১৪ জুলাই ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন), জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের এর মধ্যে ‘Joint Comprehensive Plan of Action’ (JCPOA) নামক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ইরান চুক্তি বা ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত।
সামুরাই (Samurai): জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানী যোদ্ধা ‘সামুরাই’ হিসেবে পরিচিত। জাপানী ক্রিয়াবাচক শব্দ ‘সাবুরাই’ থেকে সামুরাই শব্দটির উৎপত্তি ঘটেছে। এর অর্থ হচ্ছে কাউকে সেবা করা। একজন সামুরাই অনেক ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করার অধিকারী ছিলেন। তন্মধ্যে তাদের কাছে জনপ্রিয় অস্ত্র ছিল কাতানা নামীয় লম্বাটে ধরনের তলোয়ার।