The bridge is broken
The bridge would break
The bridge had broken
The bridge had been broken
প্রশ্নঃ What would have happened if -----?
বর্ণনাঃ সাধারণত অতীতের কোনো action অথবা event যদি পরস্পর সম্পর্কিতভাবে ঘটে সেক্ষেত্রে model verb হিসেবে ' would have' ব্যবহৃত হয় এক্ষেত্রে would have..... if ...... structure নিম্নরুপে- sub + would have + past participle form of verb + .... যেমন --- what would have hipped if the bridge had broken ' দ্বারা বোঝানো হয়েছে তারা ব্রিজটা সহজেই পেরিয়ে এসেছে। কিন্তু যদি ভেঙ্গে পড়ত তাহলে কি ঘটত? হয়তো তারা অনেকেই আহত হতো। কিন্তু কিছুই ঘটেনি। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
Cause to destroy
Cause to happen
Cause to carry out
Cause to convince
প্রশ্নঃ Explain the meaning of 'Bring to pass'.
বর্ণনাঃ 'Bring to pass ' -অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা। ' cause to destroy ' দ্বারা 'ধ্বংস হওয়া ' cause to carry out' বলতে কোনো কিছু সম্পাদন করা এবং 'cause to carry out' বলতে কোনো কিছু সম্পাদন করা এবং cause to carry convince' দ্বারা কোনো কিছু স্বমতে নিয়ে আসা এবং 'cause to happen' দ্বারা কোনো কিছু ঘটানোকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর হবে। (খ)।
Paper is made of wood
Paper is made from wood
Paper is made by wood
Paper is made on wood
প্রশ্নঃ Which of the following sentences is the correct one ?
বর্ণনাঃ উপরিউক্ত Sentence - এর সম্ভব্য দুটি উত্তর হচ্ছে (ক) এবং (খ) । কারণ 'make of ' এবং ' make from' উভয় group verbs - এর দ্বারা গঠন হওয়া বা তৈরি হওয়াকে বোঝায়। তবে উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 'make of' দ্বারা কোনো কিছু দিয়ে তৈরি হওয়াকে বোঝায়' যেমন - The table is made of wood. অর্থাৎ কাঠ দ্বারা সরাসরি টেবিল তৈরি করা হয় এবং ' make from ' দ্বারা কোনো কিছু থেকে তৈরি হওয়াকে বোঝায়; যেমন - Sweets sear made from milk. অর্থাৎ Milk -কে processing করে Sweets তৈরি করা হয়। উপরের Sentence -এর 'paper is made from wood' দ্বারা সরাসরি কাঠ থেকে paper তৈরিকে বোঝায়নি , বরং কাঠ থেকে processing -এর মাধ্যমে paper তৈরিকে বুঝিয়েছে সুতরাং সঠিক উত্তর হবে (খ)।
generosity
famillar
dividing line
sympathy
প্রশ্নঃ The word "bounty" is closest in meaning to
বর্ণনাঃ 'generous' word টির অর্থ হচ্ছে liberate. bountiful, Nobel ইত্যাদি ; 'familiar' word -টির অর্থ হচ্ছে well known, intimate, domestic common ইত্যাদি এবং sympathy শব্দটির অর্থ হচ্ছে community of feeling, compassion, pity ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে generosity.
All the good qualities are embodied by my teacher.
All the good qualities are embodied in my teacher.
All the good qualities are embodied to my teacher.
All the good qualities are embodied on my teacher.
প্রশ্নঃ Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'.
বর্ণনাঃ এ Sentence দ্বারা বুঝানো হয়েছে যে তার teacher সকল প্রকার ভালো গুণাবলী বাস্তব রুপদান করে বা নিজের মধ্যে ধারণ করে স্পষ্টভাবে প্রকাশ করে। তাই passive করার সময় 'embodied in ' ব্যবহার করা হয়েছে।
She asked me if I was happy in my new job
She asked me if I have been happy in my new job
She asked me whether I am happy in my new job
She asked me if I had been happy in my new job
প্রশ্নঃ Choose the correct indirect speech--- She asked me, 'Are you happy in your new job?'
বর্ণনাঃ Direct Narration -এ Reported Speech যদি Interrogative sentence হয় তাহলে- Reporting verb -কে ask, demand , enquire wonder ইত্যাদিতে পরিবর্তন করে নিতে হয় ; -Question -এর উত্তর যদি ' yes' 'No' দিয়ে দেয়া সম্ভব হয় তাহলে Reported Speech -এর আগে conjunction if এবং ক্ষেত্র বিশেষে ' whether' বসে। - Reported Speech কে Indirect করার সময় Assertive করে নিতে হবে। খ ও গ -এর option দুটিতে Reported Speech - কে present form -এ রাখা হয়েছে। কিন্তু, যেহেতু Reporting speech past form -এ রয়েছে সেহেতু অবশ্যই Reported Speech কেও past form করতে হবে। আবার (ঘ) নং option -এ অনর্থক 'had been' ব্যবহার করা হয়েছে , যা দ্বারা বোঝাচ্ছে অতীতে চাকরিটি পেয়ে আমি খুশি হয়েছিলাম কিনা সুতরাং এটিও সঠিক নয়। অতএব সঠিক হচ্ছে (ক) ।
very fat
ugly
tardy
obnoxious
প্রশ্নঃ The meaning of the word 'obese' is -----
বর্ণনাঃ 'Obese' বলতে বোঝায় ' very fat' বা, abnormally fat' ugly' -শব্দটির অর্থ হচ্ছে - unpleasant to look at ' or other senses, ill-natured ইত্যাদি এবং 'obnoxious' -এর অর্থ হচ্ছে objectionable, offensive ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে (ক) ।
a diary
a biography
an autobiography
a chronicle
প্রশ্নঃ A person who writes about his own life writes-----
বর্ণনাঃ daary বলতে বোঝায় a book in which one writes about one's daily experiences, records one's private thoughts etc; 'biography' বলতে বোঝায় the story of a person's life written by somebody else; autobiography, বলতে বোঝায় the story of a person's life written by that person; এবং 'chronicle' বলতে বোঝায় a record of historical events in the order in which they happended. সুতরাং উপরের ৪ টি word -এর অর্থ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, biography' এবং 'autobigraphy' দ্বারা জীবনকাহিনী লেখাকে বোঝায়। তবে 'biography' দ্বারা বোঝায় অন্য লোকের দ্বারা জীবনকাহিনী লেখানো এবং 'autobiography' দ্বারা নিজেই নিজের জীবনকাহিনী লেখাকে বোঝায়। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
Why have you done this?
Why you had done this?
Why you have done this?
Why did you done this?
প্রশ্নঃ Which of the following sentences is correct ?
বর্ণনাঃ 'Good' -এর পরে সাধারণত 'at' preposition ব্যবহৃত হলে বোঝায় ' able to do something well'. যেমন - she is good at mathematics, good-এর সাথে with preposition বসলে বোঝায়' capable when using dealing with, etc. যেমন - She is very good with children. সুতরাং উপরিউক্ত sentence -এর জন্য 'at appropriate preposition.
in
about
with
at
প্রশ্নঃ What will be the correct preposition to complete the sentence? 'I am not good-----translation'
বর্ণনাঃ 'Good' -এর পরে সাধারণত 'at' preposition ব্যবহৃত হলে বোঝায় ' able to do something well. ' যেমন - she is good at mathematics; good '-এর সাথে with preposition বসলে বোঝায়' capable when using dealing with etc. যেমন- She is very good with children. সুতরাং উপরিউক্ত sentence এর জন্য 'at ' appropriate preposition.
Beauty
Beautify
Beauteous
Beautifully
in
on
by
for
প্রশ্নঃ Fill in the blank with appropriate perposition. 'Hurry up! we have to go -- five minutes.'
বর্ণনাঃ Sentence টিতে বলা হয়েছে ৫ মিনিট সময় আছে , এর মধ্যে বা ৫ মিনিটের পূর্বে অবশ্য পৌঁছতে হবে। এক্ষেত্রে 'in' appropriate হবে না , কেননা নির্দিষ্ট কোনো সময় বা কোনো সময়ের মধ্যে বোঝাতে সাধারণত ' in' হয়। যেমন - I will come in an hour. তারিখ বা সময় বোঝাতে ' on' ব্যবহৃত হয়। যেমন- I will come by 5 pm. এ Sentence দ্বারা বোঝাচ্ছে আমি বিকেল ৫টার আগেই আসব। সুতরাং appropriate preposition হবে ' by' দ্বারা নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝায়, যেমন - I will come by 5 pm. এ Sentence দ্বারা সাধারণত সময়ের ব্যাপ্তি বোঝায়, যেমন - Chameli has been reading for an hour. সুতরাং 'for' ও উপরিউক্ত Sentence -এ হবে না।
I shall go to college
Matin is singing a song
Stand up
It has been raining since morning
প্রশ্নঃ Identify the imperative sentence.
বর্ণনাঃ যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imprerative Sentence বলে। উপরিউক্ত ৪ টি Sentence -এ (ক) -তে ' I shall go to college. অর্থ্যাৎ 'আমি কলেজে যাব' - এর মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ কোনো কিছু বোঝাচ্ছে না, বরং এখানে অনুজ্ঞা বা ইচ্ছা বোঝাচ্ছে। (খ) -তে 'Matin is singing a song ' অর্থাৎ 'মতিন গান গাচ্ছে' -এ Sentence -এর মাধ্যমেও আদেশ , উপদেশ অনুরোধ কোনো কিছুুই বোঝাচ্ছে না এবং এটি দ্বারা কোনো কিছুর বর্ণনা বোঝাচ্ছে। সুতরাং এটি ' Imperative sentence নয়। (গ)-তে ' Stand up' অর্থাৎ উঠে দাঁড়াও বা দাঁড়ান দ্বারা পরিষ্কারভাবে আদেশ বোঝাচ্ছে। সুতরাং নিঃসন্দেহে এটি Imperative sentence . (ঘ) -তে it has been raining since morning ' অর্থাৎ সকাল থেকে সৃষ্টি হচ্ছে - Sentence টিও Assertive বা বর্ণনামূলক।
diet
food
drink
environment
প্রশ্নঃ Fill in the gap with the suitable word : To stay healthy, we must plan to have a balanced----
বর্ণনাঃ উপরিউক্ত Sentence -এ balanced adjective টির সাথে diet হওয়াই সম্ভব;কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধু খাদ্য (food) , পানীয় (drink), বা পরিবেশ (environment) নয়, প্রয়োজন সুষম খাদ্য।
at
for
towards
upon
প্রশ্নঃ Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down---the poor .
বর্ণনাঃ 'look at ' অর্থাৎ তাকানো, প্রত্যাখ্যান করা , উপেক্ষা করা ইত্যাদি। যেমন - She is looking at me'. look for' অর্থ-খোঁজ সন্ধান করা , প্রত্যাশা করা ইত্যাদি। যেমন - She is looking for me; look towards the sea. 'look down upon' অর্থ ঘৃণা করা , যেমন -The rich should not look down upon the poor. সুতরাং সঠিক উত্তর (ঘ)।
loose
lose
lost
loss
প্রশ্নঃ I took a map with me, as I didn't want to ----- my way on the journey.
বর্ণনাঃ উপরিউক্ত sentence টি infinitive হওয়ার এর structure হবে to + base form of verb অর্থাৎ verb -এর present form -এর পূর্বে to infinitive গঠিত হয়। Infinitive কোনো subject -এর সাথে সম্পৃক্ত নয়। এটি শুধু verb-এর ভাব বোঝায় । Number, Person ও tense ভেদে এর কোনো পরিবর্তন হয় না। এ ক্ষেত্রে ' loose' হচ্ছে adjective 'lost' হচ্ছে past form of 'loose' হচ্ছে adjective , 'lost' হচ্ছে verb -এর present form. সুতরাং সঠিক উত্তর (খ).
responsible for
responsible to
liable to
blamed for
প্রশ্নঃ Every driver must be held---his own actions.
বর্ণনাঃ অধস্তন ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের নিকট কাজের জন্য দায়ী বা কোনো লোক অন্য কোনো লোকের কাছে কাজের জন্য দায়ী থাকলে সাধারণত ' responsible to' ব্যবহার করা হয়। যেমন- The Director is directly responsible to the president . অপরপক্ষে কোনো কাজের দায়ভার যখন যে কাজ করে তার ওপরই বর্তায়, তখন 'be held responsible for' ব্যবহৃত হয়। যেমন - Sumi is mentally ill and can't be held responsible for her actions. 'liable to' দ্বারা কোনো দায় -দায়িত্বকে বোঝায়। যেমন- We are all liable to make mistakes when we are tired . সুতরাং সঠিক উত্তর হচ্ছে (ক)।
under all conditions
to make thick and thin
nor clear in understanding
of great density
প্রশ্নঃ Through thick and thin' means
বর্ণনাঃ 'Through thick and thin' - এর অর্থ in spite of all the difficulties বা যা কিছুই ঘটুক না কেন। এবার নিম্নোক্ত option গুলো লক্ষ্য করি -(ক) under all conditions বলতে যে, কোনো অবস্থার মধ্যে ও বোঝায় সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
after
before
immediately
during the period of
প্রশ্নঃ 'Prior to' means
বর্ণনাঃ 'Prior to' -এর অর্থ হচ্ছে পূর্ববর্তী , পূর্বতন, পূর্বে , আগে ইত্যাদি। এবার দেখা যাক, নিম্নােক্ত option - গুলোর কোনটির সাথে মিল রয়েছে- 'after' এর অর্থ 'পরে' পরবর্তীকালে' , পশ্চাতে' ইত্যাদি। 'before' এর অর্থ অগ্রবর্তী' সম্মুখে, ইত্যাদি। immediately' বলতে বোঝায় - 'অবিলম্বে' তাৎক্ষণিক এবং 'during the period ' বলতে বোঝায় নির্দিষ্ট সমেয়ের মধ্যে। সুতরাং মূল 'prior to' শব্দের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে (খ) তে।
incident
occurrence
accident
event
প্রশ্নঃ Nobody knocked him down; it was an-----
বর্ণনাঃ কেউ তাকে 'knock down' করতে পারেনি। এটি আসলেই একটি অপ্রত্যশিত বা অভাবিত ঘটনা (accident) তাই গ-ই সঠিক সাধারণ কোনো ঘটনা (event) বা আনুষঙ্গিক (occurrence ) বিষয় নয়। এটি কোনো অনু ঘটনা, উপঘটনা বা কাহিনী (incident ) নয়। কারণ একজন মুষ্টিযোদ্ধার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ' knock down' হওয়ার স্বাভাবিক ঘটনা (accident) হিসেবে পরিগণিত হয়। অতএব সঠিক উত্তর (গ)।
ইংরেজই
সংস্কৃত
বাংলা
আরবি
প্রশ্নঃ 'অজমুর্খ' শব্দের অজ কোন জাতের উপসর্গ?
বর্ণনাঃ
বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা-
উপসর্গ | অর্থদ্যোতকতা | উদাহরণ | ||
---|---|---|---|---|
১ | অ | নিন্দিত | অর্থে | অকেজো, অচেনা, অপয়া |
অভাব | " | অচিন, অজানা, অথৈ | ||
ক্রমাগত | " | অঝোর, অঝোরে | ||
২ | অঘা | বোকা | " | অঘারাম, অঘাচণ্ডী |
৩ | অজ | নিতান্ত (মন্দ) | " | অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর |
৪ | অনা | অভাব | " | অনাবৃষ্টি, অনাদর |
ছাড়া | " | অনাছিষ্টি, অনাচার | ||
অশুভ | " | অনামুখো | ||
৫ | আ | অভাব | " | আকাঁড়া, আধোয়া, আলুনি |
বাজে, নিকৃষ্ট | " | আকাঠা, আগাছা | ||
৬ | আড় | বক্র | " | আড়চোখে, আড়নয়নে |
আধা, প্রায় | " | আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা | ||
বিশিষ্ট | " | আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি | ||
৭ | আন | না | " | আনকোরা |
বিক্ষিপ্ত | " | আনচান, আনমনা | ||
৮ | আব | অস্পষ্টতা | " | আবছায়া, আবডাল |
৯ | ইতি | এ বা এর | " | ইতিকর্তব্য, ইতিপূর্বে |
পুরনো | " | ইতিকথা, ইতিহাস | ||
১০ | ঊন (ঊনু, ঊনা) | কম | " | ঊনপাঁজুরে, উনিশ (উন+বিশ), ঊনাভাত |
১১ | কদ্ | নিন্দিত | " | কদবেল, কদর্য, কদাকার |
১২ | কু | কুৎসিত, অপকর্ষ | " | কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ |
১৩ | নি | নাই, নেতি | " | নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট, নিনাইয়া |
১৪ | পাতি | ক্ষুদ্র | " | পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো |
১৫ | বি | ভিন্নতা, নাই বা নিন্দনীয় | " | বিভূঁই, বিফল, বিপথ |
১৬ | ভর | পূর্ণতা | " | ভরপেট, ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে |
১৭ | রাম | বড় বা উৎকৃষ্ট | " | রামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা |
১৮ | স | সঙ্গে | " | সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট |
১৯ | সা | উৎকৃষ্ট | " | সাজিরা, সাজোয়ান |
২০ | সু | উত্তম | " | সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ |
২১ | হা | অভাব | " | হাপিত্যেশ, হাভাতে, হাঘরে |
আ, সু, বি, নি— এই চারটি উপসর্গ সংস্কৃত ভাষায়ও পাওয়া যায়। ব্যবহারের ওপর নির্ভর করে এই চারটি উপসর্গ বাংলা না সংস্কৃত তা নির্ধারণ করা হয়। বাংলা উপসর্গ সর্বদাই বাংলা শব্দের আগে এবং সংস্কৃত উপসর্গ সর্বদাই সংস্কৃত শব্দের আগে বসে।
উৎস: উইকিপিডিয়া
খনার বচন
প্রবাদ ব্যাক্য
কবিতার চরণ
বাগধারা
অউক্ত
অব্যাক্ত
অনুক্ত
নিরুক্ত
অনুঞা ভাব
সাপেক্ষ ভাব
নির্দেশক ভাব
অনির্দেশক ভাব
প্রশ্নঃ আজ বাবা বেচে থাকলে আমার কষ্ট হতোনা__ ব্যক্যটি কোন ভাবের ক্রিয়া
বর্ণনাঃ
সাপেক্ষ ভাব: একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে, নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলে। যেমন: যদি সে পড়ত, তবে পাস করত। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না।
সাধিত ধাতু
মৌলিক ধাতু
যৌগিক ধাতু
সংযোগ মূলক ধাতু
প্রশ্নঃ যে ধাতু বিশ্লেষন করা যায়না তাকে কি বলা হয়?
বর্ণনাঃ
যে সকল ধাতু বিশ্লেষণ করলে কোন প্রত্যয় পাওয়া যায় না বা যারা স্বয়ংসিদ্ধ ধাতু, তাদেরকে মৌলিক ধাতু কিংবা সিদ্ধ ধাতু বলে। যেমন- √কর্, √চল, √দেখ্।
বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়ঃ (ক)বাংলা ধাতু (খ)সংস্কৃত ধাতু এবং (গ)বিদেশি ধাতু
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ