in
over
by
on
প্রশ্নঃ Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir---phone.
বর্ণনাঃ ফোনের মাধ্যমে কথা হলে over phone ব্যবহৃত হয় । যেমন - He requested his friend over phone to join the meeting. সুতরাং সঠিক উত্তর (খ) ।
on
from
under
into
fantasize
attend
remember
request
disappear
die
erase
fall
autocratic
senior
elderly
potential
প্রশ্নঃ Pick the word that is synonymous with 'authoritarian'.
বর্ণনাঃ Authoritarian অর্থ কঠোর শাসক। Option (ক) তে প্রদত্ত autocratic -অর্থ হল স্বৈরাচারী, স্বৈরশাসক (খ) তে প্রদত্ত senior - এর অর্থ ঊর্ধ্বতন (গ) তে প্রদত্ত elderly এর অর্থ বয়োজ্যেষ্ঠ এবং (ঘ) এর potential -এর অর্থ রক্ষণশীল ।
humble
law-abiding
liberal
submissive
their
her
whose
his
person only
number, person and gender
number and person
number only
প্রশ্নঃ 'Subject-Verb Agreement' refers to -----
বর্ণনাঃ Subject-Verb Agreement হচ্ছে subject -এর number ও person অনুযায়ী verb-এর পরিবর্তন। যেমন - Subject 3rd person singular number হলে Present Indefinite Tense এ verb এর সাথে s /es যুক্ত হয় । সুতরাং সঠিক Option হলো (গ)।
recommendation
was
accepted by
committee
প্রশ্নঃ The only error in the sentence " One of the recommendation made by the committee was accepted by the authorities" is ----
বর্ণনাঃ আমরা জানি One of the -এর পর সব সময় plural noun বা Pronoun ব্যবহৃত হয়। অতএব recommendation -এর স্থলে হবে recommendations. সুতরাং সঠিক উত্তর (ক) ।
the French people
the French language
the French manners
the French society
attached to them
committed to them
addicted to them
devoted to them
plural number of official
language used in offices
plural number of office
vague experssions
achieve
submit
win
conquer
প্রশ্নঃ The verb 'succumb' means ---
বর্ণনাঃ Option -গুলোর মধ্যে (ক) তে প্রদত্ত achieve -এর অর্থ অর্জন করা (খ) submit -এর অর্থ দাখিল করা (গ) তে প্রদত্ত win এর অর্থ জয়ী হওয়া এবং (ঘ) তে প্রদত্ত conquer - এর অর্থ জয় করা। আবার প্রশ্নে প্রদত্ত succumb-এর অর্থ দাখিল করা । সুতরাং (খ) যথার্থ উত্তর।
to receiving
to receive
in receiving
for receiving
pomposity
digression
exaggeration
anti-climax
count numbers
consider
think seriously
asses
The authorities criticised him.
The authorities took him to book.
The authorities gavereins to him.
The authorities took him to task.
The test should be based on assumption.
The test should be based on idea.
The test should be based on experience.
The test should be based on calculation.
stay together
tolerate
keep trust
protect
driving car
when one drives a car
the driving of a car
when we drive a car
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে লেখা ?
বর্ণনাঃ চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলাে প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কার ও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারও মতে, পজঝটিকা ছন্দ, কারও মতে, অপভ্রংশ - অবহটঠ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয়নি।
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
সপ্তদশ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
প্রশ্নঃ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
বর্ণনাঃ
আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: গোঁজলা গুই, হরু ঠাকুর ,ভবানী বেনে, নিতাই বৈরাগী।
গোঁজলা পুট [গুই]
হরু ঠাকুর
ভবানী ঘোষ
নিতাই বৈরাগী
প্রশ্নঃ কবি গানের প্রথম কবি কে?
বর্ণনাঃ আঠার শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েম বলা হতো। কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোঁজলা গুই। এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রামবসু, অ্যান্টনি ফিরিঙ্গি ,হরু ঠাকুর , নিধুবাবু ,কেষ্টা মুচি, ভবানী।
কৃষ্ণচন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্রমোহন বাগচী
প্রশ্নঃ ' কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' ---- কার লেখা?
বর্ণনাঃ কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' । তার রচিত উল্লেখ্যযোগ্য পঙক্তিগুলো হলো - (i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? (ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । (iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?
ধন ধান্যে পুষ্পে ভরা
ধন্য ধান্যে পুষ্পে ভরা
ধণ্যে ধান্যে পুষ্প ভরা
ধন্যে ধান্য পুষ্পে ভরা
প্রশ্নঃ কোন চরণটি সঠিক?
বর্ণনাঃ উল্লিখিত চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ' ধনধান্য পুষ্পভরা ' গানের অংশ। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো - প্রতাপসিংহ (১৯০৫) , দুর্গাদাস (১৯০৬), মেবারপতন (১৩১৫) ,নূরজাহান (১৯০৮) ,সাজাহান (১৯০৯) ,চন্দ্রগুপ্ত (১৯১১) , সিংহল বিজয় (১৯১৬) ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ