Bad students do not listen about what their teacher says
Bad students do not listen to what their teacher say
Karim enjoys hunting for rabbits socializing with friends and to read the comeics.
Karim enjoys to hunt rabbits socializing with friends and to read the comics.
Karim enjoys hunting for rabbits, socializing with friends, and reading the comics.
Karim enjoys to hunt for rabbits, socializing with friends, and reading the comics.
money
repayment
interest
pledge
sit
laugh
dance
relax
Departed
Department
Departing
Deportation
The door be opened
Let the door be opened
The door must be opened
The door should be opened
প্রশ্নঃ Identify the correct passive form of 'Open the door'
বর্ণনাঃ
Verb দ্বারা শুরু হওয়া Imperative Sentence- এর active form থেকে passive করার নিয়ম হলো: প্রথমে Let + object + be + verb এর Past participle from হয়। যেমন- Open the door-এর passive form হচ্ছে Let the door be opened.
Recission
Ricession
Recesion
Recession
Evenhanded
Unprejudiced
Tolerant
Short-sighted
To understand
To enunciate
To be serious
to motivate
কবি জসীমউদ্দীন
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
প্রশ্নঃ 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন ---।
বর্ণনাঃ
'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন -- কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার-অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন।
এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে। এই কবিতার উপর ভিত্তি করে হিন্দি দো বিঘা জমিন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।
চাচা কাহিনী
বুলগেরিয়া ভ্রমণ
আয়না
উদাসীন পথিকের মনের কথা
প্রশ্নঃ কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
বর্ণনাঃ
সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ চাচা কাহিনী।
‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত।
বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন।
সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে। সৈয়দ মুজতবা আলীর কলমে খাঁটি দেশী যাদু সেরা বিদেশী পলিশে সারাক্ষণ ঝকঝক করছে। চাচা কাহিনীর মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসিকতা বাংলা ভাষায় অন্তত আগে কখনও পড়া যায়নি।
ঝরা পালক
রূপসী বাংলা
মহা পৃথিবী
সাতটি তারার তিমির
প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
বর্ণনাঃ
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ ঝরা পালক।
১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশ করেন।
প্রকাশক হিসেবে লেখা ছিল: শ্রীসুধীরচন্দ্র সরকার, ৯০/২/এ হ্যারিসন রোড, কলিকাতা। গ্রন্থটি ছেপেছিলেন এ. চৌধুরী ফিনিক্স প্রিন্টিং ওয়ার্কস, ২৩ নং কালিদাস সিংহ লেন, কলিকাতা। প্রচ্ছদে পাখির আটিটি পালকের ছবি দেয়া ছিল।
পর্তুগিজ
ফারসি
চৈনিক
খাঁটি বাংলা
প্রশ্নঃ বোতাম, বালতি, আনারস ও চাবি শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
বর্ণনাঃ
পর্তুগিজ ভাষার শব্দ হলো- আনারস, আলপিন, সাবান, বালতি, পাউরুটি, গুদাম, চাবি ইত্যাদি।
ফারসি ভাষার শব্দ হলো- খোদা, দোযখ, আল্লাহ, ইসলাম ইত্যাদি।
দেশি ভাষার শব্দ হলো- কুলা, গঞ্জ, টোপর,ঢেঁকি ইত্যাদি।
কর্তৃবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
প্রত্যক্ষ
প্রশ্নঃ 'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
বর্ণনাঃ
'কোথায় থাকা হয়' এটি ভাব বাচ্যের উদাহরণ।
ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
যেমন-
আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)
তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)
এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
কোথা থেকে আসা হচ্ছে। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ