দ্বিগু
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
প্রশ্নঃ 'মহানবী' কোন সমাস ?
বর্ণনাঃ বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলা হয় কর্মধারায় সমাস। যেমন যে নবী = মহানবী। আরো কয়েকটি কমর্কধারায় সমাস: মহাকীর্তি, মহাজ্ঞান, মহারাজ, নরাধম, কদর্য, কদাচার, সুন্দরলতা, জজ সাহেব।
নদী
বিশেষণ
বিশেষণ বিশেষণ
ক্রিয়া
প্রশ্নঃ 'অম্বু' শব্দের অর্থ কি?
বর্ণনাঃ ‘অম্বু’-এর সমার্থক শব্দ: পানি, সলিল, নীর, উদক, জল, বারি, অম্ভ। আগুন-এর সমার্থক শব্দ: অগ্নি, অনল, পাবক, সর্বভুক, সর্বশুচি, হুতাশন। চাঁদ-এর সমার্থক শব্দ: চন্দ্র, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, বিধু, হিমকর। নদী-এর সমার্থক শব্দ: স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, গাঙ, কল্লোলিনী।
বিশেষ্য
বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া
ঊনপাঁজরে
কাক জোছনা
ভূষন্ডির কাক
নেই আঁকড়া
প্রত্যুদগমন
প্রত্যুৎগমন
প্রত্যুতগমন
প্রত্যুদগমণ
চা, চিনি
হজ, ওজু
চাকু, তোপ
চশমা, রশদ
প্রসূন
খগ
পাখি
খেচর
ধূমকেতু
বারাঙ্গনা
শিখা
বিদ্রোহী
প্রশ্নঃ 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' --চরণটি কোন কবিতার ?
বর্ণনাঃ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২)। এ কাব্যের দ্বীতীয় কবিতা ‘বিদ্রোহী’, যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কবিতার গুরুত্বপূর্ণ পঙক্তি- ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। ’
অব্যয়
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
প্রশ্নঃ 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' --- এখানে 'যেন'
বর্ণনাঃ যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে। কখনো একাদিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: ছেলে তো নয় যেন ননীর পুতুল। এ বাক্যে ‘যেন’ অব্যয় পদ, যা ব্যঙ্গ প্রকাশে ব্যবহৃত হয়েছে।
অপাদানে ৫মী
কর্মে ৫মী
কর্তায় ৭মী
করণে ৭মী
প্রশ্নঃ 'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে' -- এ বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। যেমন: ‘বুলবুলিতে ধান খেয়েছে’বাক্যে ‘খাওয়া’কাজটি বুলবুলির দ্বারা সম্পাদিত হয়েছে।
অনূঢ়া
অবীরা
নবোঢ়া
কুমারী
অহিনকুল সম্বন্ধ
আদায় কাঁচকলায়
সাপে নেউলে
তাসের ঘর
মন + ঈষা
মন: + ইসা
মনস +ঈষা
মনো + ঈষা
প্রশ্নঃ 'মনীষা' - শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
বর্ণনাঃ নিপাতনে সিদ্ধ সন্ধি মনীষা-এর সন্ধি বিচ্ছেদ-মনস্ + ঈষা। আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, বন্ + পতি =বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, পর্ + পর = পরস্পর, ষট্ + দশ = ষোড়শ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলিূ।
মালিকা
মালী
মালীনী
মালিনী
সঞ্চিতা
বিশের বাঁশি
ব্যথার দান
রাজবন্দীর জবানবন্দী
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
বর্ণনাঃ কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এ কাব্য সংকলনে ৭৮ টি কবিতা ও সংকলিত হয়েছে। অন্যদিকে তার রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ।
চালবাজি
ভেরকিবাজি
ফটকাবাজি
ফেরববাজি
নাটক
উপন্যাস
রম্যরচনা
প্রবন্ধ
প্রশ্নঃ 'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ?
বর্ণনাঃ শহীদুল্লা কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস সংশপ্তক। হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়। উপন্যাসের প্রধান চরিত্র: রমজান, সেকেন্দার, রামদয়াল, লেকু, জাহেদ। তার আরেকটি উপন্যাস-সারেং বৌ। তার ভ্রমণ কাহিনি-পেশোয়ার থেকে তাসখন্দ।
যেমন কর্ম তেমন ফল
যেমন গাওয়া তেমন পাওয়া
যেমন শুরু, তেমন চেলা
যেমন কুকুর, তেমন মুগুর
আমীর হামজা
দৌলত কাজী
ফকির গরিবুল্লাহ্
আলাওল
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
বর্ণনাঃ পুঁথি সাহিত্যের প্রচীনতম ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ: ইউসুফ-জোলেখা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের পুঁথি। ‘আমীর হামজা’ কাব্যের প্রথমাংশ রচনা করেন ফকির গরিবুল্লাহ এবং সমাপ্ত করেন সৈয়দ হামজা।
সৌদি আরব
ইরাক
ইরান
মিশর
for
of
about
at
in
at
by
on
up , in
on , in
with , in
in, with
a
on
the
with
great attempts but insignificant achievement
to make futile attempts.
to end up in failures after great labor.
to achieve something valuable after an arduous search.
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ