কবি কায়কোবাদ
মীর মশাররফ হোসেন
সৈয়দ আলী আহসান
আশরাফ সিদ্দিকী
প্রশ্নঃ বিষাদ সিন্ধুর রচয়িতা কে?
বর্ণনাঃ
বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন।
সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
২৫ বৎসর
৫২ বৎসর
৫০ বৎসর
২৭ বৎসর
সমীচীন
সমীচিন
সমিচিন
সমিচীন
নেতা
সুবক্তা
তর্কবাগীশ
বাগ্মী
নীচ
ইতর
নম্র
অনুজ
প্রশ্নঃ 'বড় যদি হতে চাও ছোট হও তবে '- এ বাক্যে 'ছোট' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বর্ণনাঃ
বিনয় মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে। তিনিই প্রকৃত মহৎ, যিনি সব গর্ব ও অহংকার পরিত্যাগ করে নিজেকে সামান্য ও ক্ষুদ্র ভাবেন।পৃথিবীতে আমরা সবাই বড় হতে চাই। বড় হতে হলে সবার সামনে নিজেকে নম্র, চরিত্রবানরূপে উপস্থাপন করতে হবে। এ জন্য দরকার প্রকৃত শিক্ষার। সুশিক্ষাকে জীবনের সবখানে প্রয়োগ করতে পারলে নিজেকে গড়ে তোলা সহজ হবে। যারা নিজেদের খুব বেশি বড় মনে করে, অহংকার করে, হিতাহিত বিবেচনা যাদের নেই, সত্যিই তারা খুব ছোট। তারা প্রাথমিক সোপান অবহেলা করে ওপরে ওঠার ব্যর্থ প্রয়াসে বিভোর। প্রকৃতই তারা কৃতকার্য হয় না। কেননা বড় হতে হলে ছোটত্ব বরণ করা অপরিহার্য। বড় হতে ওপরে ওঠার সিঁড়ি পার হওয়ার জন্য ছোট হওয়ার বিকল্প আছে বলে মনে হয় না।
বিপদ
গভীর
গোপন ব্যথা
হিংসা
ছাতা
ছায়া
পংকিল
জীবাণু
প+বিত্র
প+অবিত্র
পো+অবিত্র
পো+ইত্র
দেশী শব্দ
আরবী শব্দ
ফরাসি শব্দ
স্পেনীয় শব্দ
প্রশ্নঃ 'লাঠি' ও 'চাউল' এ দুটি কোন ধরনর শব্দ?
বর্ণনাঃ
'লাঠি' ও 'চাউল' এ দুটি দেশী শব্দ।
বর্তমান বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো সেইসব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে - কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। দেশী শব্দের উদাহরণ কুড়ি (বিশ) - কোলভাষা, পেট, চুলা, ডাব, খোকা, কুলা, লাউ, চাউল ইত্যাদি।
তোষামুদে
স্বেচ্ছাচারী
কাণ্ডজ্ঞানহীন
নির্বাক
দেদীপ্যমান
উজ্জ্বল
দীপ্তিমান
আলোকিত
৪ জন
৩জন
২জন
৫জন
৫০০ টাকা
৬০০ টাকা
৩০০ টাকা
২০০ টাকা
প্রশ্নঃ চার জন বালক নির্দিষ্ট পরিমাণ টাকা ভাগ করে নেয়। প্রথম বালক মোট টাকার ১/৬ অংশ, দ্বিতীয় বালক ১/৪ অংশ এবং তৃতীয় বালক ১/২ অংশ পায়। যদি চতুর্থ বালক৫০টাকা পায় , তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল?
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
১৭/১৪
১৪/১৭
১০/৭
৭/১০
১৬০%
১৪০%
৯৬%
১২০%
১০ মাইল
২০মাইল
২৪ মাইল
৩০ মাইল
প্রশ্নঃ শহর B শহর A থেকে ৮ মাইল পূর্বে অবস্থিত, শহর C শহর B থেকে উত্তরে অবস্থিত , শহর D শহর C থেকে ১৬ মাইল পূর্বে অবস্থিত , এবং শহর E শহর D থেকে ১২ মাইল উত্তরে অবস্থিত। শহর A থেকে শহর E এর দূরুত্ব কত?
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
x/(x-১)
x/(x+1)
(x-১)/x
(x+১)/x
৯
৩৬
৪০
৮১
৩
৫
৭
১৩
৮ বৎসর
১০বৎসর
১২বৎসর
১৪বৎসর
১০%
২০%
২১%
৩৬%
৩
৪
৫
৬
৩০
২৫
৩৩.৩৩
২০
৪৭..৩৩৩ (প্রায়)
৪৭
৪৩
৪১
১.৫%
৪.৫%
১০%
৫
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ