সমীভবন
বিষমীভবন
সম্প্রকর্ষ
স্বরসঙ্গতি
ঝম-ঝম
ভাল-ভাল
রাশি-রাশি
ঘন-ঘন
মিঠাই
লোনা
লেজুড়ে
সাপুড়ে
পঙ্কজ
স্বন্দেশ
প্রবীণ
গায়ক
প্রশ্নঃ নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?
বর্ণনাঃ
যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন:
পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
অনাদর
অলঙ্কার
আবির্ভাব
অপমান
উইলিয়াম কেরি
গোলকনাথ শর্মা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রাম রাম বসু
প্রশ্নঃ 'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?
বর্ণনাঃ
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর-রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।
শ্রীকৃষ্ণ বিজয়
সেক শুভদয়া
শ্রীকৃষ্ণকীর্তন
ইউসুফ জুলেখা
প্রশ্নঃ নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?
বর্ণনাঃ
শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য।
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।
১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন।
১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ-সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি-মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
গরান
গেওয়া
ধুন্দুল
চাপালিশ
জাপান
শ্রীলঙ্কা
মালদ্বীপ
ভারত
লুব্ধক
প্রক্সিমা সেন্টার
ক্যাসিওপিয়া
এন্ড্রোমিডা
৮টাকা
২০ টাকা
২৪টাকা
২৮টাকা
Shift
Ctrl
Esc
Tab
প্রশ্নঃ ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কীবোর্ডের কোন বোতামটি ব্যবহৃত হয়?
বর্ণনাঃ
একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অক্ষর টাইপ করতে Shift কী ব্যবহার করা হয়। যেমন : Dhaka, Khulna শব্দ দু’টি লিখতে প্রথম অরে শিফ্ট কী চেপে ধরে এবং পরের অর গুলো শিফ্ট কী ছেড়ে দিয়ে লিখতে হবে। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়।
File
Format
Insert
Edit
প্রশ্নঃ কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
বর্ণনাঃ
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কোন ডকুমেন্ট প্রিন্ট করার জন্য ডকুমেন্টটি সম্পূর্ণ প্রস্তুত করার পর মেনু থেকে File – Print Preview কমান্ড দিতে হবে। প্রিন্টার রেডি থাকলে প্রিন্ট করার জন্য মেনু থেকে File – Print অথবা কিবোর্ডে Ctrl – P চাপ দিতে হবে।
Function key
Numeric key
Space Key
Modifier key
প্রধান স্মৃতি
সহায়ক স্মৃতি
অস্থায়ী স্মৃতি
স্থায়ী স্মৃতি
প্রশ্নঃ ডিভিডি কোন ধরনের স্মৃতি?
বর্ণনাঃ
ডিভিডি (ইংরেজি: DVD), যা ডিজিটাল ভিডিও ডিস্ক নামেও পরিচিত, এক ধরনের অপটিকাল ডিস্ক-ভিত্তিক উপাত্ত সংরক্ষণের ফরম্যাট। আধুনিক ডিজিটাল যুগের অনেক বেশি তথ্য রাখার চাহিদা থেকে এর সৃষ্টি। এর ধারণক্ষমতা সাধারণত ৪.৭ গিগা বাইট (একটি স্তর বা লেয়ার) বা ৮.৫৪ গিগাবাইট (দুইটি স্তর)। একটি ৪.৭ গিগাবাইটের ডিভিডিতে একটি সিডির প্রায় ৬ গুণ বেশি তথ্য রাখা যায়। ডিভিডির লেসার হিসেবে ৬৫০ ন্যানোমিটারের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, যার বর্ণ লাল।
ইনপুট ইউনিট
প্রিন্টার
আউটপুট
সি পি ইউ
ডকুমেন্টের শেষে
বর্তমান পৃষ্ঠার শেষে
পূর্ববর্তী লাইনের শেষে
বর্তমান লাইনের শেষে
প্রশ্নঃ MS Word এ Ctrl+End বোতাম চাপ দিলে কার্সার কোথায় যায়?
বর্ণনাঃ
কম্পিউটার Keyboard এর শর্টকাট -
>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
৩১
৩৫
৩৭
৪১
প্লাইস্তসিন যুগের
টারশিয়ারি যুগের
মায়াসিন যুগের
ডেবনিয়াস যুগের
পেপসিন
ট্রিপসিন
অ্যামাইলেজ
ট্রিহ্যালেজ
NATO
CTBT
NPT
SALT
২০%
২৫%
৩৩.৩%
৫০%
৯মিটার
১৭মিটার
১৮মিটার
২২মিটার
প্রশ্নঃ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম ও প্রস্থ ৩ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩মিটার ও প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭বর্গমিটার বেশি হয়।আয়তক্ষেত্রের প্রস্থ কত?
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
১০০০
১২০০
১২২৫
১৫০০
২০%
২০.৫%
২১%
২১.৫%
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ