Call a spade a spade
Fingers were made before forks
Give the devil his due
Vows made in strom are forgotten in calm
পুং লিঙ্গ
নিত্য লিঙ্গ
উভয়লিঙ্গ
স্ত্রীলিঙ্গ
১
১.৫
২
২.২৫
প্রশ্নঃ জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কত সেকেন্ড ?
বর্ণনাঃ
জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল ১ সেকেন্ড।
বাক্যে কোনোকিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন-
তুমি কেমন আছ?
জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্ন(?)
এক সেকেন্ড বিরতি দিতে হয়।
সমাক্ষী
সমাক্ষ
সমকক্ষ
সমক্ষ
বচন + ঈ
বাচন + ঈ
বাচ + মিন
বচন + মিন
ঞ +গ
গ + ঞ
জ + ঞ
গ + গ
নিদৃশ
নির্দিষ্ট
সুদৃশ
তাদৃশ
চ
ছ
য
সব কটি
প্রশ্নঃ কোনটি তালব্য বর্ণ ?
বর্ণনাঃ
তালব্য বর্ণ সব কয়টি।
জিহ্বার মাঝের অংশটি তালুটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয়।
বিশুদ্ধ তালব্য ব্যঞ্জনধ্বনি বিশ্বের ভাষায় ব্যবহার খুবই কম, অথচ অর্ধ-তালব্য ব্যঞ্জনধ্বনি (পশ্চাদ্দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি ও তালব্যীভূত জিহ্বামূলীয় ব্যঞ্জনধ্বনি) সর্বব্যাপী।
ধূমকেতু
বারাঙ্গনা
শিখা
বিদ্রোহী
প্রশ্নঃ 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি'। চরণটি কোন কবিতার?
বর্ণনাঃ
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি'। চরণটি বিদ্রোহী কবিতার।
বিদ্রোহী কাজী নজরুলের বিখ্যাত কবিতাসমূহের একটি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলী পত্রিকায়। এরপর কবিতাটি মাসিক প্রবাসী (মাঘ ১৩২৮), মাসিক সাধনা (বৈশাখ ১৩২৯) ও ধূমকেতুতে (২২ আগস্ট ১৯২২) ছাপা হয়।
প্রকাশিত হওয়া মাত্রই এটি ব্যাপক জাগরণ সৃষ্টি করে। দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসে কবিতাটি "চির উন্নত শির" বিরাজমান।
চৌরঙ্গী
গোরা
সাপুড়ে
কোনটি নয়
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি ?
বর্ণনাঃ
কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি নয়।
কবি কাজী নজরুল ইসলামের গল্প ও উপন্যাস নিয়ে যেমন বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, তেমনি তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন অনেক চলচ্চিত্রের সঙ্গে। আর অসংখ্য চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে তার গান।
ত্রিশ ও চল্লিশ দশকের শুরুতে নজরুল নিজের গাওয়া ও সুরারোপিত গানের জন্য বিপুল খ্যাতির অধিকারী ছিলেন। সে সময় চলচ্চিত্রে সংগীত পরিচালনা, যে শিল্পীরা সিনেমায় গাইবেন তাদের গান শেখানো এবং যে অভিনেতা ও শিল্পী অভিনয় করবেন ও গাইবেন তাদের শুদ্ধ উচ্চারণ শেখানোর দায়িত্ব পালন করেছেন নজরুল।
শুধু তাই নয়, তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রের নাম ‘ধূপছায়া’। ‘ধূপছায়া’তে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয়ও করেন তিনি।
ত্রিশের দশকে নজরুল পার্শি মালিকানাধীন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডান থিয়েটার্সের ‘সুর ভাণ্ডারী’ পদে নিযুক্ত হন। এই পদটি ছিল খুব গুরুত্বপূর্ণ।
বিশেষ্য
বিশেষন
বিশেষণের বিশেষণ
ক্রিয়া
গণ, নিশ্চয় , সকল
কূল, সমূহ , বৃন্দ
বর্গ, রাজি, মালা
আবলি, পুঞ্জ, রাশি
প্রশ্নঃ অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো ?
বর্ণনাঃ
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো-
আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশ্।
যেমন- গ্রন্থাগারে রক্ষিত, পুস্তকবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।
নেলসন ম্যান্ডেলা
জিয়া হায়দার রহমান
অমর্ত্য সেন
কোনটিই নয়
প্রশ্নঃ 'In the light of what we know' এর রচয়িতা কে?
বর্ণনাঃ
'In the light of what we know' এর রচয়িতা জিয়া হায়দার রহমান।
ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করা বাংলাদেশের বাঙালি লেখকের সংখ্যা এমনিতেই খুব বেশি নয়। সেদিক থেকে সেই মুষ্ঠিমেয়দের অন্যতম জিয়া হায়দার রহমান ।
পিকাডোর প্রকাশনী খেকে সদ্য প্রকাশিত তার উপন্যাসের নাম ইন দ্য লাইট অফ হোয়াট উই নো।
জিয়ার জন্ম বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। এতই প্রত্যন্ত যে তিনি তার উপন্যাসে সেই গ্রামটির বর্ণনা দিয়েছেন বিশ্বের সবচেয়ে প্রান্তে( “a corner of that corner of the world,”) অবস্থিত বলে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে খুব শৈশবেই তিনি বাবা মায়ের সঙ্গে পাড়ি জমান ব্রিটেনে।
সেখানে তার বাবা বাস কনডাকটরের কাজ করেছেন। সংগতভাবেই তার শৈশব ও কৈশোর কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে।
পরবর্তীতে তিনি অক্সফোর্ড এবং ইয়েলে পড়াশোনা করেছেন। নিউইয়র্কের ওয়ালস্ট্রিটে ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।
প্রত্যুদ্গমন
প্রত্যুৎগমন
প্রত্যুতগমন
প্রত্যুদ্গমন
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
বর্ণনাঃ
এই শব্দটিতে একাধিকবার সন্ধিজাত পরিবর্তন ঘটে। শব্দটির গঠন মূলত (প্রতি + উৎ + গমন = প্রত্যুদগমন)। এখানে ঘটা পরিবর্তনগুলো এইরূপ যে, প্রথমে (উৎ + গমন = উদ্গমন/উদগমন), পরবর্তীতে (প্রতি + উদ্গমন = প্রত্যুদ্গমন)। সুতরাং সঠিক বানান প্রত্যুদ্গমন। তবে শব্দটিকে প্রত্যুদগমনও লেখা যেতে পারে।
ওরা খাবে কী?
আপনি আসেন।
তোরা যাসনে
আমরা যাব।
প্রশ্নঃ কোন বাক্যে নাম্পুরুষের ব্যবহার আছে?
বর্ণনাঃ
ওরা খাবে কী? -বাক্যে নাম পুরুষ ব্যবহার আছে।
প্রথম পুরুষ: অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরের কোন বস্তুর সম্বন্ধে কিছু বলবার সময় সেই ব্যক্তি বা নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকেই প্রথম পুরুষ বলে।
অঙ্কন ভালো গাইতে জানে।
ওরা গঙ্গারামপুরে থাকে।
ওদের বাড়িতে আমি অনেকবার গিয়েছি।
ওর বাবার শিক্ষকতা করেন।
তিনি প্রচুর বই পড়েন।
ওপরের বাক্য যে সমস্ত বিশেষ্য বা সর্বনাম পদ ব্যবহার করা হয়েছে (অঙ্কন, ওরা, ওদের, ওর, তিনি) ,তারা বক্তাও নয় শ্রোতাও নয় , তাই এদেরকে প্রথম পুরুষ বলে।
গৃহদাহ
পথের পাঁচালী
চোখের বালি
পদ্মা নদীর মাঝি
চা, চিনি
হজ, ওযু
চাকু, তোপ
চশমা, রশদ
উনপাজরে
কাক জোছনা
ভূষন্ডীর কাক
কোনটিই নয়
ঘুমন্ত কুকুরদের জাগাইওনা
কাদা ঘেঁটো না
বিরক্তি করো না
গতস্য শোচনা নাস্তি
সম + ধি
স +দ্বি
সন + ধি
কোনটিই নয়
বাংলার মিল্টন
পদাতিকের কবি
তর্করত্ন
স্বপ্নাতুর কবি
প্রশ্নঃ কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?
বর্ণনাঃ
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি স্বপ্নাতুর কবি।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তাকে স্বপ্নাতুর কবি বলা হয়।
তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল-প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
ইসমাইল হোসেন সিরাজী বাংলা সাহিত্যের প্রথম দিকের মুসলমান লেখকদের অন্যতম। তার রাজনৈতিক আদর্শ সাহিত্যকর্মেও দৃশ্যমান। তার রচনাসমূহকে ইসলামী সাহিত্যের অন্তর্ভুক্ত করা যায়।
ইন্ধিরা গান্ধী
আদ্রে-মালরো
কাজী নজরুল ইসলাম
মাহাথি মোহাম্মদ
গেরিলা
পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী
মৃত্তিকা মায়া
কীর্ত্তনখোলা
প্রশ্নঃ জাতীয় চলচ্চিত্র পুরুস্কার ২০১৩ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র-
বর্ণনাঃ
মৃত্তিকা মায়া বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একটি চলচ্চিত্র।
২০১২ সালের সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ এবং পরিচালনা করেন গাজী রাকায়েত হোসেন। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করে চারুনিড়ম অডিও ভিজ্যুয়াল ও ইমপ্রেস টেলিফিল্ম।
চলচ্চিত্রটি ৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে মুক্তি পায়।
লি কুয়ান ইস্ট
ডেভিড বেন গুয়েরিন
ড. ড্যানিয়েল টিমস
লি লিয়েন লুং
৫
৭
১০
কোনটিই নয়
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ