৩৫ বছর
৩০ বছর
২৫ বছর
২০ বছর
NP
N+P
NP+2
2N+P
সমান
অসীম
সমান্তরাল
১ এবং ২ দুটিই
৩৭৭
৩০২৭৭
৩৭৭৭
৩৫৭৭
২১%
১০%
১৩%
১৫%
১৯ টাকা
১৮ টাকা
২০ টাকা
২১ টাকা
প্রশ্নঃ ৩টি আপেল এবং ৪টি কমলালেবুর দাম ৩২টাকা। ৪টি আপেল এবং ৩টি কমলালেবুর দাম ৩১ টাকা। ১টি আপেল, ১টি কমলালেবু এবং ১টি পেঁপের দাম ২৮ টাকা। পেঁপের মূল্য কত?
বর্ণনাঃ
৩ টি আপেল + ৪ টি কমলালেবু = ৩২ টাকা
৪ টি আপেল + ৩ টি কমলালেবু = ৩১ টাকা
----------------------------------------------------------------
৭ টি আপেল + ৭ টি কমলালেবু = ৬৩ টাকা [যোগ করে]
৭(১টি আপেল + ১ টি কমলালেবু) = ৬৩ টাকা
১টি আপেল + ১ টি কমলালেবু = ৬৩/৭ = ৯ টাকা
আবার,
১টি আপেল + ১টি কমলালেবু + ১টি পেঁপে = ২৮ টাকা
১টি আপেল + ১ টি কমলালেবু = ৯ টাকা
---------------------------------------------------------
[বিয়োগ করে] ১টি পেঁপে = ১৯ টাকা
৫৫০ জন
৫০০ জন
৬০০ জন
৬৫০ জন
প্রশ্নঃ একটি পরীক্ষায় মোট ছাত্রের ৮০% ছাত্র গণিতে এবং ৯০% ছাত্র বাংলায় পাস করলো। উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করেনি। ৩৫০ জন ছাত্র উভয় বিষয়ে পাস করে থাকলে, পরীক্ষায় মোট উপস্থিত ছিল?
বর্ণনাঃ
উভয় বিষয়ে পাশ করে = ৮০% + ৯০% - ১০০% = ৭০%
৭০% শিক্ষার্থী = ৩৫০ জন
সুতরাং, ১০০% শিক্ষর্থিী = ৩৫০ × ১০০ / ৭০ = ৫০০ জন।
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য
প্রশ্নঃ 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বর্ণনাঃ
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা বিশটি।এর মধ্যে " উপ" উপসর্গ একটি। " উপ " উপসর্গ টি সামীপ্য, সদৃশ, ক্ষুদ্র, বিশেষ অর্থে ব্যবহৃত হয়।যেমন : সাদৃশ্য অর্থে-
উপজেলা,উপবন,উপদ্বীপ
তাই সঠিক উত্তর : সাদৃশ্য।
সংখ্যাবাচক
ক্রমবাচক
অবস্থাবাচক
পরিমাণবাচক
ক্ষণস্থায়ী জ্যোতি
অনুসূয়া
রগ
ক্ষণপ্রভা
চিরদিন সুখে থাকেন যিনি
চিরকাল সুখী
চিরকাল ব্যাপিয়া সুখী
চিরসুখী যে
স্থির
কূল
নদী
বন
ঝিলিমিলি
আলেয়া
ছায়ানট
পুতুলের বিয়ে
প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়?
বর্ণনাঃ
কাজী নজরুলের নাটকঃ
ঝিলিমিলি (নাট্যগ্রন্থ) ১৯৩০
আলেয়া (গীতিনাট্য) ১৯৩১
পুতুলের বিয়ে (কিশোর নাটক) ১৯৩৩
মধুমালা (গীতিনাট্য) ১৯৬০
ঝড় (কিশোর কাব্য-নাটক) ১৯৬০
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক) ১৯৬৪
বিদ্যুৎ
রাত্রি
ঝড়
শঙ্কা
প্রশ্নঃ 'দামিনী' শব্দের অর্থ কি?
বর্ণনাঃ
দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনীর আরও কয়েকটি সমার্থক শব্দ - বিজলি, তড়িৎ, চপলা চঞ্চলা, চিকুর, দামিনী, ক্ষণপ্রভা।
রাত্রির সমার্থক শব্দ -রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী।
ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।
জলধির সমার্থক শব্দ - সাগর, সিন্ধু, সমুদ্র, অর্ণব, পারাপার, রত্নাকর, জলনিধি, নীলাম্বু, অম্বুধি, পাথার, বারীশ, উদধি, বারিনিধি।
আহসান হাবিব
বেগম সুফিয়া কামাল
সুফিয়া আহমেদ
সানাউল হক
সংযোজক
সংকোচন
পদান্বয়ী
বিয়োজক
প্রশ্নঃ 'পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে 'কিন্তু' কোন ধরনের অব্যয়?
বর্ণনাঃ
পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। এখানে কিন্তু বিয়োজক অব্যয়।কারণ,
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কোন বাক্যের শোভাবর্ধন করে,কখনো একাধিক পদের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়,তাকে অব্যয় পদ বলে।দুইটি বিপরীত ধর্ম বাক্য বা পদকে যুক্ত করতে বিয়োজক অব্যয় ( কিন্তু,কিংবা) ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর: বিয়োজক অব্যয়।
রঙ্গলাল বন্দোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
শামসুর রাহমান
নজরুল ইসলাম
প্রশ্নঃ 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
বর্ণনাঃ
স্বাধীনতা-হীনতায়
-রঙ্গলাল বন্দোপাধ্যায়
স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায় ?
দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।।
কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে,
নরকের প্রায়।
দিনেকের স্বাধীনতা, স্বর্গ-সুখ তায় হে,
স্বর্গ-সুখ তায়।।…
সার্থক জীবন আর বাহু-বল তার হে,
বাহু-বল তার।
আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে,
দেশের উদ্ধার।।…
অতএব রণভূমে চল ত্বরা যাই হে,
চল ত্বরা যাই।
দেশহিতে মরে যেই, তুল্য তার নাই হে,
তুল্য তার নাই।।
ভাগ ও স্থান
ভাগ ও স্কন্দ
খণ্ড ও স্কন্দ
কোনোটিই নয়
সত্যেন্দ্রনাথ দত্ত
জীবনানন্দ দাশ
মধুসূদন দত্ত
জসীমউদ্দীন
প্রশ্নঃ 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর'। কার লেখা ?
বর্ণনাঃ
বাংলার মুখ আমি দেখিয়াছি
জীবনানন্দ দাশ
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম — বট — কাঠালের — হিজলের — অশখের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল — বট — তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ
কালগত
বচনগত
বিশেষণের
লিঙ্গগত
প্রশ্নঃ 'আজকালকার মেয়েরা যেমন মুখরা, তেমনি বিদ্বান' এই বাক্যে কোন ধরনের ভুল আছে?
বর্ণনাঃ
আজকালকার মেয়েরা যেমন মুখরা,তেমনি বিদ্বান।
বাক্যটিতে লিঙ্গগত ভুল রয়েছে।কারণ বাক্যটিতে পুরুষ বাচক শব্দ বের করা হয়েছে।যেমন:
পুরুষবাচক শব্দ - স্ত্রীবাচক শব্দ
বিদ্বান - বিদুষী
সালমান রুশদী
বিক্রম সেঠ
অরুন্ধতী রায়
ঝুম্পা লাহিড়ী
প্রশ্নঃ 'দি গড অব স্মল থিংস' উপন্যাসের রচয়িতা কে?
বর্ণনাঃ
'দি গড অব স্মল থিংস' উপন্যাসের রচয়িতা অরুন্ধতী রায়।
অরুন্ধতী রায় (জন্ম ২৪ নভেম্বর ১৯৬১) একজন ভারতীয় ঔপন্যাসিক এবং রাজনৈতিক সক্রিয়তাবাদী।
তিনি তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত।
১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন।
বাধ্য হওয়া
দ্রুত হাটা
স্বপ্ন দেখা
শেষ প্রস্থান
in
into
to
at
to call back
to go back
to move
to call in
If I knew this before!
Do you not repent for this?
I know why he is silent
He came home last night
প্রশ্নঃ Which one of the following is a complex sentence?
বর্ণনাঃ
The word used to link an independent clause to a dependent clause is called a subordinating conjunction.
The most common subordinating conjunctions are although, because, before, even though, if, since, until, and when.
I know why he is silient.
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ