No change
an increase of 7%
a decrease of 1%
an increase of 9%
নিস্পৃহ
মনোযোগ
বিশেষভাবে
অভিরুচি
আমার কথাই প্রমান হলো ।
আমার কথাই প্রমাণ হলো ।
আমার কথাই প্রমানীত হলো ।
আমার কথাই প্রমাণিত হলো ।
বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ?
বর্ণনাঃ
বাংলা ভাষার সাধুরীতি কিছু বৈশিষ্ট্য হলো- ক. বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়মন অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। খ. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য। গ. সাধুরীতির গদ্য এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী। ঘ. এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। ঙ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সুতরাং সঠিক উত্তর (b)।
পুতুল নাচের ইতিকথা
গোরা
উত্তম পুরুষ
কবি
প্রশ্নঃ 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র ?
বর্ণনাঃ
প্রশ্নে উল্লিখিত (‘শশী’ ও ‘কুমু’) ‘কুমুদ’ নামটির হবে ‘কুসুম’। এ দুটি চরিত্র ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসের । মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসে পুতুল বলতে চরিত্রগুলোকে বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যোর অল্প ধাক্কাতে চালিত হয়। ‘নিতাই’ ও ‘ঠাকুরঝি’ তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের চরিত্র। ‘শাকের ‘ চরিত্রটি রশীদ রচিত ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসের উল্লেখযোগ্য রচিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণয়াল ও আনন্দময়ী।
চলতি ভাষায়
কথ্য ভাষায়
আঞ্চলিক ভাষায়
সাধু ভাষায়
চাঁটি
চাঁদা
চানা
চালা
প্রশ্নঃ অভিধানে কোন শব্দ আগে বসবে ?
বর্ণনাঃ
অভিধান এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, ব্যূৎপত্তি, ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে, কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে, প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে।
দেশী
আরবী
পর্তুগীজ
ওলন্দাজ
প্রশ্নঃ 'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে ?
বর্ণনাঃ
বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এসব শব্দকে বরা হয় বিদেশি শব্দ। যেমন- পর্তুগিজ : আনারস, চাবি, আলপিন, বালতি ইত্যাদি আরবি : আর্লাহ, ইসলাম, কলম, রায় ইত্যাদি ওলন্দাজ : ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল, মুন্ড প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন- কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি।
ণির্নিমেষ
নির্ণিমেষ
ণির্ণিমেষ
নির্নিমেষ
চরণের প্রথমে মিল থাকে
বিশ মাত্রার পর্ব থাকে
অন্তমিল থাকে না
অন্তমিল থাকে
ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
প্রশ্নঃ বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
বর্ণনাঃ বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য তিনি শিল্পগুণসমৃদ্ধ বাংলা গদ্যের স্রষ্ঠা হিসেবে খ্যাত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়কে বাংলা উপন্যাসের জনক বলা ঞয়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
প্রত্যয়
বিষ্ময়
নির্ভয়
দ্বিধা
সাধারন বর্তমান
নিত্যবৃত্ত বর্তমান
ঘটমান বর্তমান
পুরাঘটিত বর্তমান
প্রশ্নঃ 'সন্ধ্যায় সূর্য অন্ত যায়' এটি কোন বর্তমান কালের ?
বর্ণনাঃ স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন- ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’। (স্বাভাবিকতা)’ ‘আমি রোজ সকালে বেড়াতে যাই ( অভ্যস্ততা)। যে ক্রিযঅ বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন: সে ভাত খায়। আমি বাড়ি যাই। যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাজ ব্যবহৃত হয়। যেমন- নীলা গান গাইছে। হাসান বই পড়ছে। ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
বারিদ
রজনী
যামিনী
শর্বরী
মৈথিলি ভাষায় একটি উপভাষা
বাংলা ও হিন্দির যোগফল
একরকম কৃত্রিম কবিভাষা
ব্রজধামে কথিত ভাষা
অলোকসামান্য
অনন্যসাধারণ
অনন্যসাদারন
আলোকসামান্য
নারী
জীবন-বন্দনা
সাম্যবাদী
মানুষ
প্রশ্নঃ 'গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' । পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ ?
বর্ণনাঃ প্রশ্নে উল্লিখিত পঙক্তিটি কাজী নজরূল ইসলাম রচিত ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘সাম্যবাদী’ কবিতার অংশ। এ কাব্যে তিনি বিপ্লবাত্মক বক্তব্য দিয়েছেন কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানবিকতা নিয়ে । এ গ্রন্থের উর্লেখযোগ্য কবিতা: সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, বারাঙ্গনা, কুল-মজুর।
উৎকর্ষতা
উৎকৃষ্টতা
উৎকৃষ্ট
উৎকর্ষ
প্রশ্নঃ প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি ?
বর্ণনাঃ গুণবাচক বিশেষ্য পদের সঙ্গে তা প্রত্যয় যোগ করলে ভুল হয়। ‘উৎকর্ষ’ বিশেষ্য পদটির সাথে তা প্রত্যয় যোগে ‘উৎকর্ষতা’ অশুদ্ধ এবং ‘উৎকৃষ্টতা’ বিশেষ্য পদটির বিশেষণ উৎকৃষ্ট। সুতরাং প্রশ্নে প্রদত্ত b, c ও d তিনটি শব্দই প্রত্যয়গতভাবে শুদ্ধ।
বিশেষণের বিশেষণ
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
তদ্ভব
অর্ধতৎসম
তৎসম
দেশী
প্রশ্নঃ চাঁদ কোন শ্রেনীর শব্দ ?
বর্ণনাঃ ‘চাঁদ তদ্ভব শ্বদ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন- সংস্কৃত হস্ত, প্রাকৃত হস্থু, তদ্ভব হাত; সংস্কৃত চন্দ্র, প্রাকৃত চংদ, তদ্ভব চাঁদ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্থিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। মেন- চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন- জোৎস্না-জ্যোছনা, গৃহিনী-গিন্নী, বৈষ্ণব-বোষ্ট ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন- কোল, মুণ্ডু প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শ্বদকে দেশি শব্দ বলা হয়। যেমন- কুলা, চোঙ্গা, ডাব, ঢেঁকি ইত্যাদি।
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সাধারণ বাক্য
প্রশ্নঃ 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরনের বাক্য ?
বর্ণনাঃ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন- ‘তার বয়স হয়েছে, কিন্তু বু্দিধ হয়নি’, ‘বিপদ এবং দু:খ এক সময়ে আসে’ ইত্যাদি। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া ( বিধয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- ‘পুকুরে পদ্মফুল জন্মে’, ‘খোকা আজ সকালে স্কুলে গিয়েছে’ ইত্যাদি। যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন- ‘যে পরিশ্রম করে, সেই সুখ লাভছ করে’।
To explain the importance of invisible aspects of culture
To describe cultural diversity
To point out that much of culture is learned consciously
To explain why cross-cultural conflict occurs
teach their employees about cultural differences
share a common culture
reinforce invisible culture differences
are aware of culture differences
প্রশ্নঃ The author implies that institutions such as schools and workplaces
বর্ণনাঃ শেষ Para এর প্রথম লাইন “Formal organizations ....for invisible cultural difference.” এর দ্বারা বুঝানো হয়েছে school এবং work place এর মতো formal place এ cultural difference আরও reinforce (শক্তিশালী) হয়।
formal
improper
foreign
outdoor
intentionally
slowly
accurately
randomly
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ