আকন্দ
পাথরকুচি
পাতাবাহার
ফণিমনষা
প্রশ্নঃ কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় ?
বর্ণনাঃ
পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মায়। পাথরকুচি বঈবীরুৎ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ। পাথরকুচি গাছের পাতা থেকে প্রচুর পরিমাণে নতুন গাছের সৃষ্টি হয়। পাথরকুচি গাছের পাতার উপকারিতা অনেক। এটি কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বেশ উপকারে আসে।
১৯৬৭
১৯৬৯
১৯৭০
১৯৮৬
প্রশ্নঃ ও আই সি কত সালে প্রতিষ্ঠিত হয়?
বর্ণনাঃ
OIC- Organization of Islamic Cooperation বা ইসলামী সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে সনদ স্বাক্ষরের মাধ্যমে। এই সংস্থাটটির নীতিবাক্য -" মুসলমানদের স্বার্থরক্ষা ও অগ্রগতি ও মঙ্গল নিশ্চিতকরণ "। এর সদস্য রাষ্ট্র সংখ্যা ৫৭ টি।
পদ্মা
মহানন্দা
গড়াই
করতোয়া
প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
বর্ণনাঃ
মহাস্থানগড়- করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় এর ধ্বংসাবশেষ অবস্থিত। মহাস্থানগড় এর প্রাচীন নাম পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন।
শাহ সগীর
সৈয়দ হামজা
কবি জয়দেব
আলাওল
প্রশ্নঃ আরাকান রাজসভার কবি-
বর্ণনাঃ
আরাকান রাজসভার কবি আলাওল। আলাওল আরাকান রাজসভার কবি হলেও তিনি মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে " শিরোমণি আলাওল" রূপে শীর্ষস্থান অধিকারী। তার বিখ্যাত গ্রন্থ - পদ্মাবতী, তোহফা। আরবি, ফারসি, হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। তিনি ব্রজবুলি ও মঘী ভাষাও জানতেন।
নদীতে
পুকুর
সুইমিং পুলে
সমুদ্রে
প্রশ্নঃ সাঁতার কাটা সহজ-
বর্ণনাঃ
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। সাঁতার কাটার সময় আমাদের শরীরকে পানির উপরে রেখে স্থানান্তরের চেষ্টা করতে হয়। পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে আমাদেরকে পানির উপর রাখার জন্য কম চেষ্টা করতে হয়। তার জন্য সমুদ্রে সাঁতার কাটা সহজ।
হামিদুর রহমান
শামিম শিকদার
মইনুল হােসেন
কামরুল হাসান
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
বর্ণনাঃ
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি - হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহিঃ প্রাঙ্গনে অবস্থিত। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি তে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।
এক প্রকার সামাজিক নেটওর্য়াক
এক প্রকার সফটওয়্যার
এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
এক ধরনের কম্পিউটার ভাইরাস
সমিচিন
সমীচীন
সমীচিন
সমিচীন
পুর্তগিজ
হিন্দি
গুজরাটি
ফরাসি
প্রশ্নঃ "হরতাল" কোন ভাষা থেকে এসেছে?
বর্ণনাঃ
পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, আলমারি, গির্জ, গুদাম, চাবি, পাউরুটি ইত্যাদি।
ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরা ইত্যাদি।
হিন্দি শব্দ- চানাচুর, চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল ইত্যাদি।
তাই উত্তর হবে -গুজরাটি।
রজনীকান্ত সেন
দ্বিজেন্দ্রলাল রায়
লালন শাহ
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ 'ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'- গানটির রচয়িতা কে?
বর্ণনাঃ
দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন।
তিন মোহনা
ত্রয়ী
ত্রিমোহনা
তেমোহনা
অলস
অপদার্থ
অমানুষ
অযোগ্য
দাহ্য
দগ্ধ
দহনকারী
দহনীয়
অলঙ্ঘ্য
দুর্গম
অনতিক্রম
দুরাতিক্রম
সুপ্ত
উপ্ত
গুপ্ত
লুপ্ত
অন্ধ অনুকরণ
বিপথে যাওয়া
অনুকরণকরা
স্বেচ্ছায় প্রভাবিত হওয়া
নিধু
বিধু
সীধূ
বধু
পাতাবাহার
পাথরকুচি
আকন্দ
ফণিমনষা
প্রশ্নঃ কোন গাছের পাতা থেকে গাছ জন্মায় ?
বর্ণনাঃ
পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মায়। পাথরকুচি বঈবীরুৎ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ। পাথরকুচি গাছের পাতা থেকে প্রচুর পরিমাণে নতুন গাছের সৃষ্টি হয়। পাথরকুচি গাছের পাতার উপকারিতা অনেক। এটি কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বেশ উপকারে আসে।
১৯৬৭
১৯৬৯
১৯৭০
১৯৮৬
প্রশ্নঃ ও আই সি কত সালে প্রতিষ্ঠিত হয়?
বর্ণনাঃ
OIC- Organization of Islamic Cooperation বা ইসলামী সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে সনদ স্বাক্ষরের মাধ্যমে। এই সংস্থাটটির নীতিবাক্য -" মুসলমানদের স্বার্থরক্ষা ও অগ্রগতি ও মঙ্গল নিশ্চিতকরণ "। এর সদস্য রাষ্ট্র সংখ্যা ৫৭ টি।
পদ্মা
মহানন্দা
গড়াই
করতোয়া
প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
বর্ণনাঃ
মহাস্থানগড়- করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় এর ধ্বংসাবশেষ অবস্থিত। মহাস্থানগড় এর প্রাচীন নাম পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন।
শাহ সগীর
সৈয়দ হামজা
কবি জয়দেব
আলাওল
প্রশ্নঃ আরাকান রাজসভার কবি-
বর্ণনাঃ
আরাকান রাজসভার কবি আলাওল। আলাওল আরাকান রাজসভার কবি হলেও তিনি মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে " শিরোমণি আলাওল" রূপে শীর্ষস্থান অধিকারী। তার বিখ্যাত গ্রন্থ - পদ্মাবতী, তোহফা। আরবি, ফারসি, হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। তিনি ব্রজবুলি ও মঘী ভাষাও জানতেন।
নদীতে
পুকুর
সুইমিং পুলে
সমুদ্রে
প্রশ্নঃ সাঁতার কাটা সহজ-
বর্ণনাঃ
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। সাঁতার কাটার সময় আমাদের শরীরকে পানির উপরে রেখে স্থানান্তরের চেষ্টা করতে হয়। পুকুরের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে আমাদেরকে পানির উপর রাখার জন্য কম চেষ্টা করতে হয়। তার জন্য সমুদ্রে সাঁতার কাটা সহজ।
হামিদুর রহমান
শামিম শিকদার
মইনুল হােসেন
কামরুল হাসান
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
বর্ণনাঃ
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি - হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহিঃ প্রাঙ্গনে অবস্থিত। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি তে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য।
এক প্রকার সামাজিক নেটওর্য়াক
এক প্রকার সফটওয়্যার
এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
এক ধরনের কম্পিউটার ভাইরাস
সমিচিন
সমীচীন
সমীচিন
সমিচীন
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ