Cash Assistant | 28.09.2018 মোট প্রশ্ন = 0
দুঃখিত কোন সাবজেক্ট খুঁজে পাওয়া যাইনি।
আধার
অন্ধকার
কালো
আঁধার
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
কালীপ্রসন্ন মজুমদার
অন্নদাশঙ্কর রায়
প্রশ্নঃ 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' -উক্তিটি কার?
বর্ণনাঃ
সুশিক্ষিত লোক মাত্রই কি স্বশিক্ষিত- এটি প্রমথ চৌধুরীর উক্তি।
সুশিক্ষা বলতে প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস্তব জীবনের বিচিত্র প্রেক্ষাপট থেকে অর্জিত শিক্ষা।*''সুশিক্ষা'' শব্দটি দুইটি শব্দ নিয়ে গঠিত। সু যার অর্থ সঠিক এবং শিক্ষা যার অর্থ পাঠ বা জ্ঞান চর্চা করা। সুতরাং, সুশিক্ষা অর্থ সঠিক জ্ঞান চর্চা করা*
নির্বোধ
প্রভা
মনস্বিতা
স্থিরতা
শশুর
দাড়ি গোঁফ
অশ্রু
শাশুড়ী
অধিকরণে ৭মী
অধিকরণে ৫মী
অপাদানে ৫মী
অধিকরণে ৩য়া
প্রশ্নঃ বাড়ি থেকে নদী দেখা যায়- কোন কারকে কোন বিভক্তি?
বর্ণনাঃ
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন-
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
কিশোর+ষ্ঞ
কিশোর+ঙ
কৈ+শোর
কৈশ+ওর
১৩:১৪
১৬:১৫
১৪:১৩
১১:১০
১০%
২০%
১১%
২১%
প্রশ্নঃ যদি কোন বর্গফলের প্রত্যেক বাহুর পরিমান ১০% বৃদ্ধি পায়,তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
বর্ণনাঃ
ধরা যাক , বাহুর দৈর্ঘ্য = ১০০ একক তবে ক্ষেত্রফল = (১০০)২=১০০০০।
১০% বৃদ্ধিতে , বাহুর দৈর্ঘ্য = (১০০ +১০) =১১০ তবে ক্ষেত্রফল = (১১০)২=১২১০০
ক্ষেত্রফলের পার্থক্য = (১২১০০-১০০০০) = ২১০০ শতকরা বৃদ্ধি পাবে = (২১০০/১০০০০) x ১০০ =২১%।
২
৩
৬
৮
৪০০০
১৪৪০০
৭২০০
৫৬০০
প্রশ্নঃ ৩.৫ বিঘা = কত বর্গগজ?
বর্ণনাঃ
বাংলাদেশে এক বিঘাকে ২০ কাঠা সমান বলে ধরা হয়। ১ কাঠা প্ৰায় ৭২০ বৰ্গ ফুটের (৬৬.৮৯ বৰ্গমিটার) সমান। অবশ্য মেট্ৰিক পদ্ধতির প্রচলনের পর থেকে কাঠার ব্যবহার কমে আসছে।
১ কাঠা = ৭২০ বৰ্গ ফুট
২০ কাঠা = ১ বিঘা (১৬০০ বর্গ গজ)
৩ বিঘা = প্ৰায় ১ একর (৪৮৪০ বর্গ গজ)
১ বিঘা = ১৪,৪০০ বৰ্গফুট।
সঠিক উত্তর -৩.৫ বিঘা = ৫৬০০ গজ।
৪৫৫৮.১৬
৪৪৫৮.১৬
৪০৪০.১৬
৪৫৪০.১৬
৩০০টাকা
৬০০টাকা
৪০০টাকা
৬৫০টাকা
১৬০টাকা
১৮০টাকা
২৪০টাকা
৪৮০টাকা
প্রশ্নঃ A rectangular floor that measures 8 meters by 10 meters is to be covered with concept squares that each measures 2 meters by 2 meters. If a carpet square costs to cover 2/3 of the floor?
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
৫৪
৫৭
৭৬
৬৯
৬০
১২০
১৮০
২১০
১২গজ
১৪গজ
১৬গজ
৭গজ
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
বর্ণনাঃ
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
বা, ৮৪ = (১/২) × ভূমি × ১২
বা, ৮৪ = ভূমি × ৬
বা, ৮৪/১২ = ভূমি
∴ভূমি = ১৪ গজ
৩
৫
৭
৯
প্রশ্নঃ একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে,১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টি খেলে?
বর্ণনাঃ
শুধু ফুটবল খেলে না = (৩০ - ১৮ – ৫) = ৭ জন
শুধু ক্রিকেট খেলে না = (৩০ - ১৪ - ৫) = ১১ জন
শুধু ফুটবল বা ক্রিকেট বা কোনাে খেলাই খেলে না
(৭ +১১+ ৫) = ২৩ জন
উভয় খেলা খেলে = (৩০ - ২৩) = ৭ জন
১৬
২০
৩২
৬৪
৫টি
৬টি
৯টি
৭টি
১২মে ২০১৮
১৬মে ২০১৮
১২মার্চ ২০১৮
১৪মে ২০১৮
২০এপ্রিল
৩মে
২এপ্রিল
১৭মার্চ
প্রশ্নঃ অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কবে?
বর্ণনাঃ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২রা এপ্রিল পালিত হয়।
এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক "৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে।
"বিশ্ব অটিজম সচেতনতা দিবস" প্রস্তাবটি ২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর।
প্রফেসর আব্দুস সালাম
প্রফেসর জামাল নজরুল ইসলাম
স্টিফেন হকিং
আইনস্টাইন
প্রশ্নঃ A Brief History of Time- গ্রন্থটির রচয়িতা কে?
বর্ণনাঃ
A Brief History of Time, প্রতিবর্ণী. এ ব্রিফ হিস্ট্রি অভ্ টাইম, অনুবাদ 'কালের সংক্ষিপ্ত ইতিহাস') হল ১৯৯১ সালের জীবনীমূলক প্রামাণ্য চলচ্চিত্র।
পদার্থবিদ স্টিভেন হকিংয়ের জীবনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এরল মরিস।
চলচ্চিত্রটির শিরোনাম নেওয়া হয়েছে হকিংয়ের সর্বোচ্চ বিক্রিত বই আ ব্রিফ হিস্টরি অব টাইম-এর শিরোনাম থেকে। বইটিতে মূলত বিশ্বতত্ত্বের ব্যাখ্যা ছিল, কিন্তু চলচ্চিত্রটি হকিংয়ের জীবনী নিয়ে, যেখানে তার পরিবারের সদস্য, সহকর্মী এবং তার শৈশবের ধাত্রীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সঙ্গীতের সুর করেছেন ফিলিপ গ্লাস।
চলচ্চিত্রটি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে সানড্যান্স গ্র্যান্ড জুরি পুরস্কার লাভ করে।
১২মার্চ ২০১৮
২৮মার্চ ২০১৮
১২এপ্রিল ২০১৮
১৫মার্চ ২০১৮
প্রশ্নঃ নেপালে বাংলাদেশের ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয় কত তারিখে?
বর্ণনাঃ
২০১৮ সালের ১২ই মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান।
ক্যাপ্টেন আবিদ সুলতান ছিলেন সেদিনের ঐ ফ্লাইটের পাইলটের দায়িত্বে।
তাঁর সঙ্গে কো-পাইলট হিসেবে ছিলেন পৃথুলা রশিদ। দুর্ঘটনায় তারা দু'জনসহ বিমানের মোট ৫১ জন যাত্রী এবং ক্রু নিহত হন।
২০ জন প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকের আঘাত ছিল গুরুতর।
ভারতে ২০১৯ সালে
ইংল্যান্ডে ২০১৯ সালে
অস্ট্রেলিয়ায় ২০২০ সালে
কাতারে ২০২২ সালে
প্রশ্নঃ প্রথম বিশ্ব ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায় ও কোন সালে?
বর্ণনাঃ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতকাহন
টেস্ট ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজ দিয়ে, আগামী ১ অগস্ট থেকে। টেস্ট ফর্ম্যাটে বিশ্বের প্রথম ন'টি দেশ এই টুর্নামেন্টে খেলবে।
এবং এটি মোটেই 'স্ট্যান্ড অ্যালোন' টুর্নামেন্ট হিসেবে খেলা হচ্ছে না। বিভিন্ন দ্বি-পাক্ষিক সিরিজ থেকে অর্জিত পয়েন্ট বিচার করে ঠিক হবে দুই ফাইনালিস্ট।
প্রায় দু'বছর ধরে চলা টুর্নামেন্টের ফাইনাল হবে ইংল্যান্ডে, ২০২১ সালের এপ্রিলে।
অর্থাৎ টুর্নামেন্ট চলবে ১ অগস্ট, ২০১৯ থেকে ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত।
ইংল্যান্ড
অস্ট্রেলিয়া
স্পেন
ক+গ
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ