by
on
with
for
প্রশ্নঃ They live --- catching fish.
বর্ণনাঃ
Live এর সাথে বিভিন্ন Preposition সংযুক্ত হয়। Live- এর পর on ব্যবহৃত হয় যখন কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা বুঝায়। যেমন- The cow lives on grass।
কারও সাথে বাস করা বুঝালে live এর পরে with বসে। যেমন- He lives with his father ।
কোনো কিছুর জন্য বেঁচে থাকা বুঝালে live এর পর for বসে । যেমন : Every mother lives for her child ।
জীবিকা বুঝালে live এর পর by ব্যবহৃত হয়। যেমন- They live by catching fish ।
for
in
with
at
from
on
in
since
প্রশ্নঃ He has been ill --- Friday last.
বর্ণনাঃ
প্রদত্ত Option গুলোর মধ্যে option a তে প্রদত্ত from সঠিক নয় কারণ Point of time এর ক্ষেত্রে Perfect বা Perfect continuous tense ছাড়া অন্যান্য tense এ from ব্যবহৃত হয়। যেমন- He will come from Monday..
Option-b তে প্রদত্ত on সঠিক নয়। কারণ on বারের পূর্বে ব্যবহৃত হয়।
Option-c তে প্রদত্ত in সঠিক নয় কারণ in শব্দটি বারের পূর্বে ব্যবহৃত হয় না বরং সালের পূর্বে ব্যবহৃত হয়। যেমন – He came here in 1990.
option(d) তে প্রদত্ত since সঠিক । কারণ প্রদত্ত বাক্যটি Present Perfect Tense এবং since Friday last দ্বারা Point of time নির্দেশ করছে।
what
which
when
whom
প্রশ্নঃ Listen to --- I say
বর্ণনাঃ
প্রদত্ত Option গুলোর মধ্যে option (b) তে প্রদত্ত which সঠিক নয়। কারণ which শব্দটি Noun বা Pronoun এর পরিবর্তে Relative pronoun হিসেবে ব্যবহৃত হয়। যেমন- I saw a bird which was flying ।
option (c) তে প্রদত্ত when সঠিক নয় কারণ when শব্দটি Relative Adverb যা দুটি পূর্ণাঙ্গ বাক্যকে সংযুক্ত করার সময় অর্থাৎ Time বুঝায়।
option (d) তে whom এমন একটি Relative pronoun যা দ্বারা ব্যাক্তি বুঝায় এবং যাকে অর্থ প্রকাশ করে।
option (a) তে প্রদত্ত what সঠিক উত্তর। কারণ কেবল what ই একমাত্র relative pronoun যা দ্বারা which + that এর সমন্বয় সাধিত হয় অর্থাৎ উহা যাহা বা তাহা-যাহা অর্থ প্রকাশ করে। এখানে Listen to what I say বাক্যটির অর্থ হলো 'আমি যাহা বলি তাহা মনোযোগ দিয়ে শোনো'। সুতরাং সঠিক উত্তর (a) ।
look at
look after
look up
look into
প্রশ্নঃ Everybody should --- their old parents.
বর্ণনাঃ
Look at অর্থ কারও দিকে তাকানো। যেমন- He looked at me ।
Look up অর্থ হলো কোনো কিছু খোঁজা। যেমন- Look up the word from the dictionary ।
Look into অর্থ হলো অনুসন্ধান চালানো । যেমন- Look into the matter।
option (b) তে প্রদত্ত Look after অর্থ হলো দেখাশুনা করা। পিতামাতার ক্ষেত্রে এটাই প্রযোজ্য। সুতরাং সঠিক উত্তর হলো (b) ।
Don't tell lie
Do not tell lie
Never tel lie
Don't tell a lie
প্রশ্নঃ which one is correct sentence ?
বর্ণনাঃ
Tell a lie এটি একটি phrase যার অর্থ হলো মিথ্যা কথা বলা। option (a) তে Article (b) জনিত ভুল রয়েছে তাই এটা ভুল। আবার option (b) তে একই ধরনের ভুল। option (c) তেও একই ভুল। অন্যদিকে option (d) তে প্রদত্ত বাক্যটি সব দিক থেকে সঠিক।
The old man was died yesterday
The old man had died yesterday
The old man has died yesterday
The old man died yesterday
প্রশ্নঃ which one is correct sentence ?
বর্ণনাঃ
Option a তে প্রদত্ত বাক্যটি সঠিক নয়। কারণ die অর্থাৎ মৃত্যুবরণ করা যা সর্বদা Active voice এ ব্যবহৃত হয় । অথচ এখানে was ব্যবহার করে passive করার ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে।
option b তে প্রদত্ত বাক্যটিও ভুল। কারণ উক্ত বাক্যে yesterday যা Past indefinite tense এর সংকেত বহন করে তা থাকা সত্ত্বেও বাক্যটিকে Past perfect করার চেষ্টা করা হয়েছে।
option c তে প্রদত্ত বাক্যটিও ভুত। কারণ এখানে yesterday থাকা সত্ত্বেও Present perfect করার চেষ্টা করা হয়েছে।
option d তে প্রদত্ত বাক্যটি সবদিক থেকেই সঠিক। সুতরাং সঠিক উত্তর d ।
বিস্তারিত
ব্যাখ্যা করা
অনুবাদ করা
সংক্ষেপে
প্রশ্নঃ 'In a nut shell' means -
বর্ণনাঃ
‘In a nut shell’ phrase টির মানে হলো সংক্ষেপে যা কেবল Option d তেই প্রদত্ত রয়েছে।
option (a) তে প্রদত্ত ‘বিস্তারিত’ শব্দটির ইংরেজি হলো detail.
option (b) তে প্রদত্ত ‘ব্যাখ্যা করা’ এর ইংরেজি হলো Explain এবং
Option (c) তে প্রদত্ত ‘অনুবাদ করা’ –এর ইংরেজি হলো Translate ।
পাড়াপড়শী
আত্মীয়-স্বজন
বাবা -মা
ভাই -বোন
প্রশ্নঃ 'Kith and kin' means
বর্ণনাঃ
Kith and kin একটি phrase যার অর্থ হলো আত্মীয়-স্বজন। প্রদত্ত Option গুলোর মধ্যে option (a) তে প্রদত্ত পাড়াপড়শী শব্দটির ইংরেজি হলো Neighbours ।
Option (c) তে প্রদত্ত বাবা-মা এর ইংরেজি হলো Parents এবং
option (d) এর ভাই-বোন হলো Brother and sister ।
সুতরাং option-b অর্থগতভাবে সঠিক।
Abundance mango grows in Rajshahi
Plentiful mango grows in Rajshahi
Many mangoes grow in Rajshahi
Mangoes grow in plenty in Rajshahi
He is weak in mathematics
He is bad in Mathematics
He is backward in Mathematics
He is poor in Mathematics
where there is will , there is way
Where there is a will there is a way
There is a will , there is way
There is a way , there is a will
গরু মেরে জুতা দান
কারও পৌঁষ মাস , কারও সর্বনাশ
ঝোপ বুঝে কোপ মারা
নিরো বাঁশি বাজাচ্ছে, রোম জ্বলছে
প্রশ্নঃ ' Nero fiddles while Rome burns' - এর সঠিক অনুবাদ -
বর্ণনাঃ
প্রদত্ত Option গুলোর মধ্যে Option (c) তে প্রদত্ত বাক্যের ইংরেজি প্রবাদ হলো : Make hay while the sun shines ।
option(d) তে প্রদত্ত বাক্যটি কোনোরূপ অর্থ বহন করে না।
option (a) তে প্রদত্ত প্রবাদটির ইংরেজি অনুবাদ হলো robbing peter to pay pall ।
Option (b) তে প্রদত্ত প্রবাদটিই সঠিক অর্থ জ্ঞাপন করছে।
আমি এক কাপ চা না হলেও মনে কিছু করবো না
এক কাপ চায়ের জন্য আমার কিছু মনে করা উচিৎ নয়
এক কাপ চা পেলে মন্দ হতো না
এক কাপ চা পেলে আমার কিছু মনে করা অনুচিত
শীতের প্রকোপে সর্বনিন্ম ৪০ জনের মৃত্যু হয়েছে
শৈত্য প্রবাহে এ পর্যন্ত ৪০ জন মারা গেছে
ঠান্ডা লেগে এখন পর্যন্ত ৪০ জন মারা গেছে
এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর কারণ শীতের তীব্রতা
তুমি নিশ্চয় রোগী
তোমাকে রোগাক্রান্ত মনে হচ্ছে
তোমাকে ধৈর্য ধরতে হবে
তুমি নিশ্চয় ধৈর্যশীল
10
18
0.1
100
0.9
0.3
০
3.0
৭৩০
৭৩৫
৮০০
৭৮০
৯ কেজি
১২ কেজি
১৭ কেজি
৫১ কেজি
২৪
৩০
২৫
১৬
২০
১০০
৫০
৪০
৯০০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
১৬০০ টাকা
৪৮০ টাকা
১৮০ টাকা
২৪০ টাকা
২৮০ টাকা
২৫%
১৫%
১০%
২০%
প্রশ্নঃ যদি তালিকা মূল্যে বিক্রি করলে একজন কম্পিউটার বিক্রেতার ২৫% লাভ হয়, তবে তালিকা মূল্যের উপর সর্বোচ্চ কত হারে ছাড় দিলে ঐ বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?
বর্ণনাঃ
২৫% লাভে,
(১০০+২৫) = ১২৫ টাকা
১২৫ টাকায় ছাড় দিতে হবে ২৫ টাকা
১০০ টাকায় ছাড় দিতে হবে ( ২৫×১০০)/১২৫ = ২০ টাকা বা ২০%
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ