আদেশ
অনুরোধ
প্রার্থনা
উপদেশ
প্রশ্নঃ 'আজ তোরা যাসনে ঘরের বাহিরে'- এখানে কি অর্থে 'অনুজ্ঞা' ব্যবহৃত হয়েছে?
বর্ণনাঃ কাল একবার এসো, তুই বাড়ি যা, ক্ষমা কর মোর অপরাধ। তিনটি বাক্যের মধ্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা ভাব রয়েছে। এছাড়া অনুমতি, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
নাটক
উপন্যাস
প্রবন্ধ
কাব্যগ্রন্থ
দাদা
কোনটিই নয়
নাতি
নাতনী
কোনোটিই নয়
৪৮
৩৮
২৮
রিক্তের বেদন
বিষের বাঁশি
মুক্তি
চক্রবাক
পরাগত
সম্প্রকর্ষ
স্বরসঙ্গতি
অসমীকরণ
চুপচাপ
মারামারি
ছটপট
সরাসরি
প্রশ্নঃ শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
বর্ণনাঃ একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগরীতি। যুগরীতিতে দ্বিরুক্ত গঠনের কিছু নিয়ম আছে। শব্দের আদি স্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় যেমন- চুপচাপ, মিটমাট জারিজুরি ইত্যাদি।
নাচ+অন
জল+আ
পাগল+আ
মাঝ+আরি
গায়ক
প্রবীণ
তৈল
জলধি
বাংলা
আরবি
তৎসম
ফারসি
প্রশ্নঃ 'নিবৃত্তি' শব্দের 'নি' কোন প্রকার উপসর্গ ?
বর্ণনাঃ বাংলা ভাষায় ব্যবহৃত খাটি বাংলা উপসর্গ ২১টি। অপরদিকে তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে চার উপসর্গ বাংলা এবং তৎসম শব্দে ব্যবহার করা হয় সেগুলো হলো– আ, সু, বি, নি। খাটি বাংলা শব্দের পূর্বে বসলে খাঁটি বাংলা উপসর্গ এবং তত্সম শব্দের পূর্বে বসলে তৎসম উপসর্গ। বৃত্তি একটি তৎসম শব্দ। সুতরাং নি তৎসম উপসর্গ।
আলাওল
ভারতচন্দ্র
মুকুন্দরাম
হরিদত্ত
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
শত্রুঘ্ন
শত্রু হস্তা
অরিবৈরী
অরিন্দম
সাধারণ অতীত
ঘটমান অতীত
পুরাঘটিত অতীত
নিত্যবৃত্ত
প্রশ্নঃ 'তুমি যদি যেতে ভালো হত'- বাক্যটিতে 'যেতে' শব্দটি ক্রিয়ার কোন কাল ?
বর্ণনাঃ অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন- কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো। অসম্ভব কল্পনায় : সাতাশ যদি হতাে একশ সাতাশ। সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হত।
মন্সুর বয়াতি
মুকুন্দরাম চক্রবর্তী
মালাধর বসু
চন্দ্রকুমার দে
প্রশ্নঃ কার সংগৃহীত গীতিকা সম্মাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন?
বর্ণনাঃ ড. দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যেসব গীতিকা সংগহীত হয়েছিল তা | কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা নামে চারখণ্ডে প্রকাশিত হয়। চন্দ্রকুমার দে সংগ্রাহকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ময়মনসিংহ গীতিকার পালাগানগুলাের সংগ্রাহক।
বসন্তকুমারী
সাজাহান
জমিদার দর্পন
নুরজাহান
প্রশ্নঃ বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি?
বর্ণনাঃ মীর মশাররফ হোসেনের (১৮৪৭-১৯১১) উল্লেখযাগ্য নাটক বসন্তকুমারী (১৮৭৩), জমীদার দর্পণ (১৮৭৩), বেহুলা গীতাভিনয় (১৮৮৯), টালা অভিনয় (১৮৯৭)। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, বিষাদ-সিন্ধুর রচয়িতা।
বলাকা
সোনার তরী
চিত্রা
পুনশ্চ
আকাঙ্খা
আসত্তি
যোগ্যতা
উদ্দেশ্য
প্রশ্নঃ 'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
বর্ণনাঃ বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। যেমন- মানুষটি একটি বাঘ খেয়েছে। বাক্যটির অর্থের সাথে বাস্তবের কোনাে মিল নেই। যদি বলা হয়- পাখি আকাশে উড়ে । তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন প্রকাশ পায়।
৪
৭
৮
৯
৫ কি.মি/ঘন্টা
৬কি.মি/ঘন্টা
৭কি.মি/ঘন্টা
৮কি.মি/ঘন্টা
প্রশ্নঃ একটি নৌকার তলদেশ ছিদ্র হওয়ায় তা ৬ ঘন্টায় ডুবে যেতে পারে। কিন্তু পাম্পের সাহায্যে ৮ ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর হতে ১৬৮ কি.মি. দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি তীরে পৌছানোর সাথে সাথে ডুব যাবে?
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
৪%
৬%
৮%
১০%
৪
৮
১০
১৬
৪
২
৬
৭
৫
১০
২০
৪০
২৪
৩৬
৪৮
৫৪
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ