responsible for
responsible to
liable to
blamed for
প্রশ্নঃ Every driver must be held---his own actions.
বর্ণনাঃ অধস্তন ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নিকট কাজের জন্য দায়ী বা কোনো লোক অন্য কোনো লোকের কাছে কাজের জন্য দায়ী থাকলে সাধারণত ' responsible to' ব্যবহার করা হয়। যেমন- The Director is directly responsible to the president . অপরপক্ষে কোনো কাজের দায়ভার যখন যে কাজ করে তার ওপরই বর্তায়, তখন 'be held responsible for' ব্যবহৃত হয়। যেমন - Sumi is mentally ill and can't be held responsible for her actions. 'liable to' দ্বারা কোনো দায় -দায়িত্বকে বোঝায়। যেমন- We are all liable to make mistakes when we are tired . সুতরাং সঠিক উত্তর হচ্ছে (ক)।
would come
may come
may have come
would have come
প্রশ্নঃ Choose the correct alternative to complete the sentence? 'He ---- to see us if he had been able to.'
বর্ণনাঃ
If যুক্ত sentence যদি Past Perfect Tense হয়, তাহলে অপর Clause টি Perfect Conditional (Subject +would /could /might +have + Past participle of verb) হবে ।
strong attack
severe attack
serious kind
bad attack
প্রশ্নঃ Choose the appropriate alternative to complete the sentence. 'He had a---of fever.'
বর্ণনাঃ
রোগের আক্রমন বোঝাতে severe ব্যবহার করা হয়।
এখানে রোগের তীব্রতা বোঝাতেও severe ব্যবহৃত হয়।
পর্তুগিজ ভাষা থেকে
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে
প্রশ্নঃ "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
বর্ণনাঃ
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ