long since
for a long time
since long
for long
প্রশ্নঃ I have not heart from him----
বর্ণনাঃ সাধারণত দীর্ঘ সময় বোঝাতে Positive sentence -এ 'for a long time' ব্যবহার করা হয়। কিন্তু Negative sentence-এ for a long time -এর ব্যবহার সীমিত। Negative sentence -এ 'for long' ব্যবহার করা হয়। এ sentence -এর পরিপ্রেক্ষিতে option (ক) long since ও option (গ) since long -এর ব্যবহার appropriate হয় না। তাই ওপরের যুুক্তি অনুযায়ী option (খ) -ও ঠিক। [সূত্র : Oxford Advanced Learner's Dictionary]
very
too much
much too
excessive
প্রশ্নঃ Honey is ----- sweet.
বর্ণনাঃ এ প্রশ্নে এমন কোনো শব্দ নেই যা মাত্রাতিরিক্ত ভাব প্রকাশ করে । এখানে এমন কোনো context নেই যা মাত্রাতিরিক্ত (to a greater degree) বোঝায়। Option (খ) too much ও Option (গ) much too দ্বারা বেশি মাত্রায় কোনো কিছু বোঝায় এবং একটা implied comparison - এর ব্যবহার আসে। Option (ঘ) excessive একটি adjective । তাই sweet, adjective - কে modify করার জন্য একটি adverb দরকার । তাহলে option very -ই সঠিক। এটি structurally সঠিক । Very একটি adverb যা sweet (adjective ) -কে modify করার জন্য একটি adverb দরকার। তাহলে option very - ই সঠিক। এটি structurally সঠিক। Very একটি adverb যা sweet (adjective)- কে modify করতে ব্যবহার করা হয়েছে।
to
for
of
at
প্রশ্নঃ Your conduct admits ----- no excuse.
বর্ণনাঃ এটি একটি preposition -এর ব্যবহার । ' Admit to' অর্থ স্বীকার করা বা স্বীকারোক্তি দেয়া। এ জাতীয় কোনো অর্থ মূল sentence দ্বারা প্রকাশ পায় না। তাই আমরা option (ক) ব্যবহার করতে পারি না।' Admit of ' অর্থ হলো 'অবকাশ থাক'। তাই আমরা যদি 'of' ব্যবহার করি, তাহলে Sentence -টি যথার্থ অর্থ প্রকাশ করে। Sentence -এর অর্থ দাঁড়ায় 'তোমার আচরণে অজুহাত / কৈফিয়তের অবকাশ নেই। ' এছাড়া option (খ) ও (ঘ) কোনো অর্থ প্রকাশ করে না এবং admit -এর সঙ্গে 'for' এবং 'at' ব্যবহার করা যায় না। তাহলে (গ)-ই সঠিক answer.
strong
acute
serious
bad
প্রশ্নঃ He had a ------ headache.
বর্ণনাঃ Bad headache means severe headache. Acute, strong, serious are not used before headache.
give
appear at
sit
go for
প্রশ্নঃ I shall not--- the examination this year.
বর্ণনাঃ এটি একটি 'collocation' সমস্যা । সংক্ষেপে collection হলো ভাষার শব্দ চয়নের যথার্থতা ও এক শব্দের সাথে অন্য শব্দের পাশে আরেকটি শব্দ ব্যবহার করতে পানি না। যেমন : weather permitting' - এর পরিবর্তে 'weather allowing ' বললে ভুল হবে, যদিও allow এবং permit - এর অর্থ প্রায় এক। কারণ এটা ভাষার internal melody-কে নষ্ট করে। ঠিক এভাবে headache -এর সাথে ' bad' adjective ই বেশি খাপ খায় এবং natural মনে হয়। 'strong' ও 'serious' natural হয় না। সুতরাং option (ঘ) ই সঠিক answer .
on foot
by walking
on their feet
by foot
প্রশ্নঃ They travelled to Savar-------
বর্ণনাঃ Option (ক) 'on foot' হলো একটি সুনির্দিষ্ট phrase যার অর্থ হলো ' পায়ে হেঁটে'। এ অর্থে 'on foot' ছাড়া অন্য কোনো expression ব্যবহার করা যাবে না। নিজের পায়ে দাঁড়ানো 'অর্থে আমরা ' on my own feet' অথবা, on their own feet' ব্যবহার করতে পারি। For example: I have stood on my own feet । সুতরাং এক্ষেত্রে option (ক) -ই correct.
will
shall
should
would
প্রশ্নঃ He said that he------ be unable come.
বর্ণনাঃ এটি- the sequence of tense' সম্পর্কিত সমস্যা। option (ক) ও (খ) ভুল। কারণ আমরা জানি principal clause ( He said ) - এ past tense থাকলে subordinate clause (that he ...... be unable to come ) - এও past tense ব্যবহার করতে হয়। 'will' ও ' shall' present form । 'should' একটি Modal Auxiliary যেটা 'উচিৎ' অর্থে ব্যবহার করা হয়। তাই এখানে should খাপ খায় না। (ঘ) would হলো ' will'- এর past form । তাই এটিই correct answer. উল্লেখ্য, এখানে প্রশ্নে 'unable' এর পরে 'to' হবে।
are
is
were
had
প্রশ্নঃ Neither Rini nor Simi-------qualified for the job.
বর্ণনাঃ এটি subject-verb concord সম্পর্কিত সমস্যা। Neither ---- nor দ্বারা দুটি subject -কে যোগ করা হলে মনে রাখতে হবে, ২য় subject বা verb-এর 'immediate subject' অনুযায়ী verb বসবে। (ক) are হবে না । কারণ ২য় subject 'Simi ' Third person singular number . তাই 'are' ব্যবহার করা যায় না। (খ) is ব্যবহার করা যায়। কারণ এটি singular verb.
has come
had come
came
arrived
প্রশ্নঃ He said that he-----the previous day.
বর্ণনাঃ এটি একটি speech সংক্রান্ত সমস্যা Sentence টি Indirect speech -এ রয়েছে । Sequence of tense বা Speech -এর নিয়মানুযায়ী Reporting verb বা Principal clause past tense - এ থাকলে (said), reported speech বা subordinate clause - এও Past tense হয়। এটা হতে পারি Past simple অথবা Past perfect '। Direct speech ' -এ past simple tense, Indirect speech এর ক্ষেত্রে পরিবর্তিত হয়ে Past simple tense, Indirect speech -এর ক্ষেত্রে পরিবর্তিত হয়ে Past perfect tense হয়। তাই এখানে option (খ) had come সঠিক হবে। কারণ এটি Past perfect . তাহলে Direct speech টি দাঁড়ায়- ' He said, ' I came yesterday. ' ফলে (খ) -ই correct answer .
to float
floating
was floating
had floated
প্রশ্নঃ He watched the boat------down the river.
বর্ণনাঃ কোনো simple sentence এ দুটি main verb ব্যবহার করা যায় না। তাই একটি verb -এর সাথে ing যোগ করতে হয় অথবা verb টি পূর্বে to বসাতে হয়। উল্লেখ্য, উদ্দেশ্য বোঝাতে verb টির পূর্বে to বসাতে হয়। অর্থাৎ infinitive ব্যবহার করা হয়। উপরিক্ত sentence -এ কোনো উদ্দেশ্য বোঝায় না। এরুপ আরো কিছু verb হলো make , let, see প্রভৃতি । তাই option (ক) to float ভুল । option (খ) floating ঠিক। কারণ এখানে verb -এর সাথে ing যোগ করা হয়েছে।
feather
fish
boat
lotus
প্রশ্নঃ 'Sky' is to 'bird' as 'water' is to ------
বর্ণনাঃ এটি একটি ' Analogy' । এখানে 'sky' ও 'bird' - এর সাথে যেরুপ সম্পর্ক রয়েছে। , 'water' -এর সাথে সেরুপ সম্পর্ক রয়েছে এমন শব্দ বা option বাছাই করতে হবে। sky ও bird এর সম্পর্ক হলো : bird (পাখি) sky (আকাশ) -এ বিচরণ করে। তাহলে পানিতে কি বিচরণ করে? (ক) feather বা (পালক) পানিতে বিচরণ করে না। (খ) fish (মাছ) পানিতে বিচরণ করে। তাহলে (খ) fish- ই correct answer.
dark
black
grey
ebony
flowers
trees
dear
animals
sky
heavens
firmament
blue
wasteful
productive
practical
fussy
প্রশ্নঃ When one is 'pragmatic' he is being-----
বর্ণনাঃ Pragmatic হচ্ছে সেই ব্যক্তি যে বদ্ধমূল ধারণা বা মতবাদের তুলনায় Practical and sensible way তে সমস্যার সমাধান করে। সুতরাং সঠিক উত্তরটি practical. অন্যদিকে (ক) 'wasteful বলতে বোঝায় যে ব্যক্তি কোনোকিছু (waste) ' অপচয় করে, (খ) productive বলতে বোঝায় যে ব্যক্তি কোনোকিছু Produce করা হয়, (ঘ) fussy বলতে গুরুত্বহীন বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন (anxious) কাউকে বোঝায়।
city
tunnel
road
valley
meaning
question
answer
issue
প্রশ্নঃ "To be or not to be, that is the-----."
বর্ণনাঃ উক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং-এর । তিনি ২৮ আগস্ট ১৯৬৩ সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ২লাখ ৫০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে এ উক্তিটি করেন। যেহেতু এটি একটি উক্তি, অতএব এখানে Option (গ) dream -কেই আমাদের ব্যবহার করতে হবে। Question -এর ক্ষেত্রে শব্দ change করার কোনো অবকাশ নেই।
desire
hope
dream
wish
প্রশ্নঃ "I have a ----- that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
বর্ণনাঃ উক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং-এর । তিনি ২৮ আগষ্ট ১৯৬৩ সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ২ লাখ ৫০ হাজার লোকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দানকালে এ উক্তিটি করেন। যেহেতু এটি একটি উক্তি, অতএব এখানে Option (গ) dream -কেই আমাদের ব্যবহার করতে হবে। Question -এর ক্ষেত্রে শব্দ Change করার কোনো অবকাশ নেই।
Thomas Hardy
Jane Austen
George Eliot
Charles Dickens
প্রশ্নঃ Who wrote the two famous novels,'David Copperfield' and 'The Tale of two Cities'?
বর্ণনাঃ এই বিখ্যাত উপন্যাসদ্বয় Charles Dickens - এর লেখা। তার লেখা মোট উপন্যাস ২১ টি। এর মধ্যে রয়েছে। ' Oliver Twist' Great Expectations' । অন্যদিকে , (ক) Thomas Hardy যিনি ইংরেজি সাহিত্যের অন্যতম Critic ; তার সেরা উপন্যাস Tess of the d'Urberaviolles. (খ) Jane Austen যিনি একজন মহিলা Writer, তার অন্যতম উপন্যাস Silas Marner .
Ben Johnson
Christopher Marlowe
John Dryden
William Shakespeare
প্রশ্নঃ Who wrote the plays, 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'?
বর্ণনাঃ উল্লিখিত নাটকদ্বয় (plays ) William Shakespeare- এর লেখা - । তার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে। The comedy of Errors Twelfth Night, As you like It, hamlet , Julius Caesar , King Lear, Macbeth, Othelo, Romeo and Juliet, The Merchant of Venice। অন্যদিকে (ক) Ben Johnson -এর অন্যতম Comedy drama হচ্ছে Volpone, (খ) Christopher Marlowe- এর অন্যতম Drama হচ্ছে। 'Doctor Faustus, (গ) John Dryden তার সময়ের অন্যতম একজন Critic , যার সেরা Epic mock poem হচ্ছে Mac Flecknoe.
১৩ টি
১০ টি
১২ টি
১১ টি
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?
বর্ণনাঃ বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন - অ, আ, ই ইত্যাদি। অন্যদিকে ব্যঞ্জনধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন- ক, খ, গ ইত্যাদি । উল্লেখ্য, বাংলা বর্ণমালার ৫০ টি বর্ণের মধ্যে ৩২ টিতে পূর্ণমাত্রা, ৮ টিতে অর্ধমাত্রা ও ১০ টিতে কোনো মাত্রা ব্যবহৃত হয় না।
কাহ্নপা
চেণ্ডনপা
লুইপা
ভূসুকুপা
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি কবি কে?
বর্ণনাঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদ । চর্যাপদে ২৩, মতান্তরে ২৪ জন কবি ছিলেন। চর্যাপদের পদসংখ্যা হলো ৫১ টি । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১ নং পদের পদকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই, তার মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলো শবরপা।
চলিত রীতি
সাধু রীতি
মিশ্র রীতি
আঞ্চলিক রীতি
প্রশ্নঃ ' তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
বর্ণনাঃ ক. বাংলাভাষার লৈখিক রীতি দুটির একটি চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। এ রীতি তদ্ভব শব্দবহুল। খ. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল । গ. বাংলা ভাষায় মিশ্র রীতির ব্যবহার নেই। ঘ. মৌখিক রীতির দুটি ভাগের একটি হলো আঞ্চলিক রীতি। বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক রীতির বিভিন্নতা পরিলক্ষিত হয়।
অক্ষয় দত্ত
মার্শম্যান
ব্রাশি হ্যালহেড
রাজা রামমোহন
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
বর্ণনাঃ ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
সাত সাগরের মাঝি
পাখির বাসা
হাতেমতাই
নৌফেল ও হাতেম
প্রশ্নঃ ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
বর্ণনাঃ মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ। তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক। 'সাতসাগরের মাঝি' (১৯৪৪) তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তার রচিত শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' (১৯৬৫) -এর জন্য তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরষ্কার লাভ করেন। 'হাতেমতায়ী' তার রচিত কাহিনী কাব্য। ১৯৬৬ সালে ' হাতেমতায়ী' গ্রন্থের জন্য তিনি আদমজী পুরষ্কার লাভ করেন। আর ' নৌফেল ও হাতেম' (১৯৬১) তার কাব্যনাট্যের নাম।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ