Everybody have gone there.
Everybody are gone there.
Everybody has gone there.
Everybody has went there.
The train is running in time.
The train is running on time.
The train is running with time.
The train is running to time.
প্রশ্নঃ Choose the correct sentence.
বর্ণনাঃ সাধারণত time এর পূর্বে in এবং on দুটি preposition-ই ব্যবহার হয়। কিন্তু এদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন - in time হলো সময় মতো বা সময়ের একটু পূর্বে।আর on time বলতে একেবারে 'যথা সময়ে অর্থাৎ একটু আগে বা পরে নয়' বুঝায়। তাছাড়া time এর পূর্বে preposition 'at' ও 'with' এর ব্যবহার দেখা যায় না। সুতরাং সঠিক উত্তর 'খ'।
for
in
with
at
প্রশ্নঃ Choose the correct preposition. My brother has no interest----music.
বর্ণনাঃ interest for - কোনো বিষয় সম্পর্কে অধিক জানার আগ্রহ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। interest in - সঙ্গীতে আগ্রহ বোঝাতে এটি বসে। interest with- এরুপ ব্যবহার দেখা যায় না। interest at - খেলাধুলায় আগ্রহ বুঝাতে এটি বসে। সুতরাং বাক্যের অর্থ অনুসারে 'খ' উত্তরটি সঠিক।
to seeing
seeing
to see
to have seen
প্রশ্নঃ Fill in the blank with right option. I am looking forward----you.
বর্ণনাঃ সাধারণত infinitive 'to' এর পর verb এর present form ব্যবহৃত হয়। কিন্তু 'with a view to' 'forward to' প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে preposition ' to' এর পর 'verb + ing' form ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে 'ক' উত্তরটি সঠিক।
Who will be done the work ?
Who will done the work ?
By Whom will the work be done ?
Whom will the work be done ?
প্রশ্নঃ Choose the correct form (passive) of --- 'Who will do the work?'
বর্ণনাঃ Interrogative sentence যদি who দিয়ে শুরু হয় তাহলে একে passive voice -এ পরিবর্তনের সময় By whom দিয়ে শুরু করতে হয়। তাছাড়া active voice -এ will থাকলে passive voice এ will be হয়। আর একমাত্র 'গ' sentence টি সকল শর্ত পূরণ করে passive করা হয়েছে। সুতরাং এটিই সঠিক উত্তর।
I have looked for a good doctor before I met you.
I had looked for a good doctor before I met you.
I looked for a good doctor before I had met you.
I am looking for a good doctor before meeting you.
প্রশ্নঃ Choose the correct sentence.
বর্ণনাঃ সাধারণত past perfect tense -এ দুটি clause থাকে। এ দুটি clause 'before বা after' দ্বারা যুক্ত থাকে। clause দুটি before দ্বারা যুক্ত হলে, before এর পূর্বের clause টি past perfect tense হয় এবং পরের clause টি হয় past indefinite tense. সুতরাং এ নিয়ম অনুসারে 'খ' উত্তরটি সঠিক।
of
from
introduction
at
can
should
could
has
has
are
is
were
প্রশ্নঃ The Arabian Nights-----still a great favourite.
বর্ণনাঃ 'The Arabian Nights' একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular । তবে 'The Arabian Nights' Subject হিসেবে নিজেই এখনো প্রিয় । আর Subject যখন নিজেই কিছু হয় বা কোথা ও থাকে, তখন 'to be' verb ব্যবহৃত হয়। এজন্য 'be' verb - এর রুপ হিসেবে 'is' ই সঠিক। সুতরাং সঠিক উত্তর 'গ'।
after
on
up
into
ascertain
assertain
asertain
asartain
The man was tall who stole my bag.
The man stole my bag who was tall .
The man who stole my bag was tall.
The man was tall who is stealing tall my bag.
প্রশ্নঃ Select the correct sentence.
বর্ণনাঃ Relative pronoun 'who' দ্বারা দুটি sentence কে যুক্ত করার সময় প্রথম বাক্যটি অপরিবর্তিত অবস্থায় প্রথম বসে। এরপর দ্বিতীয় বাক্যের subject -এর বদলে who বসে এবং দ্বিতীয় sentence -এর অবশিষ্ট অংশ অপরিবর্তিত অবস্থায় বসে। প্রথম বাক্যের subject এবং দ্বিতীয় বাক্যের subject একই ব্যক্তি বা বস্তু হলে সাধারণত প্রথম বাক্যের subject -এর পরই who বসে। সুতরাং এ নিয়ম অনুসারে 'গ' উত্তরটি সঠিক।
is burning
burnt
will burn
was burning
প্রশ্নঃ Complete the sentence with the correct verb from : 'Neela---- her hand when she cooking dinner.
বর্ণনাঃ Sequence of tense ( Principal Clause -এর verb -এর tense অনুযায়ী subordinate clause-এর verb -এর নিয়ম নির্ধারিত হওয়ায় নিয়মই হলো sequence of tense)-এর নিয়মানুসারে (কিছু ব্যতিক্রম ছাড়া) principal clause -এর verb যদি past tense হয় তবে subordinate clause -এর verb ও past tense হবে। উল্লিখিত sentence টির subordinate clauses past tense এ রয়েছে। সুতরাং principal clause টিও past tense হবে। এ নিয়ম অনুসারে 'খ' উত্তরটি সঠিক।
away
up
off
out
প্রশ্নঃ Choose the correct preposition. The tree has been blown---by the storm.
বর্ণনাঃ Blow away অর্থ-এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে) যেমন - We fixed the tent securely so that it wouldn't be blown away in the strong wind. Blow up অর্থ - বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা ; Blow off অর্থ - অবস্থান সরানো (বাতাসে), Blow out -অর্থ আগুন নেভানো । সঠিক উত্তর ক।
He is being gone to open a shop
A shop is being gone opened by him
A shop will be opened by him
A shop is going to be opened by him
প্রশ্নঃ Identify the correct passive form of 'He is going to open a shop'.
বর্ণনাঃ 'going to' যুক্ত active sentence কে passive voice -এর পরিবর্তন করার সময় auxiliary verb -এর tense অপরিবর্তিত থাকে। তাছাড়া ' going to' এর ও কোনো পরিবর্তন হয় না এবং এর পর be বসে ও principal verb এর past participle form হয়। এছাড়া voice পরিবর্তনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকে। উল্লিখিত নিয়ম অনুসারে সঠিক উত্তর 'ঘ'।
generous
unking
revengeful
friendly
প্রশ্নঃ Identify the correct synonym for the word 'Magnanimous'.
বর্ণনাঃ Magnanimous-মহানুভব। ক. generous- উদার, সহৃদয়। খ. unkind -নির্দয়, নিষ্ঠুর ,অকরুণ, কঠোর। গ. revengeful - প্রতিশোধ /হিংসা পরায়ণ। ঘ. Friendly -বন্ধুত্বপূর্ণ ,বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ। সুতরাং choice গুলোর অর্থ অনুযায়ী দেখা যাচ্ছে মহানুভব ' -এর সমার্থক (synonym) হচ্ছে উদার। অতএব, সঠিক উত্তর 'ক'।
put out
put off
put away
put on
প্রশ্নঃ Fill in the blank with the correct phrase : -----your shoes before entering the mosque.
বর্ণনাঃ ক. put out -নিভিয়ে রাখা। খ. Put off -খুলে ফেলা। গ. put away - কোনো জিনিস যথাস্থানে রাখা, সঞ্চয় করা । ঘ. Put on - পরিধান করা । উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী একথা স্পষ্ট যে মসজিদে ঢোকার পূর্বে অবশ্যই জুতা খুলতে হয় । তাই সঠিক উত্তর 'খ'।
would
could be
would have been
must be
প্রশ্নঃ Fill in the blank with the correct phrase : He----arrested if he had tried to leave the country.
বর্ণনাঃ সাধারণত Conditional -এ if যুক্ত clause টি past perfect - এর হলে pricipal clause টি perfect conditional হয় অর্থাৎ subject এর সাথে would have / could have /might have বসে। এবং verb- এর past participle form হয় । প্রদত্ত sentence টি উল্লিখিত নিয়ম অনুসারে গঠিত হয়েছে। আর একমাত্র 'গ' choice টিতে would have রয়েছে। সুতরাং সঠিক উত্তর 'গ'।
different
separate
complete
lonely
প্রশ্নঃ Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have----ones.
বর্ণনাঃ different -ভিন্নতর বা অন্যান্য । খ. separate - পৃথক / আলাদা। গ. complete - সম্পূর্ণ করা । ঘ. lonely - নিঃসঙ্গ । প্রদত্ত sentence টির ভাবার্থ অনুযায়ী মোট ৫ টি শিশুর মধ্যে ২ টি শিশু ঘুমানোর সময় এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য তিনটি শিশু পৃথক বা আলাদা আলাদা রাখা হয়েছে। সুতরাং choice 'খ' -ই সঠিক।
consented
agreed
accepted
granted
প্রশ্নঃ Choose the right word to fill the blank : The Democratic party's candidate-----defeat in the small hours of the morning.
বর্ণনাঃ consented -সম্মতি, অনুমতি (কোনো বিল বা অধ্যাদেশের ক্ষেত্রে। )। খ. agree - রাজি বা সম্মত হওয়া (কোনো কিছু করতে।) । গ. accept - মেনে নেওয়া (পরাজয়ের ক্ষেত্রে), স্বীকার করা। ঘ. grant - মঞ্জুর করা (প্রার্থিত বস্তু)। প্রদত্ত sentence -এর অর্থ অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর নির্বাচনে পরাজয় মেনে নেওয়াকে বুঝায়। সুতরাং সঠিক উত্তর 'গ।
equip
deliver
proffer
provide
প্রশ্নঃ The proper function of the press is surely to----the man in the street with facts.
বর্ণনাঃ ক. equip - সজ্জিত করা/ প্রস্তুত করা (রণক্ষেত্রের সৈন্য বা বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহৃত হয়।) খ. deliver - সরবরাহ করা /পৌঁছে দেওয়া (চিঠিপত্র, পার্সেল পণ্য বিলি করা প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত হয়।) গ. proffer - প্রস্তাব , বিনিময়ের প্রস্তাব প্রভৃতি । ঘ. Provide -যোগান দেওয়া, সরবরাহ করা (সাধারণত সংবাদপত্র ও সংবাদমাধ্যমের ক্ষেত্রে ব্যবহৃত হয়।) প্রদত্ত Sentence - এর অর্থানযায়ী বোঝা যায় সংবাদমাধ্যম সাধারণত লোকদেরকে ঘটনাসমূহের সরবরাহ বা যোগান দিয়ে থাকে । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
usually
presently
already
formerly
প্রশ্নঃ Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher,-----has written four novels.
বর্ণনাঃ ক. usually - সচরাচর, সাধারণত। খ. presently অচিরে, এক্ষুণি। গ. already -এই সময়ের বা ঐ সময়ের মধ্যে । ঘ. formerly - আগেরকার দিনে, পূর্বকালে । বাক্যের অর্থানুযায়ী (মি. চৌধুরী অবসরে যাওয়ার পূর্বে একজন শিক্ষক ছিলেন, যিনি চারটি উপন্যাস লিখেছেন। ) 'ঘ' একমাত্র সঙ্গতিপূর্ণ । সুতরাং সঠিক উত্তর 'ঘ'।
till
untill
upto
by
প্রশ্নঃ Choose the right word to fill the blank : I should appreciate it if you could complete this work---Thursday.
বর্ণনাঃ ক. till - পর্যন্ত/ অবধি /যে পর্যন্ত না । খ. untill -যে পর্যন্ত না ।গ. upto - পর্যন্ত/ অবধি। ঘ. by - নির্ধারিত সময়ের মধ্যে । প্রদত্ত বাক্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার ক্ষেত্রে উৎসাহ দান বুঝাচ্ছে। কাজেই 'choice 'ঘ' সঠিক উত্তর।
circulation
flow
current
procession
প্রশ্নঃ Choose the right word to fill the blank : It will be your task to make sure the ----- of traffic is maintained without interruption.
বর্ণনাঃ circulation - দৈনিক বা সাময়িক পত্রিকার প্রচার সংখ্যা কাটতি। খ. flow - স্বচ্ছন্দ গতি, বহমান, স্বাভাবিক ছন্দ। গ. current - জলস্রোত , বায়ুস্রোত , সাম্প্রতিক, প্রচলিত। ঘ. procession - মিছিল, সোভাযাত্রা। প্রদত্ত sentence -এ traffic কর্তৃক যানবাহনের স্বাভাবিক বা স্বচ্ছন্দ গতি বজায় রাখা বুঝায়। সুতরাং সঠিক উত্তর 'খ'।
Adults
Children
Women
Old people
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ