৮% হ্রাস
৮% বৃদ্ধি
১০৮% হ্রাস
১০৮% বৃদ্ধি
৪ লিটার
১০ লিটার
৬ লিটার
১৪ লিটার
১২৫০ টাকা
১০৬৫ টাকা
১৩৯০ টাকা
৩৯০ টাকা
২০ মিটার
৪০ মিটার
৬০ মিটার
৮০ মিটার
আদ্যক্ষর
আদ্যোক্ষর
আদ্যাক্ষর
আদ্যখর
হুমায়ূন আহমেদ
সুভাষ দত্ত
মোরশেদুল ইসলাম
চাষী নজরুল ইসলাম
প্রশ্নঃ ’ঘেঁটুপত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
বর্ণনাঃ
সাহিত্য এবং টিভি নাটকের মতো চলচ্চিত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন হুমায়ূন আহমেদ। নব্বইয়ের দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আটটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সব চলচ্চিত্রেরই কাহিনী তার নিজের। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনাও তিনি করেছেন। অধিকাংশ চলচ্চিত্রের গানও তারই লেখা।
হুমায়ূন আহমেদের পরিচালনায় প্রথম সিনেমা মুক্তি পায় ‘আগুনের পরশমণি’ [১৯৯৪]। আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও বিপাশা হায়াত অভিনীত ছবিটি ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ‘আগুনের পরশমণি’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনাসহ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। হুমায়ূন আহমেদ নিজেও কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কার পান। এ ছবি মুক্তির ৬ বছর পর তিনি নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’ [২০০০]। এ ছবিটিও ৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্রটি একদিকে যেমন দারুণ ব্যবসা সফল হয় তেমনি চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টিতে শিল্পসম্মত হিসেবে বিবেচিত হয়। ২০০১ সালে মুক্তি পায় ‘দুই দুয়ারী’। রিয়াজ, মাহফুজ আহমেদ ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল হয়। এ চলচ্চিত্রের জন্য রিয়াজ ২০০০ সালের সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং এ ছবির ‘বর্ষার প্রথম দিনে’ গানটির জন্য সাবিনা ইয়াসমিন সেরা নারী কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৩ সালে মুক্তি পায় ‘চন্দ্রকথা’। আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল ও শাওন অভিনীত এ চলচ্চিত্রটিও ব্যবসা সফল হয় এবং সমালোচকদের প্রশংসা পায়। ২০০৪ সালে মুক্তি পায় ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটি। প্রথম ছবি ‘আগুনের পরশমণি’র পর আবার তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফিরে আসেন এ ছবির মাধ্যমে। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ২০০৭ সালে মুক্তি পায় তার ‘নয় নম্বর বিপদ সংকেত’। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘আমার আছে জল’ চলচ্চিত্রটি। ফেরদৌস, মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল ও দর্শকনন্দিত হয়। ছবিটি দুটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
২০১২ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদের পরিচালনায় নির্মিত সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’। হুমায়ূন আহমেদ এ ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে শেষবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। শেষ ছবিতেও হুমায়ূন আহমেদ বাজিমাত করেন। ছবিটির জন্য সেরা পরিচালকসহ ২০১২ সালের বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।
ইউসুফ জুলেখা
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন
বৈষ্ণব পদাবলী
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
বর্ণনাঃ
প্রশ্ন: বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
উত্তর: চর্যাপদ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাকার হতে 1907 সালে চর্যাচর্যবিনিশ্চয় নামক পুঁথি টি আবিষ্কার করেন। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। চর্যাপদে পদ ছিল 51 টি এবং চার্যাকার ছিলেন 24 জন। ড.মুহাম্মদ শহীদুল্লাহর মতে, পদ 50 টি এবং কবি 23 জন।
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
প্রশ্নঃ ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
বর্ণনাঃ
বাংলা ব্যাকরণের মূল ৪টি অংশে যে সব বিষয় আলোচনা করা হয়, সেগুলো নিচে একটি ছকের মাধ্যমে দেয়া হলো:
ব্যাকরণের অংশ |
আলোচ্য বিষয় |
ধ্বনিতত্ত্ব (Phonology) (ধ্বনি সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়।)
|
ধ্বনির উচ্চারণবিধি |
ধ্বনি পরিবর্তন |
|
সন্ধি/ধ্বনিসংযোগ (সন্ধি ধ্বনির মিলন। তাই এটি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়।) |
|
ণত্ব ও ষত্ব বিধান |
|
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) (শব্দ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়।)
|
সমাস (সমাস শব্দের মিলন। তাই এটি শব্দতত্ত্বে আলোচিত হয়।) |
প্রকৃতি-প্রত্যয় (প্রকৃতি-প্রত্যয় শব্দ নিয়ে কাজ করে। মনে রাখা দরকার, প্রকৃতি মাত্রই প্রাতিপদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ স্বাধীন শব্দ।) |
|
উপসর্গ (উপসর্গ নিজে শব্দ না হলেও শব্দ ছাড়া এর কোনো প্রয়োজন নেই। উপরন্তু উপসর্গ নতুন শব্দ তৈরির একটি উল্লেখযোগ্য হাতিয়ারও বটে।) |
|
বচন |
|
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ |
|
দ্বিরুক্ত শব্দ |
|
সংখ্যাবাচক শব্দ |
|
পদাশ্রিত নির্দেশক |
|
ধাতু |
|
শব্দের শ্রেণীবিভাগ |
|
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) (বাক্য সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়।)
|
পদ প্রকরণ (শব্দ বাক্যে ব্যবহৃত হলে তখনই সেটাকে পদ বলে। তাই পদ বাক্যের ও পদ প্রকরণ বাক্যতত্ত্বের অন্তর্গত।) |
ক্রিয়াপদ |
|
কারক ও বিভক্তি (বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। বাক্যের অন্তর্গত পদ নিয়ে কাজ করে বলে কারকও বাক্যতত্ত্বের অন্তর্গত।) |
|
কাল |
|
পুরুষ |
|
অনুসর্গ |
|
বাগধারা |
|
বাচ্য |
|
উক্তি |
|
যতি ও ছেদ চিহ্ন (বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে যতি বা ছেদ চিহ্ন ব্যবহার হয়। অর্থাৎ, এরা বাক্যের সঙ্গে সম্পর্কিত।) |
|
বাক্যের প্রকারভেদ |
|
বাক্যে পদ-সংস্থাপনার ক্রম বা পদক্রম |
|
অর্থতত্ত্ব (Semantics) (অর্থ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়।) |
শব্দের অর্থবিচার |
বাক্যের অর্থবিচার |
|
অর্থের প্রকারভেদ; মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ |
১১
১৪
৭
৪
প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
বর্ণনাঃ
ব্যাখাঃ ১৯৭১ সালে ৪ এপ্রিল মুক্তিফৌজ গঠন করা হয়। ৯ এপ্রিল ১৯৭১ এর নামকরণ করা মুক্তিবাহিনী।
পরবর্তিতে জেনারেল এমএজি ওসমানী কে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি করা হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১ টি সেক্টর এ ভাগ করেন।
১৭৫ মিটার X ৭১ মিটার
১৮৭ মিটার X ৯৩ মিটার
১৮৩ মিটার X ৮৭ মিটার
১৭৮ মিটার X ৮৫ মিটার
৫৪
৪৪
৩৬
৪৬
লিরা
রুবল
ডলার
ইউরো
প্রশ্নঃ রাশিয়ার মুদ্রার নাম-
বর্ণনাঃ
ব্যাখাঃ ইউরোপীয় ইউনিয়নের ১৮ টি দেশে ইউরো চালু হয়ছে। সর্বশেষ ১৮ তম দেশ হিসাবে ১ জানুয়ারি ২০১৪ লাটভিয়ার ইউরো চালু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আস্ট্রেলিয়া, প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার
তুরস্ক ও ভ্যাটিকানসীটির মুদ্রার নাম লিরা।
রাশিয়ার মুদ্রার নাম রুবল।
আজিজুল জলিল পাশা
আবুল হোসেন
মাসুদ আহমেদ
মৃণাল হক
ঢাকা
কাঠমান্ডু
ইসলামাবাদ
দিল্লী
ফরিদপুর
রংপুর
যশোর
রাজশাহী
আমেনা বেগম
এঁদের কেউ নন
বেগম রাজিয়া বানু
বেগম মতিয়া চৌধুরী
টেলিগ্রাম
ইন্টারসীট
ইন্টারনেট
ইন্টারকম
টোকিও
ন্যুরেনবাগ
জেনেভা
দি হেগ
ব্যাডমিন্টন
কাবাডি
ক্রিকেট
ফুটবল
টেকনাফ
কলারোয়া
কয়রা
ডুমুরিয়া
Henry VII
Hamlet
Macbeth
Othello
scorn
monograph
pain
disappear
provided
deferred
disavowed
Pledged
adverb
adjective
conjuction
verb
at
with
about
in
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ