৫ জন
২ জন
৪ জন
৩ জন
প্রশ্নঃ একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
বর্ণনাঃ
Hints:আমরা জানি,ক্রিকেট দলের মোট উইকেট সংখ্যা ১০ জন।
বোল্ড আউট হয়েছেন ৫ জন
ধরি, স্টাম্প আউট হয়েছেন ক জন
কট আউট হয়েছেন ৩ক/২ জন
প্রশ্নমতে, ক+৩ক/২ +৫ =১০
বা, (২ক+৩ক) /২ =৫
বা, ৫ক =১০
ক =২
অতএব, কট আউট হয়েছেন =৩ক/২ = ৩ × ২ /২ = ৩ জন।
হরগোবিন্দ
গোপী নাথ
ভানুসিংহ ঠাকুর
ভোরের পাখি
নীল দর্পণ
মেঘনাথবধ কাব্য
মরুশিয়া
কপাল কুন্ডলা
সুকৃতি
সদয়
ধার্মিক
সৎ
মোহিতলাল মজুমদার
রাজশেখর বসু
বিহারীলাল চক্রবর্তী
রবীন্দ্রনাথ ঠাকুর
শহীদুল্লাহ কায়সার
মুনীর চৌধুরী
আবু ইসহাক
সৈয়দ ওয়ালী উল্লাহ
প্রশ্নঃ ’সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা কে?
বর্ণনাঃ
সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাস টি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।সংশপ্তক শব্দের অর্থ জয় না হয় মৃত্যু।
পন+ইর
পন+ই+র
পনি+এর
পনি+র
৫
৪
২
৩
প্রশ্নঃ শ্রীকান্ত উপন্যাসটির কয় খন্ডে রচিত?
বর্ণনাঃ
শ্রীকান্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মচরিত মুলক উপন্যাস। এর ৪ টি খন্ড যথাক্রমে ১৯১৭,১৯১৮,১৯২৭,১৯৩৩ সালে প্রকাশিত হয়।উপন্যাস টির প্রথম খন্ড প্রকাশের সময় শ্রীকান্ত নিজের নাম শ্রীকান্ত শর্মা ব্যবহার করেন।
অবনি
নীরধি
বিটপী
কপালি
প্রমথ চৌধুরী
মুকুন্দ দাস
মোজাম্মেল হক
জসীমউদ্দীন
কঠিন
উদ্ধত
উগ্র
শান্ত
বড় লোক
চমৎকার মিল
পন্ডশ্রম
অন্তসার শূন্য
চরিত্রহীন
শ্রীকান্ত
গৃহদাহ
দেবদাস
প্রশ্নঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
বর্ণনাঃ
ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ রচনা "শ্রীকান্ত "। চার খন্ডে বিভক্ত এটি লেখকের আত্নচরিতমূলক উপন্যাস। প্রথম খন্ড ১৯১৭, ২য় খন্ড ১৯১৮, ৩য় খন্ড ১৯২৭ এবং ৪র্থ খন্ড ১৯৩৩ সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। তার রচিত "দেবদাস", গৃহদাহ, চরিত্রহীন, উপন্যাসে সামাজিক দ্বন্দ্ব মূলক বা সমাজ অননুমোদিত প্রেমের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
নিরদ
সমীর
পবন
বাতাস
পড়াতাম
পড়ালাম
পড়িয়েছিলাম
পড়াব
৬০০ মিটার
৩৪০ মিটার
৪৪০ মিটার
৮০০ মিটার
প্রশ্নঃ একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিলোমিটার বেগে চলে ৩৬০ মিটার দৈর্ঘ্য একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
বর্ণনাঃ
১ কিলোমিটার =১০০০ মিটার।
৪৮ কিলোমিটার =৪৮*১০০০ মিটার=৪৮০০০ মিটার
৬০*৬০ সেকেন্ডে অতিক্রম করে ৪৮০০০ মিটার
১ " " " ৪৮০০০/(৬০*৬০)
১ মিনিট /৬০ সেকেন্ড " " "৪৮০০০*৬০/(৬০*৬০)=৮০০ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ৮০০-৩৬০=৪৪০ মিটার।
৩০%
৩১%
৩৩%
৫০%
৪৩ মিনিট
৪০ মিনিট
৪১ মিনিট
৪২ মিনিট
প্রশ্নঃ একটি বানর ৯২ ফুট উচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট উঠে কিন্তুন দ্বিতীয় মিনিট ৮ ফুট নামে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে?
বর্ণনাঃ
ব্যাখ্যা : বানর সর্বশেষ মিনিটে বাঁশের মাথায় উঠলে আর নিচে নামবে না।
বাঁশের উচ্চতা =৯২-১২= ৮০ ফুট
১ মিনিটে বানর উপরে উঠে ১২ ফুট
১ মিনিটে বানর নিচে নামে ৮ ফুট
২ মিনিটে বানর উপরে উঠে (১২-৮) = ৪ ফুট
৪ ফুট উপরে উঠে ২ মিনিটে
১ ফুট উপরে উঠে ২/৪ মিনিটে
৮০ ফুট উপরে উঠে = (২ × ৮০)/৪ = ৪০ মিনিটে
বানরটির মোট সময় লাগবে = ৪০+১ = ৪১ মিনিট
১৩.৮%
২০%
৮৪%
১০%
প্রশ্নঃ কামালের আয় রফিকের আয় অপেক্ষা ১৬ টাকা বেশি হলে রফিকের আয় কামালের আয় অপেক্ষা শতকরা কত কম?
বর্ণনাঃ
ব্যাখাঃ ধরি, রফিকের আয় ১০০ টাকা
কামালের আয় =১০০+১৬ =১১৬ টাকা
কামালের আয় ১১৬ টাকা হলে রফিকের আয় কম ১৬ টাকা
কামালের আয় ১ টাকা হলে রফিকের আয় কম ১৬/১১৬ টাকা
কামালের আয় ১০০ টাকা হলে রফিকের আয় কম = (১৬ × ১০০)/ ১১৬ টাকা =১৩.৮ টাকা বা ১৩.৮%
১০টি
৯টি
১২টি
১১টি
৭ ও ১১
১০ ও ২৪
১০ ও ১৬
১২ ও ১৮
86
64
46
49
প্রশ্নঃ 2 - 4 + 8 - 16 +........... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
বর্ণনাঃ
ব্যাখাঃ ধারাটি গুণোত্তর। এখানে, ১ম পদ, a = 2
সাধারণ অনুপাত q = -4/2 =-2 <1
পদ সংখ্যা n =7
প্রথম সাতটি পদের সমষ্টি =a (1-qn)/ (1-q)
= 2{1-(-2)7} / {1-(-2)} = (2 × 129)/ 3 = 86
এখানে সঠিক উত্তর নাই। সঠিক উত্তরঃ 86
১৬ ডিসেম্বর ১৯৭১
২৬ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
প্রশ্নঃ মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
বর্ণনাঃ
ব্যাখাঃ মেহেরপুর জেলায় বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয় ১০ এপ্রিল ১৯৭১। অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখেন মুজিব নগর। মুজিবনগর সরকার শপথ গ্রহন করেন ১৭ এপ্রিল ১৯৭১। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী।
৫০ কি.মি.
৪০ কি.মি.
৩০ কি.মি.
২০ কি.মি.
সবধরনের
কিউলেক্স
এডিস
অ্যানোফিলিস
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ