'BRICS' ৫টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র (Brazil, Russia, India, China, South Africa) এর আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকও একটি উদীয়মান অর্থনৈতিক সংঘ। নব শিল্পোন্নত উন্নয়নশীল দেশসমূহ (Developing or newly industrialised countries) ‘ব্রিকস’ এর সদস্য। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে এটি "BRIC" নামে পরিচিত ছিল। ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকসের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে ‘নয়া উন্নয়ন ব্যাংক’ (New Development Bank - NDB) গঠিত হয় যা পর্বে 'BRICS Development Bank' নামে পরিচিত ছিল। চীনের সাংহাইয়ে এর সদর দপ্তর অবস্থিত। আইএমএফ ও বিশ্বব্যাংক উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষা করতে পারছে না, এ ধরনের অভিযোগের ভিত্তিতেই ‘ব্রিকস’ ব্যাংক গঠিত হয় বলে ধারণা না হয়।