an americus dream
a senior Advocate
a friend of the Court
an arbitrator
in
by
to
of
baroness
lord
duchess
laddie
simple sentence
compound sentence
complex sentence
phrase
jolly
cheery
gloomy
friendly
The patriots are always remembered.
The patriots are always being remembered.
People are always remembered by the patriots.
The patriots will always be remembered by people.
guestify
entertain
hospitality
hospitalize
red
blue
yellow
black
novel
poem
drama
short story
Shakespeare
Bacon
Fielding
Jane Austen
lexicographer
laryngographer
lithographer
topographer
Disrael
Emerson
Gladstone
Shakespeare
monument
castle
tower
mansion
আশাবাদ
আবেগ
আনন্দ
আনুগত্য
প্রশ্নঃ ' আ মরি বাংলা ভাষা' --এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
বর্ণনাঃ
'আ মরি বাংলা ভাষা' -এ চরণে 'আ' দ্বারা প্রকাশ পেয়েছে আনন্দ ।
'আ মরি বাংলা ভাষা' -চরণে 'আ' দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। আ অব্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়।
যেমন; সুখ বোধ প্রকােশে ( আ কি আরাম) ;
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
গোলাম মোস্তফা
প্রশ্নঃ 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক দূর অকল্যাণ সকল অশোভন' --চরণ দুটি কার লেখা?
বর্ণনাঃ
'সুন্দর হে দাও দাও সুন্দর জীবন
হোক দূর অকল্যাণ সকল অশোভন '-চরণ দুটি শেখ ফজলুল করিমের লেখা ।
তাঁর রচিত উল্লেখযোগ্য চরণ হল ; কোথায় স্বর্গ, কোথায় নরক/ কে বলে তা বহুদূর /মানুষেরই মাঝে স্বর্গ -নরক মানুষেতে সুরাসুর। এবং 'বাঁচতে হলে লাঙ্গল ধর যে/ এবার এসে গাঁয়।
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
প্রশ্নঃ 'তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন ধরনের বাক্য?
বর্ণনাঃ
'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা যৌগিক ধরনের বাক্য।
এটি একটি যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং ও, কিন্তু, অথবা, তথাপি প্রভৃতি যোগে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন -'তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ ।
ড. নীলিমা ইব্রাহিম
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
সেলিনা হোসেন
নূরজাহান বেগম
প্রশ্নঃ 'বিশ শতকের মেয়ে'--- উপন্যাসটির রচয়িতা কে?
বর্ণনাঃ
'বিশ শতকের মেয়ে'- উপন্যাসটির রচয়িতা ডঃ নীলিমা ইব্রাহিম ।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো -এক পথ দুই বাঁক, কেয়া-বন সঞ্চারিণী ও বহ্নিবলয়।রোকিয়া সাখাওয়াত হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'পদ্মরাগ '। সেলিনা হোসেন রচিত উল্লেখযোগ্য উপন্যাস ;জলোচ্ছ্বাস ,হাঙ্গর নদী গ্রেনেড পোকামাকড়ের ঘরবসতি ।
জঙ্গণ
স্থাবরহীন
জঙ্গম
স্থাবরবিহীন
হাইফেন
লোপ
সেমিকোলন
বন্ধনী
প্রশ্নঃ কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?
বর্ণনাঃ
সেমিকোলন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে ।
সেমিকোলন (;) যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি- কাল নির্দেশ করে। বাক্যে কমা (,) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) ব্যবহৃত হয় ।
হাইফেন (-) ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য।
অনুসর্গ
কারক
সমাস
উপসর্গ
১৯ টি
২০ টি
২১ টি
অনির্ণেয়
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?
বর্ণনাঃ
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ অনির্ণেয়।
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গের সংখ্যা এখনো অনির্ণেয়। বহুল ব্যবহৃত কিছু বিদেশি উপসর্গ হলো; ফারসি উপসর্গ - কার, না, নিম, বদ, বর, কম।
আরবি উপসর্গ আম, খাস, লা, গর। ইংরেজি উপসর্গ ফুল, হাফ, সাব, হেড। উর্দু -হিন্দি উপসর্গ ; হর।
যথাদ্বিরুক্ত
অনুচর-দ্বিরুক্ত
সমার্থক দ্বিরুক্ত
বিপরীতার্থক দ্বিরুক্ত
চোর পালালে বুদ্ধি বাড়ে
চাঁদেও কলঙ্ক আছে
জলেই জল বাঁধে
জীবন থাকলেই আশ থাকেব
মহাভারত
ভাগবত
গীতা
রামায়ণ
প্রশ্নঃ মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
বর্ণনাঃ
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন।
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেন। তিনি 'রামায়ণ' অনুবাদক প্রথম মহিলা কবি । তবে তিনি রামায়ণ রচনা পূর্বেই মৃত্যুবরণ করেন । তিনি রামায়ণ ছাড়াও রচনা করেন দুইটি কাব্য - 'মলুয়া' ও 'দস্যু' কেনারামের পালা।
মোসলেম ভারত
বিজলী
দৈনিক নবযুগ
ধূমকেতু
প্রশ্নঃ নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
বর্ণনাঃ
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম বিজলী পত্রিকায় প্রকাশ পায়।
নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। সাপ্তাহিক বিজলির ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
এছাড়াও তার আনন্দময়ীর আগমনে কবিতা টি ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৯২২) প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ