মুহম্মদ শহীদুল্লাহ
দীনেশচন্দ্র সেন
সুনীতিকুমার চট্রোপাধ্যায়
সুকুমার সেন
প্রশ্নঃ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?
বর্ণনাঃ
ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ । এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে- বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরন ইত্যাদি । তার রচিত শিশুতোষ গ্রন্থ- শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা ।
কোলন
সেমিকোলন
হাইফেন
ড্যাস
প্রশ্নঃ বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
বর্ণনাঃ
'হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই । তাই এই চিহ্নে থামার প্রয়োজন নেই । এছাড়া ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট বা বন্ধনী চিহ্নেও থামার প্রয়োজন নেই । কিন্তু কোলন, সেমিকোলন ও ড্যাস চিহ্নে থামার প্রয়োজন হয় । কোলন ও ড্যাস চিহ্নে থামতে হয় এক সেকেন্ড সময় । সেমিকোলন চিহ্নে থামতে হয় এক বলার দ্বিগুণ সময় ।
কাজী নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
প্রমথ চৌধুরী
বারিধি
নলিনী
অপ
পয়ঃ
প্রশ্নঃ 'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
বর্ণনাঃ
পানি শব্দের প্রতিশব্দ অপ ও পয়ঃ দুটিই সঠিক । পানি শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ হলো- সলিল, বারি, নীর, অম্বু, উদক, অম্ভ ।
বারিধি শব্দের সমার্থক- সাগর, জলধি, অর্ণব, পারাবার, পাথার, সিন্ধু, রত্নাকর ।
নলিনী শব্দের সমার্থক- পদ্ম, কমল, পঙ্কজ, উৎপল, অরবিন্দু, সরোবর, নলিন, কুমুদ ।
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
মূমূর্ষূ
যথেচ্ছাচারী
বক ধার্মিক
তোষামোদকারী
কদরহীন লোক
দর্শন + ইয়
দৃশ্ + অনীয়
দৃশ্য + নীয়
দর্শন + ঈয়
পুংলিঙ্গ
স্ত্রী লিঙ্গ
ক্লীব লিঙ্গ
উভয় লিঙ্গ
কৃত্তি
নির্মোক
অজিন
করভ
প্রযোজক কর্তা
মুখ্য কর্তা
ব্যতিহার কর্তা
ণিজন্ত কর্তা
ষ্ + ন
ষ্ + ণ
ষ্ + ঞ
ষ্ + ঙ
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।
ভিক্ষুককে ভিক্ষা দাও।
কোনোটিই নয়।
সম্প্রসারণ
বিবর্ধন
আকুঞ্চন
আকর্ণন
চাবি
চাকর
চাহিদা
চশমা
প্রশ্নঃ কোনটি ফারসি শব্দ ?
বর্ণনাঃ
চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ- নামাজ, রােজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম- দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বাের্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।
বড় দাদা> বড়দা >
কিছু > কিচ্ছু
পিশাচ > পিচাশ
মুক্তা > মুকুতা
প্রশ্নঃ কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
বর্ণনাঃ
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন- পিশাচ > পিচাশ, লাফ > ফাল, রিক্সা > রিসকা। বড় দাদা > বড়দা ব্যঞ্জনচ্যুতি, কিছু > কিছু বর্ণদ্বিত্ব ও মুক্তা > মুকুতা মধ্য স্বরাগম পরিবর্তন ঘটছে।
কৃত যে বিদ্য
কৃত যে বিদ্যা
কৃত বিদ্যা যার
কৃত হয়েছে যার বিদ্যা
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
প্রশ্নঃ কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
বর্ণনাঃ
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি ।
ব্যাঙের আধুলি
লেফাফা দুরুত্ব
রাশভারি
ভিজে বিড়াল
বাঁশি
তৈল
পঙ্কজ
চিকামারা
পাবক
পবন
বহ্নি
অনল
কারো ফাগুন মাস , কারো সর্বনাশ
সে প্রাণিবিদ্যায় দুর্বল
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
বিধি লঙ্ঘিত হয়েছে
কে, রে
প্রথমা, শূন্য
র, এর
এ, তে
শুভেচ্ছা
সংবাদ
প্রত্যেক
অতীত
প্রশ্নঃ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
বর্ণনাঃ
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন- সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার, সম্ + প = সংলাপ। শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, প্রতি + এক = প্রত্যেক ও অতি + ইত = অতীত হলাে স্বরসন্ধি।
নাটক
উপন্যাস
রোমান্টিক প্রণয় কাব্য
রম্যরচনা
প্রশ্নঃ 'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা?
বর্ণনাঃ
মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান। এ শ্রেণির কাব্যে বিষয়বস্তু হিসেবে মানবীয় প্রণয়কাহিনি স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক প্রণয়ােপাখ্যান 'ইউসুফ জোলেখা' রচনা করেন শাহ মুহম্মদ সগীর।
কাজেম আল কোরেশী
আবু নাসের কায়কোবাদ
কায়কোবাদ ইসলাম
আবুল হোসেন কায়কোবাদ
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ