প্রশ্নঃ ১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন : ক. সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন। খ. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দের ৬ টি নিয়ম উদাহরণসহ লিখুন। গ. নিচের বাক্যগুলোর শুদ্ধরুপ লিখুন : ১. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে। ২. এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তদ্ধ হয়ে গেল। ৩. ইতিপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে। ৪. মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো। ৫. তার সাংঘাতিক আনন্দ হলো ৬. ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে। ঘ. নিচের প্রবাদ -প্রবচনের অর্থপূর্ণ বাক্য লিখুন: উড়নচণ্ডী , খণ্ড প্রলয়, আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদােয়া , যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে , একাদশে বৃহস্পতি আটে -পিঠে দড় তবে ঘোড়ার উপর চড় । ঙ. নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রুপান্তর করুন : ১. ফের যদি আসি তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব। (সরল) ২. তাকে নির্দয় মনে হয় না । ( অস্তিবাচক) ৩. অধ্যয়নই ছাত্রদের তপস্যা। (জটিল) ৪. জামিল বাড়িতে আছে । ( নেতিবাচক) ৫. যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত । ( যৌগিক) ৬. বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক । (প্রশ্নবোধক)
বর্ণনাঃ
উত্তর যোগ করা হয় নাই।
প্রশ্নঃ ২. ভাব-সম্প্রসারণ করুন : ক. পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় অথবা খ. জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে । ৩. সারমর্ম লিখুন : ক. হে চিরদ্বীপ্ত , সুপ্তি ভাঙা ও জাগার গানে তোমার শিখাটি উঠুক জ্বালিয়া সবার প্রাণে । ছায়া ফেলিয়াছে প্রলয়ের নিশা, আঁধারে ধরণী হারায়েছে দিশা, তুমি দাও বুকে অমৃতের তৃষা আলোর ধ্যানে। অথবা, খ. সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে ও বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা । প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতিবুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার । পারিবারিক অহংকার জাতিগত অহংকার - এ সবের নিশান ওড়ানোই এদের কাজ। ৪. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন : ৩১০=৩০ ক. চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন । খ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন । গ. ব্রজবুলি কী? ঘ. রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পর্কে আলোচনা করুন । ঙ. ভারতচন্দ্র রায়গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন । চ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন। ছ. 'বুদ্ধির মুক্তি আন্দোলন' সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। জ. কাজী নজরুল ইসলামের তিনটি গল্পের নাম লিখুন । ঝ. ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন। ঞ. মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন ।
বর্ণনাঃ
উত্তর শ্রীঘই পাওয়া যাবে।
প্রশ্নঃ বিষয় কোড : ০০২ ১. বাংলায় অনুবাদ করুন : Traffic jam is not an uncommon phenomenon in our country, especially in the Dhaka City . Traffic jam , by definition, is the huddling up of too many vehicles in a specific place of a highway or in a street, with the result that the vehicles clog up, so to say, and cannot move ahead. This creates a great problem, People who are busy on urgent business miss their time table In the morning, for example, many people sail to attend their workplaces in time. The transportation of goods get delayed. Perhaps the worst consequence is suffered by patients being carried to hospitals or clinics. The mental and physical sufferings, too, are no less important. Th number of vehicles, especially rickshaws, is a major cause of this nuisance. ২. একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা -পরবর্তী প্রজন্মের এক তরুণের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে সংলাপ লিখুন। ৩. ক. 'সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন' - বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন । অথবা, খ. বাংলাদেলের একটি জাদুঘরের বর্ণনা নিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পুত্র লিখুন । ৪. বাঙালির ইতিহাস কিংবা লোক ঐতিহ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন । ৫. যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন : ক. বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য । খ. জাতীয় উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা গ. শিষ্টাচার ও সৌন্দর্য। ঘ. বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার । ঙ. নারী উন্নয়। ।
বর্ণনাঃ
দ্রুত উত্তর যোগ করা হবে।
প্রশ্নঃ ১. ক. বাংলাদেশের ভূ-প্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব কী? খ. বাংলাদেশের নিস্ক্রিয় ব - দ্বীপসমূহ বলতে কী বোঝেন? গ. বাংলাদেশের ভূ - প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল এবং বরেন্দ্র জাদুঘরের গুরুত্ব বর্ণনা করুন । ঘ. বাংলাদেশের কেন্দ্রীয় শহিদমিনার, জাতীয় স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব কি? ২. ক. বাঙালি জাতীয়তাবাদের উদ্ভবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য বর্ণনা করুন । খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব আলোচনা করুন । গ. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭০ সালের সাধারণ প্রভাব পর্যালোচনা করুন । ঘ. মুজিবনগর সরকার বলতে কী বোঝেন? ৩. ক. বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলাে কী কী? খ. বাংলাদেশের সংবিধানে অনুসারে জনগণের মৌলিক অধিকারসমূহ কী কী? গ. বাংলাদেশের সংবিধানে উল্লিখিত নারীর অধিকারগুলো লিখুন । ঘ. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' বাংলাদেশের সংবিধান অনুসারে সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসারে ব্যাখ্যা করুন । ৪. ক . বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামো তুলে ধরুন । খ. স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ বর্ণনা করুন । গ. বাংলাদেশের পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ - আলোচনা করুন । ঘ. 'ইউনিয়নে পরিষদ নির্বাচন ২০১৬ 'পর্যালোচনা করুন । ৫. ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলের গুরুত্ব বর্ণনা করুন । উক্ত দলিলে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর পক্ষে কে কে স্বাক্ষর করেন এবং মুক্তিবাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলেন ? খ.বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস - আলোচনা করুন । গ. স্বাধীন বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহার কার্যক্রম - পর্যালোচনা করুন । ঘ. বাংলাদেশের ছিটমহল সমস্যা সমাধানে বর্তমান সরকারের অর্জন _ আলোচনা করুন ।
বর্ণনাঃ
উত্তর আসছে।
প্রশ্নঃ ১. ক. বাংলাদেশের ভূ-প্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব কী?
বর্ণনাঃ
বাংলাদেশের দক্ষিনে অবস্থিত সেন্ট মার্টিন্সকে প্রবাল দ্বীপ বলে। এ দ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দু’জায়গারই প্রায় মাঝখানে জলাভূমি আছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক। এ দ্বীপের তিন দিকের ভিত শিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। সেন্ট মার্টিন্সের পশ্চিম-উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিলোমিটার প্রবাল প্রাচীর।সেন্টমার্টিনের অর্থনীতি মূলত মৎস্য কেন্দ্রীক। অধিকাংশ লোকের পেশা হচ্ছে মাছ ধরা। আর সেই সূত্রে তাদের সমাজ প্রধানত জেলে সমাজ। কিছু লোক আবার সমুদ্র তল থেকে শৈবাল ও ঝিনুক সংগ্রহ করে তা পার্শ্ববর্তী মায়ানমারে রপ্তানি করে টাকা উপার্জন করে।
প্রশ্নঃ ১. ক. বাংলাদেশের ভূ-প্রকৃতির প্রবাল দ্বীপের গুরুত্ব কী?
বর্ণনাঃ
বাংলাদেশের দক্ষিণেে অবস্থিত সেন্ট মান্টিন্সকে প্রবাল দ্বীপ বলে। এ দ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর। সেন্ট মার্টিন্সের পশ্চিম- উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কি.মি. প্রবাল প্রাচীর। এখানে অর্থনীতি মূলত মৎস্য কেন্দ্রীক। কিছু লোক সমুদ্র তল থেকে শৈবাল ও ঝিনুক সংগ্রহ করে তা পার্শ্ববর্তী দেশ মায়ানমারেে রপ্তানি করে টাকা উপার্জন করে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ