কৈলারে
ঊড়িষা
আসাম
নিজে চেষ্টা করুন
৩০২
৩০৩
৩০৪
৩৯৬
৪২০
৪১৭
৪১৯
৪১৫
হত্যা
ডাকাতি
অবৈধ অস্ত্র দখলে রাখা
রাষ্ট্রদ্রোহিতা
৬ জন
৪ জন
৫ জন
৭ জন
স্থানীয় ম্যাজিস্ট্রেট
বিচারকারী আদালত
স্থানীয় থানা
কোনোটিই নয়
১০০ ডিগ্রি ফারেনহাইট
১০০ ডিগ্রি সেলসিয়াস
১২০ ডিগ্রি ফারেনহাইট
১২০ ডিগ্রি সেলসিয়াস
এঁটের মাটি
পলি মাটি
বেলে মাটি
দো-আঁশ মাটি
ব্যাথার দান
বাঁধনহারা
লালসালু
কোনোটিই নয়
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস--
বর্ণনাঃ
বাঁধন হারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস।
বাঁধন হারা নজরুল রচিত প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি 'বাঁধন হারা' উপন্যাস রচনা শুরু করেন।
মোসলেম ভারত পত্রিকায় বাঁধন হারা-র প্রথম কিস্তি এবং ১৯২১ সালে (১৩২৭ বঙ্গাব্দ) ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
১৯২৭ সালে জুন মাসে (শ্রাবণ, ১৩৩৪ বঙ্গাব্দ) এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
প্রশ্নঃ 'Euro' চালু হয় কোন সালে?
বর্ণনাঃ
ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা।
বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত।
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
পরিবেশবাদী সংগঠন
বাণিজ্য সংস্থা
সংবাদ সংস্থা
মানবাদিকার সংস্থা
৫ মার্চ
৫ জুন
১৫ জুলাই
৫ মে
প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে--
বর্ণনাঃ
বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।
এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল।
এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
২৪ আগস্ট
২৪ মেপ্টেম্বর
২৪ অক্টোবর
২৪ নভেম্বর
১৯০২
১৯১৮
১৯১২
১৯২২
প্রশ্নঃ টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে?
বর্ণনাঃ
আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল।
যা ১৫ এপ্রিল, ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের (আইসবার্গের) সঙ্গে সংঘর্ষে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
এটি ঐ সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল।
ইতালি
আর্জেন্টিনা
ফ্রান্স
ব্রাজিল
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে?
বর্ণনাঃ
এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।
বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স ।
দ্বিতীয়বার জয়ী ১৯৯৮ , ২০১৮ ।
৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল।
জার্মানি ও ইতালি ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ২টি শিরোপা প্রথম(১৯৩০) ও চতুর্থ (১৯৫০) বিশ্বকাপ জয়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।
১৯১৫ সালে
১৯১৬ সালে
১৯১৭ সালে
১৯১৮ সালে
প্রশ্নঃ রুশ বিপ্লব সংঘটিত হয়--
বর্ণনাঃ
রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে।
১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক -সৈনিক -নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।
জার্মানি
ফ্রান্স
ইংল্যান্ড
কোনোটিই না
প্রশ্নঃ কোন রাষ্ট্র Statue of Liberty আমেরিকাকে উপহার দেয়?
বর্ণনাঃ
স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল।
যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।
এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে।
নভেরা আহমেদ
ফজলুর রহমান খান
হামিদুর রহমান
মাইনুল হোসেন
আদালতে চার্জ গঠনের সময় দোষ স্বীকার
জনগণের নিকট দোষ স্বীকার
পুলিশের নিকট দোষ স্বীকার করা
ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
৩০
৪০
৪৫
৫০
৭
৮
২৮
৪৪
২৬ মার্চ ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
৪ নভেম্বর ১৯৭২
১৬ ডিসেম্বর ১৯৭২
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে?
বর্ণনাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল।
১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর।
অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।
মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয়
সোনাদিয়া
নিঝুম দ্বীপ
নারিকেল জিনজিরা
কোনোটিই নয়
প্রশ্নঃ সেন্টমাির্টন দ্বীপের পুরাতন নাম কি ?
বর্ণনাঃ
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)।
এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।
রফিকুন্নবী
হাসেম খান
তানভির কবির
মুস্তাফা মনোয়ার
প্রশ্নঃ টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?
বর্ণনাঃ
বাংলাদেশের মিনা কার্টুন নির্মিত শিল্পী মোস্তফা মনোয়ার।
মুস্তাফা মনোয়ার (জন্ম:- ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ