sinful --- sloth
inevitable --- desire
unnecessary --- malice
intense --- hate
প্রশ্নঃ Anger, even when it is --- has one virtue, it overcomes ----.
বর্ণনাঃ এ বাক্যে দুটি clause আছে- (১) it is - (2) It overcomes - এরা even when দ্বারা যুক্ত Although / though / even though/even when প্রভৃতি দ্বারা দুটি বিপরীত অর্থবোধক ধারণা যুক্ত হয়। সুতরাং শূন্যস্থান দুটোর একটিতে Negative idea এবং অপরটিতে Positive idea ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ব্যবহৃত শব্দদুটি হবে অর্থগত দিক দিয়ে বিপরীতধর্মী। Choice, 'ক' তে আছে, Sinful -পাপপূর্ণ। Sloth - আলস্য , ঢিলেমি। 'খ'-তে আছে, Inevitable - অনিতিক্রম , অনবিবার্য , যা বর্জন করা অসম্ভব । Desire - আকাঙক্ষা , স্বপ্ন, আশা। 'গ'-তে আছে, Unnecessary -অপ্রয়োজনীয় , অহেতুক, অকারণ । Malice -বিদ্বেষ , অশুভ কামনা। 'ঘ'-তে আছে, Intense -তীব্র , উদগ্র, প্রবল। Hate -ঘৃণা । রাগ সর্বদাই 'তীব্র' 'ঘ' বা অহেতুক 'গ' নয়। বরং এটি কদাচ পাপপূর্ণ 'ক' এবং অনতিক্রম্য 'খ' কাজেই 'গ' ও 'ঘ' সহজেই বর্জনযোগ্য। আবার, ২য় শূন্যস্থানটির ক্ষেত্রে- Overcome -জয় করা , পরাভূত করা, অর্জন করা। কিন্তু আলস্য ' কে জয় করা যায় না 'ক' বরং আকাঙক্ষাকে জয় /অর্জন করতে হয় 'খ'। সুতরাং সঠিক উত্তর 'খ'।
would come
may come
may have come
would have come
প্রশ্নঃ Choose the correct alternative to complete the sentence? 'He ---- to see us if he had been able to.'
বর্ণনাঃ
If যুক্ত sentence যদি Past Perfect Tense হয়, তাহলে অপর Clause টি Perfect Conditional (Subject +would /could /might +have + Past participle of verb) হবে ।
strong attack
severe attack
serious kind
bad attack
প্রশ্নঃ Choose the appropriate alternative to complete the sentence. 'He had a---of fever.'
বর্ণনাঃ
রোগের আক্রমন বোঝাতে severe ব্যবহার করা হয়।
এখানে রোগের তীব্রতা বোঝাতেও severe ব্যবহৃত হয়।
পর্তুগিজ ভাষা থেকে
আরবি ভাষা থেকে
দেশী ভাষা থেকে
ওলন্দাজ ভাষা থেকে
প্রশ্নঃ "আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
বর্ণনাঃ
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ