Subjection --- Liberation
Restrain --- Indulge
Compliant --- Acquiescent
Restriction --- Relaxation
প্রশ্নঃ Submission ------ Yielding.
বর্ণনাঃ এখানে মূলশব্দ Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, বশ্যতা আর yielding অর্থ হলো নম্র, বিনয়ী। অন্যদিকে , 'ক'-তে আছে subjection পরাধীনতা , বশ্যতা, দমন ইত্যাদি। Liberation - মুক্তি, স্বাধীনতা, । 'খ' -তে আছে, Restrain -দমন করা। , নিয়ন্ত্রণ করা, বাঁধা প্রদান। Indulge-সাধ মিটানো , পরিতৃপ্ত করা । 'গ' তে আছে, Compliant - রাজী, সম্মত। Acquiescent - সম্মতি, রাজী, মৌনসম্মতি । 'ঘ' তে আছে, Restriction - বাঁধা, নিষেধ। Relaxation - প্রশমন , শ্লথ , কম কঠোরতাপূর্ণ। এখানে মূল জোড়ায় সম্পর্ক হলো যে ব্যক্তি Yielding (নম্র) তার মধ্যেই থাকে Submission (নম্রতা) । অনুরুপ উত্তর 'গ' -তে দেখা যাচ্ছে, যার মধ্যে Acquiescent আছে সে-ই compliant (সম্মত) । সুতরাং সঠিক উত্তর 'গ'।
Persevere --- Waiver
Impulsive --- Deliberate
Obstinate --- Accommodating
Irresolute --- Indecisive
প্রশ্নঃ Vacillate ---- Hesitate.
বর্ণনাঃ এখানে মূল শব্দ vacillate অর্থ দ্বিধান্বিত হওয়া বা ইতস্তত করা এবং hesitate অর্থও ইতস্তত করা, দ্বিধান্বিত হওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা প্রভৃতি । অন্যদিকে 'ক'-তে আছে - Persevere - অধ্যবসায়ী হওয়া, নিরবিচ্ছিন্ন মনোযোগ সহকারে কাজ করা, Waiver - স্বত্বত্যাগ, দাবির পরিত্যাগ, না-দাবিকরণ প্রভৃতি। 'গ' -তে আছে- Obstinate - একগুয়ে, জেদি, দুর্দমনীয়। Accommodating - অমায়িক , সুনম্র , ভদ্র। 'ঘ' তে আছে- Irresolute - অনিশ্চিত, অস্থিরমতি, দ্বিধান্বিত ইত্যাদি। ওপরের বিশ্লেষণে দেখা যায় ক, খ এবং গ কোনো জোড়াতেই Synonymous সম্পর্ক বুঝাচ্ছে না, একমাত্র 'ঘ' ই মূল শব্দ জোড়ার মতো Synonymous সম্পর্কে বুঝাচ্ছে। সুতরাং 'ঘ' উত্তরটি সঠিক।
Affirm --- Object
Reject --- Disapprove
Acknowledge --- Recognize
Endorse --- Ratify
প্রশ্নঃ Assert ---- Dissent.
বর্ণনাঃ মূল শব্দ Assert অর্থ দাবি করা , দৃঢ়ভাবে ঘোষণা করা, এবং Dissent অর্থ আপত্তি করা , অনুমোদন করতে অস্বীকার করা। এ শব্দজোড়া পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে। 'ক'তে আছে- Affirm - দৃঢ়ভাবে ঘোষণা করা , নিশ্চিত রুপে বলা। Object - আপত্তি করা, অভিযোগ করা , অস্বীকার করা। 'খ' তে আছে Reject -বাতিল করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা। Disapprove -প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা। 'গ' তে আছে- Acknowledge - স্বীকার করা , মেনে নেওয়া, প্রাপ্তি স্বীকার। Recognize- স্বীকৃতি দেওয়া, চিনতে পারা প্রভৃতি। 'ঘ' তে আছে - Dndorse -অনুমোদন করা । Ratify- অনুমোদন করা ও দেয়া । ওপরের choice গুলোর শব্দ জোড়া বিশ্লেষণ করলে দেখা যায় মূল শব্দ জোড়ার সঙ্গে একমাত্র choice 'ক'- এর শব্দ জোড়ারই মিল রয়েছে। সুতরাং সঠিক উত্তর 'ক'।
Straighten --- Bend
Deform --- Reform
Harmonize --- Balance
Observe --- Blur
প্রশ্নঃ Distort ---- Twist.
বর্ণনাঃ এখানে মূল শব্দ জোড়ার Distort অর্থ বিকৃত করা এবং Twist অর্থ মোচড়ানো , বিকৃত করা প্রভৃতি। অর্থাৎ শব্দ জোড়া পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। 'ক' তে আছে - Straighten - সোজা করা। Bend- বাকনো । 'খ' তে আছে - Deform - বিকৃতকরণ। Reform - সংশোধন । 'গ' তে আছে - Harmonize-সমন্বয় সাধান করা, খাপ খাওয়া। Balance -সদৃশ করা , ভারসাম্য অবস্থান রাখা। 'ঘ' তে আছে -Observe - পর্যবেক্ষণ করা, পালন করা, উদযাপন করা। Blur - দুর্বোধ্য , অস্পস্ট, কলংক , দাগ। ওপরের choice গুলোর মধ্যে শুধুমাত্র 'গ' উত্তরের শব্দ জোড়াই পরস্পর সমার্থক অর্থ প্রকাশ করছে। অতএব সঠিক উত্তর 'গ'।
with
for
to
at
প্রশ্নঃ Government has been entrusted _____ elected politicians.
বর্ণনাঃ Entrusted with + something - কোনো কিছুতে আস্থা স্থাপন করা। Entrusted for - এ জাতীয় ব্যবহার ভুল। Entrusted at - এ জাতীয় ব্যবহার ভুল । যেহেতু শূন্যস্থানের পরে elected politicians দ্বারা ব্যক্তিবর্গ নির্দেশ করছে। সুতরাং সঠিক উত্তর 'গ'।
for, with
at, by
about, at
after, in
was
had been
has been
being
প্রশ্নঃ The path ______ paved, so we were able to walk through the path.
বর্ণনাঃ বাক্যে past tense -এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে past perfect tense আর পরেরটি হবে past perfect tense . আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল। সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved). সুতরাং 'খ' উত্তরটি সঠিক।
give in
fall in
get off
give forth
প্রশ্নঃ In spite of my requests, he did not _____
বর্ণনাঃ প্রদত্ত phrasal verb গুলোর অর্থ হলো- Give in - আত্মসমর্পণ করা ; বশ্যতা স্বীকার করা। Fall in -ভেঙে করা , সারি বেধে দাঁড়ানো। Get forth - উদগীরণ করা, নিঃসৃত করা /হওয়া । Give in দিয়েই বাক্যটি অর্থবোধক হয় -'আমার অনুরোধ সত্ত্বেও সে বশ্যতা স্বীকার করেনি। 'সুতরাং উত্তর ক'।
that
which
where
whose
প্রশ্নঃ The children studied in a class room _____ windows were never opened.
বর্ণনাঃ বাক্যের শূন্যস্থানের পূর্বের অংশটির অর্থ হলো শিশুরা একটি কক্ষে অধ্যয়ন করল। আর পরের অংশটির অর্থ করা যায়, জানালাগুলো কখনো খোলা হয়নি। দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun থাকায় এদের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। আর সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে relative pronoun এর possessive হয় অর্থাৎ whose (যার) হবে।
food
diet
outlook
figure
প্রশ্নঃ To stay healthy, we must plan to have a balanced _____.
বর্ণনাঃ বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে। Outlook (দৃশ্য) এবং figure (সংখ্যা) খাওয়া যায় না। সুতরাং diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase এর ব্যবহার তেমন দেখা যায় না । তাছাড়া food - এর আগে a বসানো যায় না, diet - এর আগে বসে। সুতরাং উত্তর 'খ' সঠিক।
raised
pointed
lifted
cressed (crossed)
প্রশ্নঃ We must keep our fingers _____ that the weather will stay fine for the picnic tomorrow.
বর্ণনাঃ Keeping fingers raised, keeping fingers pointed or keeping fingers lifted এ জাতীয় phrase সচরাচার দেখা যায় না। কিন্তু keep one's fingers crossed (cressed ) অর্থ হলো আশা পোষণ করা, কামনা করা । সুতরাং উত্তর 'ঘ' সঠিক।
pledged
disavowed
provided
defered
selection
dead end
error
bubble
quarrel
piece of land
postage
unobstracted view
Cud-chewing animal
Soup
Gossip
Noise-maker
Telescopes and data bases complement each other for the astronomer
Telescopes and data bases are both becoming relevant for the astronomer
Telescopes and data bases have nothing in common for the astronomer
Telescopes and data bases can be confusing to the astronomer
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ
A telescope is a tool that astronomers use to see faraway objects. Most telescopes are used to gather and focus light from the night sky.
Databases are useful to find information on topics that might not be solely constrained to the field of astronomy
telescope (দূরবীণ) হল এমন একটি সরঞ্জাম যা জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী বস্তু দেখতে ব্যবহার করেন। বেশিরভাগ টেলিস্কোপগুলি রাতের আকাশ থেকে আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে ব্যবহৃত হয়।
ডেটাবেসগুলি কেবলমাত্র জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় , যেকোন টপিকের তথ্য খুঁজতে ব্যবহার হয় ।
Data bases are singing instrumant
Data bases are useless and static
Data bases make soft-sound but ate working away
Data bases are things of the past
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ
Data bases produce a lot of information
Data bases are pecked with paper
Data bases create information instantly
Data bases are of limited use in strong information
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ
Telescope and data are between brothe. They are cannot ahead without one.So,telescope collected information to satellit, and data collected information by telescop.
The contemporary astronomer needs to look at the sky from a mountain top.
The contemporary astronomer needs a telescope to explore the universe.
The contemporary astronomer needs heavy machinery to explore the universe.
The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ
Telescope is related to astronomy & Databases are related to Data which uses Computer. Both will work when one can gather data and put it in databases.
Telescope and exploration of the universe.
Digital telescope and exploration of the universe.
Astronomers and exploration of the universe.
Space exploration in the new millennium.
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ এই প্রশ্নের কোন বর্ণনা খুঁজে পাওয়া যাইনি। বর্ণনা যোগ করে পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
Telescopes and data bases complement each other for the astronomer
Telescopes and data bases are both becoming relevant for the astronomer
Telescopes and data bases have nothing in common for the astronomer
Telescopes and data bases can be confusing to the astronomer
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and g
বর্ণনাঃ Option (ক) -তে বলা হয়েছে- টেলিস্কোপ এবং ডেটাবেস উভয়ই পরস্পর পূরক। সুতরাং একটির কাজ অপরটির দ্বারা করা সম্ভব। Option (খ)-তে বলা হয়েছে টেলিস্কোপ এবং ডেটাবেস উভয়ই astronomer দের নিকট বিভ্রান্তিকর । উপরের option -গুলাে বিশ্লেষণ করে দেখা যায় (ক) উত্তরটিই সঠিক।
Data bases are singing instrumant
Data bases are useless and static
Data bases make soft-sound but ate working away
Data bases are things of the past
প্রশ্নঃ Data bases sit on computer disks, humming away implies.
বর্ণনাঃ Humming away অর্থ হলো অনবরত গুণগুণ করে কাজ করে চলে। এক্ষেত্রে (ক)-তে বলা হচ্ছে Data base হলো গানের যন্ত্র, (খ)-তে বলা হচ্ছে এটি ব্যবহার অযোগ্য এবং স্থবির । ঘ তে বলা হচ্ছে এটি অতীতের বিষয়। আর (গ) তে বলা হয়েছে এটি মৃদু আওয়াজ সৃষ্টি করে, কাজ করে চলে , যা মূল বাক্যের অর্থের সথে সংগতিপূর্ণ । সুতরাং (গ) সঠিক।
Data bases produce a lot of information
Data bases are pecked with paper
Data bases create information instantly
Data bases are of limited use in strong information
প্রশ্নঃ Modern data base produce reams of observational data.
বর্ণনাঃ Produce reams of observational data -এতে reams অর্থ হলো ভুরিভুরি, প্রচুর। Option (ক)-তে বলা হয়েছে a lot of information প্রচুর তথ্য Option (খ) -তে বলা হয়েছে packed with paper কাগজে মোড়ানো । Option (গ) তে বলা হয়েছে create information instantly - তৎক্ষণিকভাবে তথ্য তৈরি করে। Option (ঘ) -তে বলা হয়েছে of limited use in strong information তথ্য সংরক্ষণ এর ব্যবহার সীমিত । সুতরাং এ ব্যাখ্যা হতে বুঝা যায় (ক) ই সঠিক।
The contemporary astronomer needs to look at the sky from a mountain top.
The contemporary astronomer needs a telescope to explore the universe.
The contemporary astronomer needs heavy machinery to explore the universe.
The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
প্রশ্নঃ Read the following passage and answer questions. On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and
বর্ণনাঃ Option -(ক) -তে বলা হয়েছে বিশ্বকে আবিষ্কার করতে telescope প্রয়োজন যা উপরোল্লেখিত লাইনটি হতে ভুল বলে ধরা যায়। Option (খ)-তে বলা হয়েছে বিশ্বকে আবিষ্কার করতে telescope প্রয়োজন যা উপরোল্লেখিত লাইনটি হতে ভুল বলে ধারা যায়। Option (গ) তে বলা হয়েছে। astronomer-দের ভারী যন্ত্রপাতি প্রয়োজন অথচ এ জাতীয় কথা passage -এ বলা হয়নি। Option (ঘ) -তে বলা হয়েছে diyital sensor যুক্ত telescope প্রয়োজন, যার সমর্থন পাওয়া যায় দ্বিতীয় প্যারার প্রথম বাক্য থেকে। সুতরাং উত্তর (ঘ) ই সঠিক।
Telescope and exploration of the universe.
Digital telescope and exploration of the universe.
Astronomers and exploration of the universe.
Space exploration in the new millennium.
প্রশ্নঃ A good title for the passage will be------
বর্ণনাঃ সাধারণত, একাধিক প্যারা বিশিষ্ট passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, title এর বিষয়টি যেন প্রতিটি প্যারার প্রথমে ও শেষে কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে। এখানে প্রথম প্যারায় telescope এবং data base-এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায়। অর্থাৎ আবিষ্কারের ক্ষেত্রে digital telescope - এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতরাং বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় (খ) ই সঠিক উত্তর।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ