৪০%
২০%
৫০%
৩৫%
১২৫
১২৬
১২৭
১২৮
১২%
৮%
১০%
১৪%
.১১১
.৩
.১২১১
.২৩৪১
ট্রাপিজিয়াম
রম্বস
আয়তক্ষেত্র
সামন্তরিক
২২দিন
১৮দিন
২০দিন
১৫দিন
৫০টাকা
৪৫টাকা
৪০টাকা
৩৫টাকা
০.৩
১.৩
১.২
৩
৭ফুট
১০ফুট
৯ফুট
১৩ফুট
২০৮
২৪৩
১৯৯
৩৮০
F2
F1
F6
F7
RAM
BIOS
PROM
ROM
প্রশ্নঃ নিচের কোনটি volatile memory ?
বর্ণনাঃ Volatile বা উদ্বায়ী (বা অস্থায়ী) মেমোরিগুলোতে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মুছে যায় বা হারিয়ে যায়। RAM মেমোরিতে চলমান প্রোগ্রাম, ডেটা, হিসাব-নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে সংরক্ষিত এ ডেটা মুছে যায় বা হারিয়ে যায়। এটিই সকল ধরনের RAM মেমোরির (DRAM, SRAM, PRAM ইত্যাদি) অন্যতম বৈশিষ্ট।
৩
১৫০
২০০০০
১০
MS Excel
MS Word
Oracle
Windows Vista
প্রশ্নঃ নিচের কোনটি Sytem software?
বর্ণনাঃ MS Excel, Ms Word, MS Power Point, MS Access হলো Microsoft প্রবর্তিত Application Software । এরা Pakage program ধরনের Software। Word processing, Spread sheet, Database management-এ জাতীয় কাজের জন্য Microsoft Office নামের এই Pakage software-টি ব্যবহৃত হয়। Oracle হলো একটি Programming Language । কম্পিউটার Programming এর জন্য হাই লেভেল Language এটি। Windows vista হলো Microsoft প্রবর্তিত একটি 64 বিটের Operating system । Operating System Software গুলোকে System software-ও বলা হয়। Notepad হলো একটি plain text editing program যা microsoft windows এর (1.0 version থেকে শুরু করে) সকল version-এ পাওয়া যায়।
Syntex
Grammer
Style
Symbol
প্রশ্নঃ নিচের কোন পদ্ধতি অনুসারে সকল সিস্টেম প্রোগ্রাম লিখতে হয়?
বর্ণনাঃ Program লেখার জন্য কতগুলো সুনির্দিষ্ট Syntax ব্যবহার করা হয়। একটি Program রচনার মূল বিষয় হলো কোডিং। কোডিং এর জন্য সুনির্দিষ্ট যে বর্ণক্রম ব্যবহৃত হয় তাই হলো Syntax । কোনো program রচনায় যেকোনো code এর syntax ভুল হলে ঐ program সম্পূর্ণ হবে না। যেমন ‘PRINT’-এর স্থলে ‘PRIMT’ Code লেখা হলে সেটি একটি syntax error, সর্বোপরি syntax হলো programming-এর ব্যাকরণ। এর উপর ভিত্তি করেই Program রচিত হয়।
Drupal
Crome
Net scape navigator
Opera
প্রশ্নঃ নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার না-
বর্ণনাঃ Netscape, Navigator, Google Crome ও Opera এগুলো ওয়েব ব্রাউজার। সাইবার জগতে এ ব্রাউজারগুলোর আবির্ভাব ঘটে যথাক্রমে 1994, 2008 ও 1996 সালে। Maxthon হলো ২০০৫ সালে চীনা Maxthon Ltd কোম্পানি প্রবর্তিত web browser, যা মূলত MyIE-2 নামে অধিক পরিচিত। এটি windows phone, iOS ও Android- মোবাইলের জন্য Maxthon Mobile হিসেবে পাওয়া যায়। অপরদিকে Drupal হলো একটি content management সফটওয়্যার। এটি দ্বারা সাধারণত ওয়েবসাইট ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। বর্তমানে এর অষ্টম (Drupal-8) ভার্সন পর্যন্ত পাওয়া যাচ্ছে।
Formula
Values
Labels
Cell format
Unlimited
Greater than 120
Less than 120
Zero
প্রশ্নঃ কম্পিউটার আই কিউ হচ্ছে-
বর্ণনাঃ সর্বাধুনিক কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে অনেক সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এ ক্ষেত্রেও প্রদত্ত ইনপুট ডেটা এর উপর ভিত্তি করে এটি প্রক্রিয়াকরণ করে। প্রদত্ত তথ্যের বাইরে কিছুই করতে পারে না। এর নিজস্ব বুদ্ধিমত্তা বলতে কিছু নেই। তাই এর IQ হবে শূন্য (0)।
WIMAX
Bluethooth
Broadband
CMOS
সার্ভার বন্ধ
সার্ভার পাওয়া যাচ্ছে না
সম্পূর্নভাবে পরিবর্তন
সার্ভার পাওয়া গেছে
১৪১
১৪৭
১৫৫
১৩০
প্রশ্নঃ জাতিসংঘের ২০১৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের উন্নয়ন সূচকে ১৮৮ টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান কততম?
বর্ণনাঃ ১৪ ডিসেম্বর ২০১৫ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় মানব উন্নয়ন রিপোর্ট ২০১৫ প্রকাশ করে। এ রিপোর্ট অনুযায়ী ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২ তম।
২০০৮
২০০৯
২০০৭
২০১০
প্রশ্নঃ বাংলাদেশ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
বর্ণনাঃ সরকারি সিদ্ধান্তের আলোকে ৩১ ডিসেম্বর ২০০৯ সরকার ও সরকার কতৃক মনোনীত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. এর পরিচালনা পর্ষদের মধ্যে Vendors Agreement স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋন সংস্থা (বিএসআরএস) নামে প্রতিষ্ঠান দুটি একীভূত হয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি’ (বিডিবিএল) গঠিত হয়। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৩ জানুয়ারি ২০১০।
সোনালী ব্যাংক লিমিটেড
উত্তরা ব্যাংক লিমিটেড
রূপালী ব্যাংক লিমিটেড
জনতা ব্যাংক লিমিটেড
প্রশ্নঃ নিচের কোন ব্যাংকটি একটি বিশেষায়িত ব্যাংক?
বর্ণনাঃ বাংলাদেশে তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক দুটি, যথাঃ বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। উত্তরা ব্যাংক লিমিটেড তফসিলভুক্ত স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। অপরদিকে, সোনালী ব্যাংক লিমিটেড, রুপালী ব্যাংক লিমিটেড এবং জনতা ব্যাংক লিমিটেড তফসিলভুক্ত রাষ্ট্রায়ও্ব বাণিজ্যিক ব্যাংক।
৯টি
৭টি
১২টি
১৩টি
হিসাবে যথেষ্ট উদ্বৃত্ত আছে
স্বাক্ষরে গরমিল নেই
চেকটি ছেড়া নয়
এটি চুরি যাওয়া চেক নয়
প্রশ্নঃ নিচের কোন কারনে একটি চেক ফেরত যায় ?
বর্ণনাঃ আমানতকারী কর্তৃক কোনো চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পর ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেক প্রত্যাখ্যান বলে। এক বা একাধিক ন্যায়সঙ্গত কারণে ব্যাংক চেক পরিশোধে অস্বীকৃতি জানাতে পারে। বিভিন্ন কারণে চেক ফেরত যেতে পারে। তন্মধ্যে কয়েকটি কারণ হলো- (১) বাহক চেক লেখকের উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে; (২) চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকলে; (৩) চেকে প্রদত্ত আদেষ্টার স্বাক্ষর অস্পষ্ট হলে; (৪) চেকে প্রদত্ত স্বাক্ষর এবং ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষর না মিললে; (৫) চেকে সংখ্যায় ও কথায় না মিললে ইত্যাদি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ