it has no engine
space has too much dust
it has no fuel
space is airless
প্রশ্নঃ A rocket flying to the moon does not need wings because----
বর্ণনাঃ রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা। সূত্রটি হলো ' প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে' । সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষেপাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয়। মিশ্রণটিজ্বললেই অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়ে রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে। তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে । ফলে রকেটের ওপর ঊর্দ্ধমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে ওপরে উঠতে থাকে। এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না। কারণ চাঁদে কোনো বায়ুমন্ডল নেই। অর্থাৎ চাঁদ বায়ুশূন্য । প্রশ্নের উত্তর অপশনে উল্লিখিত it has no engine সঠিক নয় , কারণ রকেটের অবশ্যই ইঞ্জিন আছে। Space has too much dust ও রকেট চলার প্রতিবন্ধকতা নয় । It has no fuel ও সঠিক নয়, কারণ রকেটে অবশ্যই fuel ব্যবহার করা হয়। Space is airless অর্থাৎ Space বায়ুশূণ্য হলো সঠিক উত্তর।
lightness
heaviness
elasticity
viscosity
প্রশ্নঃ Rubber is notable for its-----
বর্ণনাঃ প্রতিটি বস্তুর একটি বিশেষত্ব আছে। Rubber -এর বিশেষত্ব হলো এর স্থিতিস্থাপকতা। Lightness বিশেষত্ব হলো সূর্যের । Heaviness বিশেষত্ব হলো জড় পদার্থের । Viscosity অর্থাৎ Thickness nad stickiness বা পুরুত্ব ও সান্দ্রতা বিশেষত্ব হলো মধু, গিয়ারওয়েল ইত্যাদির। অতএব, সঠিক উত্তর elasticity বা গ।
1000 years ago
1500 years ago
2000 years ago
3000 years ago
প্রশ্নঃ Julius Caesar was the ruler of Rome about-----
বর্ণনাঃ জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট, দুর্ধর্ষ সেনানায়ক ও লেখক। খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে তিনি রোমের সাবুরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিষ্টপূর্ব ৪৯ অব্দ থেকে ৪৪ অব্দ পর্যন্ত রোমান একনায়ক ছিলেন। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দের ১৫ মার্চ ক্ষমতা ও সম্পদের লোভে তার প্রিয়জনেরাই তাকে হত্যা করে।
Arctic
Antarctic
Antipodes
Occident
প্রশ্নঃ The South Pole is located in the ----
বর্ণনাঃ অক্ষ রেখার উত্তর প্রান্তকে বলে উত্তর মেরু বা সুমেরু অঞ্চল। আর দক্ষিণ প্রান্তকে বলে দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল। Artic হলো উত্তর মেরু বা সুমেরু অঞ্চল বিষয়ক। Antarctic বলতে বোঝায় দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল বিষয়ক। সুতরাং সঠিক উত্তর Antarctic বা খ।
Astrology
Cryptology
Astronomy
Telescope
প্রশ্নঃ Tiger : Zoology :: Mars :
বর্ণনাঃ Astrology বলতে বোঝায় জ্যোতিষ, জ্যোতি তত্ত্ব। Cryptology হলো The art of writing or solving codes। Astronomy হলো গ্রহ , তারা , চাঁদ, সূর্য ইত্যাদির বিজ্ঞানসম্মত অধ্যয়ন । Telescope হলো দূরের জিনিস সহজে অনুধাবনের বিজ্ঞান । প্রশ্নে Tiger প্রাণী যেমন Zoology অর্থ্যাৎ প্রাণিবিজ্ঞানের সাথে সম্পৃ্ক্ত, ঠিক তেমনি Mars অর্থাৎ মঙ্গলগ্রহ Astronomy এর সাথে সম্পর্কিত । সুতরাং সঠিক উত্তর Astronomy (গ)।
Heal
Hurt
Fix
Plaster
Cry
Shiver
Shout
Sneer
প্রশ্নঃ Frightened : Scream : : Angry :
বর্ণনাঃ 'Frighten' ভীত, আতঙ্কিত অর্থে ব্যবহৃত হয়। Scream অর্থ ভয়ে চিৎকার বা আর্তনাদ করা। অর্থাৎ আমরা ভয় পেলে তার পরআর্তনাদ বা তীব্র চিৎকার করি। Angry অর্থ রাগান্বিত। কিন্তু রাগান্বিত হলে পরে আমরা কি করি? Cry বা ক্রন্দন অবশ্যই করি না। Shiver অর্থ ঠাণ্ডায় বা ভয়ে থরথর করে কাঁপা। রাগের সময় নিশ্চয় আমরা তা করি না। Shout অর্থ চিৎকার করা, চেঁচিয়ে কথা বলি। Sneer অর্থ বিদ্রুপ করা । এ বিষয়টি ও anger -এর সাথে সম্পর্কিত নয়। সুতরাং সঠিক উত্তর shout বা গ।
failed
broke
lost
passed
প্রশ্নঃ He----- consciousness as a result of his head hitting the car's dashboard.
বর্ণনাঃ ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject -এর পরে verb বসে। কিন্তু verb - এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে। Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া । Broke অর্থ ভেঙে গেল। Lost অর্থ হারানো বা হারিয়ে ফেলে, মৃত্যু হওয়া। Accident -এর ফলে কােনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়। passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া। প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী সঠিক উত্তর lost (গ)।
going
go
went
gone
প্রশ্নঃ Only after I ---- home, did I remember my doctor's appointment.
বর্ণনাঃ Complex Sentences - এর নিয়ম অনুযায়ী একটি clause যে tense - এ থাকবে পরবর্তী clause ও সেই tense অনুযায়ী হবে। প্রশ্নে উল্লিখিত বাক্যটির ' did I remember my doctor's clause টি simple past form -এ আছে। সুতরাং পরের clause টির verb ও simple past form হবে। ' gone' শব্দটি ' go' verb এর past participle form । সুতরাং নিয়ম অনুযায়ী সঠিক উত্তর went (গ)।
aside
beside
outside
under
প্রশ্নঃ When they had their first child, they put----a large sum for his education.
বর্ণনাঃ Put aside একটি phrasal verb, যার অর্থ সরিয়ে রাখা বাসঞ্চয় করা। Beside শব্দের অর্থ পাশে। Out side অর্থ বহির্দেশ বা বাইরের অংশ। Under শব্দের অর্থ নিচে বা অধীনে। প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ হলো' যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল তখন তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য আয়ের একটি বড় অংশ সঞ্চয় করত। ' তাছাড়া 'put ' verb -এর সাথে ' aside 'preposition যোগ না হলে সঠিক অর্থ হয় না। সুতরাং সঠিক উত্তর aside (ক)।
since
about
in
for
প্রশ্নঃ Julia has been ill ---three months.
বর্ণনাঃ Preposition 'for' সাধারণত word বা phrases - এর পূর্বে বসে ' peroid of time' বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন - For three months । এটি simple present tense ছাড়া অন্য যে কোনো tense - এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে 'since ' preposition টি ' Point of time' নির্দেশ করে এমন word বা phrase -এর পূর্বে বসে। যেমন since monday। এটি সাধারণ present perfect tense -এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense -এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় । সুতরাং সঠিক উত্তর for বা ঘ।
a noun phrase
an infinitive phrase
a prepositional phrase
a verb phrase
প্রশ্নঃ We were waiting "for the bus". The quotation part is ----
বর্ণনাঃ Noun Phrase এমন একটি group of words, যা বাক্যে ব্যবহৃত হয়ে noun - এর কাজ করে। যেমন - We enjoy playing cricket. Infinitive phrase -এ head word হিসেবে থাকে একটি infinitive অর্থাৎ to + verb। যেমন - To read a newspaper is good habit । এরুপ phrase noun, modifier বা verb -এর complement হিসেবে ব্যবহৃত হয়। Preposition +noun phrase মিলে prepositional phrase গঠিত হয়। যেসব Prepositional phrase -এর প্রথমে এবং শেষে Prepositon থাকে সেগুলো sentence -এ Prepositional phrase কেবল গঠনের দিক থেকে prepositional কিন্তু এরা sentence -এ adjective বা adverb -এর কাজ করে। verb phrase হলো lexical বা মূল verb এবং auxiliary verb -এর সমন্বয়ে গঠিত phrase , যার head word হলো মূল verb। যেমন - I shall go there. প্রশ্নে উল্লিখিত বাক্যে ' wait' verb - এর modifier হিসেবে for the bus বসেেছে। অর্থাৎ verb -এর পরে noun বসেছে। সুতরাং for the bus অংশটি noun phrase । অতএব সঠিক উত্তর ক।
lack of interest
indifferent
callous
neutral
প্রশ্নঃ The word 'disinterested' means ----
বর্ণনাঃ Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব । indifferent শব্দের অর্থ উদাসীনতা, অনীহা, বিতৃষ্ণা, বৈরাগ্য ইত্যাদি। callous শব্দের অর্থ -কঠিন, নির্মম, উদাসীন, অসাড় ইত্যাদি। Neutral শব্দের অর্থ কোনো পক্ষকেই সমর্থন করে না এমন, নিরপেক্ষ। অর্থাৎ neutral -এর সমার্থক। তবে Disinterest হলে সঠিক উত্তর হতো Lack of interest. অতএব সঠিক উত্তর ঘ।
Boswell
Ben Jonson
Samuel Johnson
Milton
প্রশ্নঃ Who did write first english dictionary?
বর্ণনাঃ
James Boswell (1740-1795) ছিলেন স্কটল্যান্ডের একজন আইনজীবী ও লেখক। তিনি Samuel Johnson - এর Biography লেখার কারণে বিখ্যাত। Ben Jonson (1572-1637) ছিলেন ইংলিশ রেনেসাঁর নাট্যকার, কবি ও অভিনেতা। Samuel Johnson (1709-1784) ছিলেন ইংলিশ লেখক। তিনি ১৭৫৫ সালে প্রথম ' Dictionary of the English language ' নামে একটি Dictionary ' বলা হয়। John Milton (1608-1674) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহাকাব্য রচয়িতা। তার বিখ্যাত মহাকাব্য হলো ' Paradise Lost' , ' Paradise Regained ' .
telecast
published
telecasted
broadecasted
প্রশ্নঃ New programs will be ---next week in Bangladesh Television.
বর্ণনাঃ Verb হিসেবে telecast সাধারণত passive seance -এ ব্যবহার হয়ে থাকে। উল্লিখিত বাক্যটিও রয়েছে passive sense -এ । এর অর্থ কোনো কিছু টেলিভিশনে সম্প্রচার করা । Published অর্থ কোনো কিছু প্রকাশ করা। যেমন - বই, পত্রিকা ইত্যাদি। telecast ed শব্দটির প্রয়োগ ভুল। কারণ telecast -এর passive use -এও telecast ব্যবহার হয় । যেমন - The event will be telecast simultaneously to nearly 150 cities, Broadcaster শব্দটির প্রয়োগ ভুল। মূল শব্দ Broadcast অর্থ সম্প্রচার করা, বিশেষত রেডিও -টেলিভিশনের মাধ্যমে। তবে শব্দটি Live অনুষ্ঠান, বিশেষত রডিওতে সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় । অতএব সঠিক উত্তর ক।
election office
a body of voters
many elections
candidates
প্রশ্নঃ The word 'electorate' means-----
বর্ণনাঃ Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী । Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী। যারা voter-দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর a body of voters বা খ।
George Orwell
Stevenson
Swift
Mark Twain
প্রশ্নঃ ' Animal Farm' was written by ----
বর্ণনাঃ Eric Arthur Blair (1903-1950) এর pen name ছিল George Orwell. তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ, নাগরিকত্ব লাভ করেন । তার উল্লেখযোগ্য অবদান হলো ' Animal Farm' (1945) ও 'Nineteen Eighty-Four' (1949) নামের দুটি উপন্যাস।
to
for
than
of
This is an unique case
This is a unique case
This is a very unique case
This is the most unique case
প্রশ্নঃ Which sentence is correct?
বর্ণনাঃ সাধারণত noun -এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে। যেমন - He is an MA। কিন্তু noun -এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) -এর মতো হয় ( যেমন- unique, university) তবে ঐ noun -এর আগে a বসে। This is an unique case বাক্যটিতে an - এর ভুল প্রয়োগ হয়েছে। This is a unique case বাক্যটি সঠিক। তাই This is a unique case বাক্যটি সঠিক।
able
but
try
afford
প্রশ্নঃ I cannot ---to pay such high prices.
বর্ণনাঃ 'Able ' adjective -এর দুই ধরনের অর্থ আছে। ১. কোনো কিছু করতে সমর্থ / সক্ষম। ২. বিচক্ষণ , যোগ্য, দক্ষ, সমার্থ্য, । ' But adv' রুপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি। যেমন -You can't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা। ' Afford' verb টির অর্থ (সমড বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা। যেমন- We can't afford such a luxury life । প্রশ্নের বাক্যটিতে ও high price -এর সাথে ক্রয়ের / অর্থ ব্যয়ের সামর্থ্য বোঝায়। সুতরাং সঠিক উত্তর afford (ঘ)।
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
আরাকান রাজগ্রন্থাগার থেকে
নেপালের রাজগ্রন্থশালা থেকে
সুদূর চীন দেশ থেকে
প্রশ্নঃ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
বর্ণনাঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্দশন 'চর্যাপদ' । 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
বিজয়গুপ্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
মুকুন্দরাম চক্রবর্তী
কানাহরি দত্ত
প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
বর্ণনাঃ বাংলা সাহিত্যের সময়কালেকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি 'অন্নদামঙ্গল' কাব্য (১৭৫২-৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।
নবদ্বীপের
মিথিলার
বৃন্দাবনের
বর্ধমানের
প্রশ্নঃ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
বর্ণনাঃ মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪-১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম । তিনি বাংলায় একটি পঙক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রুপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতী
জনৈক গোপবালা
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
বর্ণনাঃ মধ্যযুগের আদি কবি বডু চণ্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম-সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম্য গল্প অবলম্বনে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য রচনা করেন। ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা-কৃষ্ণের প্রেমনিবেদন, দেহসম্ভোগ, দুঃখভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা-কৃষ্ণের প্রেমের সংবাদ আদান -প্রদানকারিণী হিসেবে।
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ