এডিস
এনোফিলিস
কিউলেক্স
ম্যানসোনাইড
প্রশ্নঃ ম্যালেরিয়া জীবানু বহনকারী মশার নাম-
বর্ণনাঃ
বাংলাদেশে Anopheles-এর চার প্রজাতি ম্যালেরিয়ার রোগজীবাণু বহন করে। প্রজাতিগুলি Anopheles dirus, An. philippinensis, An. minimus ও An. sundaicus। আরও যে চার প্রজাতির মশাকে ম্যালেরিয়া পরজীবীবাহক বলে মনে করা হয় সেগুলি Anopheles aconitus, An. vagus, An. annularis ও An. maculatus var willmorei। বাংলাদেশে সাধারণত বছরে দুবার ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে: একবার প্রাক-বর্ষায় (মে-জুন), পরের বার বর্ষা-পরবর্তী (অক্টোবর-নভেম্বর) সময়ে। ম্যালেরিয়া ছাড়া অন্য রোগের মধ্যে গোদ সংক্রমণ ঘটায় Culex quinquefasciatus (bancroftian type) ও Mansonia প্রজাতি (brugian type)। দীর্ঘকাল অবগুপ্ত ও সম্প্রতি শনাক্ত ভাইরাসজনিত রোগ ডেঙ্গুর সংক্রমণ ঘটায় Aedes aegypti ও Ae. albopictus এবং আরও স্বল্পজ্ঞাত ভাইরাসজনিত জাপানী এনসেফালিটিস ছড়ায় Culex tritaeniorhynchus মশা।
ম্যালেরিয়াবাহী হিসেবে সুপরিচিত চারটি মশাই গ্রামাঞ্চলে ও শহরতলীতে বংশবৃদ্ধি করে। শহরাঞ্চলে ম্যালেরিয়া ছড়ায় গ্রামাঞ্চল থেকে শহরে আসা কিছু নবাগত সন্দেহজনক মশা, বিশেষত Anopheles vagus, যে সারা দেশে বংশবৃদ্ধি করে।
Safe period
OCP( Oral Contraceptive Pill)
Condom
কপার-টি
প্রশ্নঃ জন্ম নিয়ন্ত্রনের হরমোন-
বর্ণনাঃ
জন্ম নিয়ন্ত্রণ বড়ি হল গর্ভনিরোধের জন্য প্রযোজ্য বড়ি (মৌখিক গর্ভনিরোধক বড়ি বা OCPs নামেও পরিচিত),যেগুলিতে মহিলাজাত হরমোন যেমন-ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অথবা দুটোই নির্দিষ্ট মাত্রায় সমন্নিত থাকে। এই বড়িগুলি প্রতি ঋতুচক্রের সময় হরমোনের নিয়ন্ত্রণ মাত্রাকে নিপুণভাবে ব্যবহার করে ওভুলেশন প্রতিরোধে এবং সেই কারণে গর্ভাবস্থাও প্রতিহত হয়।
pericardimu
Peritoneum
Pleura
Periosteum
প্রশ্নঃ ফুসফুসের আবরণকে বলা হয়-
বর্ণনাঃ
প্লুরা হল ফুসফুসের আবরণ। যা থলের ন্যায়। এবং ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পুর্ণ ফুসফুস কে আবরণ করে।
মানবদেহে প্লুরা গহ্বর বলতে দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্থানকে বুঝানো হয়।প্লুরা দ্বি-স্তর বিশিষ্ট সেরাস পর্দা যা ফুসফুস কে আবৃত করে রাখে।প্লুরা গহ্বরে স্বল্প পরিমাণে ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়। বা প্যারাইটাল প্লুরা পাঁজরের সাথে সম্পর্কযুক্ত এবং অন্তঃস্থ বা ভিসেরাল প্লুরা ফুসফুসকে আচ্ছাদিত করে রাখে।ভিসেরাল প্লুরা সরাসরি ফুসফুসের সাথে লেগে থাকে তাই একে পালমোনারি প্লুরাও বলা হয়। প্যারাইটাল প্লুরাকে তার অবস্থান অনুযায়ী চারটি নামে নাম করণ করা হয়। ১/coastal ২/diaphragmatic ৩/cervical ৪/mediastinal প্যারাইটাল প্লুরার আর্টারিয়াল সাপ্লাই আসে ১/ইন্টারনাল থোরাসিক আর্টারি ২/ইন্টার কোষ্টাল আর্টারি ৩/মাসকুলো ফ্রেনিক আর্টারি থেকে। ভেনাস ড্রেইনেজ হয় ১/এজাইগাস ভেইন ২/ইন্টারনাল থোরাসিক ভেইনে। প্যারাইটাল প্লুরায় তীব্র ব্যথা অনুভূত হলেও সংবেদী স্নায়ুর অভাবে ভিসেরাল প্লুরায় ব্যাথা অনুভূত হয় না।
Dysentry
Influenza
Dengue
Malaria
প্রশ্নঃ Common Bacterial Disease-
বর্ণনাঃ
Most people who experience dysentery develop either bacterial dysentery or amebic dysentery. Bacterialdysentery is caused by infection with bacteria from Shigella, Campylobacter, Salmonella, or enterohemorrhagic E. coli. Diarrhea from Shigella is also known as shigellosis.
টিকাদান
স্বাস্থ্য শিক্ষা
চিকিৎসা
রোগ প্রতিরোধ ব্যবস্থা
প্রশ্নঃ স্বাস্থ্য উন্নয়নমুলক কর্মকান্ড সমুহ-
বর্ণনাঃ
দেশে নতুন আরেকটি স্বাস্থ্য অধিদপ্তর হয়েছে। প্রাথমিকভাবে এই অধিদপ্তরের নাম দেওয়া হয়েছে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’। বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য এই আলাদা অধিদপ্তর করছে সরকার। আর চিকিৎসাসেবা বিভাগ থাকছে বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। গত ২৪ নভেম্বর ২০১৯ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করবে। এখন থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ম্যাটস ও হেলথ টেকনোলজিসহ স্বাস্থ্য সংক্রান্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকবে।
সোমাইটিক সেল এ
নিওরোন এ
লেট স্টেজ অব sex cell এ
cardiac muscle
প্রশ্নঃ মাহটোটিক ডিভিশন হয়-
বর্ণনাঃ
যে বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস বলে ।। মাইটোসিস কোষ বিভাজনকে সমিকরনিক বিভাজন বলা হয় । কারণ এতে অপত্য কোষ হুবুহু মাতৃ কোষের মত হয়ে থাকে । প্রাণীর দেহকোষে (সোমাটিক সেল) মাইটোসিস কোষ বিভাজন হয়। এছাড়াও উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল ও পুষ্পমুকুলে এ বিভাজন দেখা যায়।
১০৬
২০৬
৩০৬
৪০৬
Cephalic vein
Carotid vein
Median cubital vein
Axillary vein
প্রশ্নঃ রক্ত সংগ্রহের জন্য পছন্দসই শিরা-
বর্ণনাঃ
রক্ত সংগ্রহ করা হয় সাধারণত যে শিরা থেকে – মিডিয়ান কিউবিটাল। • হাইপোথ্যালামাসের কাজ – দেহতাপ নিয়ন্ত্রণ করা। • রক্তে হিমোগ্লোবিন থাকে – লোহিত রক্ত কণিকায়। • মানবদেহে পানির পরিমাণ – ৭০% • গর্ভকালীন সময়ের বিস্তৃতি হলো – ২৭০-
Ulnar artery
Radial artery
Iliac artery
External carotid artery
প্রশ্নঃ সাধারণত রোগীর pulse palpate পরীক্ষা করার জন্য ধমনী-
বর্ণনাঃ
পালস দেখে হৃৎপিণ্ড এর গতি নির্ণয় করা যায়। আমরা সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করি। পালস অনুভবের সময় হাতের তিন আঙ্গুল ব্যবহার করা হয়। তর্জনীর মাধ্যমে প্রেশার এডজাষ্ট করা হয়। মধ্যম আঙ্গুল দিয়ে পালস এর ঢেউ অর্থাৎ ধমনী গাত্র প্রসারণ অনুভব করা হয় । অঙ্গুরীয় আঙ্গুল দিয়ে কোলেটারেল (আলনার ধমনী থেকে আগত রক্ত) রক্ত সঞ্চালন বন্ধ করা হয়।
মাতৃমৃত্যুর হার
নবজাতক মৃত্যুর হার
ইন্সিডেন্স হার
গড় আয়ু
প্রশ্নঃ স্বাস্থ্যের রুগ্নতার ( morbidity) সূচক কোনটি??
বর্ণনাঃ
ইন্সিডেন্স হার: একটি নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যার কি পরিমান লোক একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত হয়েছে তার হারকে ইন্সিডেন্স হার বলে ।
অর্থাৎ, ইন্সিডেন্স হার =মোট রোগাক্রান্ত জনসংখ্যা/ মোট জনসংখ্যা
রুগ্নতা বা অসুস্থ্যতা
মৃত্যু
হাসপাতালের পরিসংখ্যান
স্বাস্থ্য পরিসংখ্যাণ
প্রশ্নঃ Vital Statistics এর পর্যায় হলো-
বর্ণনাঃ
স্বাস্থ্যের উন্নয়ন
প্রাথমিক পর্যায়ে রোগের কারণসমুহ হতে
পর্যাপ্ত চিকিতসা
পুনর্বাসন
প্রশ্নঃ প্রাথমিক প্রতিরোধ বলতে কি বুঝায়?
বর্ণনাঃ
স্বাস্থ্য উন্নয়ন বলতে সেই সমস্ত কার্যক্রমকে বোঝায় যা মানুষকে আরও ভালো রাখে এবং তার সুস্থতা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় । এই সব কার্যক্রম প্রতিটি ব্যক্তির ইতিবাচক স্বাস্থ্য সম্ভাবনাকে বাস্তবায়িত করে, এমনকী যাঁরা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন বা রোগ কঠিন পর্যায়ে রয়েছে তাঁদের ক্ষেত্রেও।
ইন্সিডেন্স এর হার
প্রিভিলেন্সের হার
ক্রুড ডেথ রেট
অক্ষমতা সীমিতিকরণ এর হার
যক্ষ্মা
নিউমোনিয়া
উচ্চ রক্তচাপ
আমাশয়
প্রশ্নঃ অসংক্রামক ব্যাধি-
বর্ণনাঃ
যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না, অর্থাৎ ছোঁয়াচে না তাদের অসংক্রামক ব্যাধি বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি একটি চিকিৎসা সংক্রান্ত শারীরিক অবস্থা বা রোগ যেটা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়ায় না। দুনিয়াজুড়ে অসংক্রামক ব্যাধি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ইত্যাদি অসংক্রামক ব্যাধি এখন মারণ ঘাতক।
Rh. fever
Myxodema
Myo. Infarction
Acute nephritis
প্রশ্নঃ কোনটিতে Acute heart failure হতে পারে না-
বর্ণনাঃ
Myxedema is a term used synonymously with severe hypothyroidism. However, the term is also used to describe a dermatological change that can occur in hyperthyroidism and (rare) paradoxical cases of hypothyroidism. In this latter sense, myxedema refers to deposition of mucopolysaccharides in the dermis, which results in swelling of the affected area. One manifestation of myxedema occurring in the lower limb is pretibial myxedema, a hallmark of Graves disease, an autoimmune form of hyperthyroidism. Myxedema can also occur in Hashimoto thyroiditis and other long-standing forms of hypothyroidism
যৌণ মিলন
Droplet infection
অনিরাপদ পানি পান
খাদ্যের মাধ্যমে
প্রশ্নঃ HIV ছড়ায়-
বর্ণনাঃ
একজন মানুষের থেকে অন্য মানুষের শরীরে এইচআইভি ছড়ায়-
- দুজন মানুষের শারীরিক মিলনের মাধ্যমে ।
- ইনজেকশনের মাধ্যমে হতে পারে, ইনজেকশন যদি শেয়ার করে বা রক্ত দেওয়ার মাধ্যমে হতে পারে।
-মায়ের থেকে সন্তানের হতে পারে। মা যদি এইচআইভি পজিটিভ হয়, তখন এটি হতে পারে, তাও এর সম্ভাবনা খুব কম। ১০০ ভাগের এক ভাগও নয়, দশমিক পাঁচ শতাংশ সম্ভাবনা থাকে। এই দশমিক পাঁচ শতাংশের মধ্যে পড়ে গেলে সন্তানও এইচআইভি পজিটিভ হতে পারে।
Pelvic infection
মাসিক বন্ধ থাকা
ডিসমেনোরিয়া
যোনিপথে স্রাব
প্রশ্নঃ গর্ভাবস্থার লক্ষণ-
বর্ণনাঃ
গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে কোনো নারীর মধ্যে কিছু লক্ষণ দেখা দেয়, যা লক্ষ্য করলে ধারণা করা যায় সে গর্ভবতী। যেমন:
- প্রিয় খাবারের স্বাদ বাজে লাগতে পারে
-খাবার নয় এমন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা
-বমিবমি ভাব
-অত্যধিক ক্লান্তি
- ঘনঘন মূত্রত্যাগ করা
-পেটফাঁপা
-স্তনে ফোলা
-মেজাজ পরিবর্তন
-ক্র্যাম্পিং
অপুষ্টি
পিউরিয়াল sepsis
চোখে ঝাপসা দেখা
Stroke
সাক্ষাতকার
টেবিল(Table)
Bar Diagram
Map Diagram
প্রশ্নঃ Data সংগ্রহেরর পদ্বতিসমুহে?
বর্ণনাঃ
‘সাক্ষাৎকার Data / তথ্য সংগ্রহের পদ্বতিসমুহের একটি বিশেষ দিক। এটি এক ধরনের বিশেষ আলাপ, কোনো বিষয়ে কারো মতামত জেনে নেয়া। খুব সাধারণভাবে, সাক্ষাৎকার হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে আলাপ বা যোগাযোগ। সাক্ষাৎকারের ক্ষেত্রে দুটি পক্ষ থাকে। এক পক্ষ সাক্ষাৎকার নেন অন্য পক্ষ সাক্ষাৎকার দেন।
Bar Diagram
HIstogram
Histogram
Frequency
প্রশ্নঃ Data প্রদর্শনের উপায়সমুহ
বর্ণনাঃ
কটি বার চার্ট বা বার গ্রাফ আয়তক্ষেত্রাকার বারগুলির সাথে একটি চার্ট হয় যা তারা প্রতিনিধিত্ব করে এমন মানগুলির সমানুপাতিক। বার উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে পরিকল্পিত করা যেতে পারে। একটি উল্লম্ব বার চার্ট কখনও কখনও কলাম বার চার্ট বলা হয়।
৩ মাস পর্যন্ত
৬ মাস পর্যন্ত
৯ মাস পর্যন্ত
১ মাস পর্যন্ত
গলগন্ড
হেপাটাইটিস A
কালাজ্বর
টাইফয়েড
Dumping
sanitary land filling
Composting
Incinerstion
প্রশ্নঃ Hospital Waste ধ্বংশের পদ্বতি-
বর্ণনাঃ
Incineration মানে হলো পুড়ন/ ভস্মীকর। বর্জ্য পদার্থগুলোকে Combustion কিংবা দহন করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় এবং এক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।এর কিছু ভাল দিক হলো-
১. বর্জ্যের পরিমাণ ৯০ শতাংশ কমিয়ে দেয়
২.জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে দেয়
৩.তাপ এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়
বয়স
পেশা
জাতীয়তা
লিঙ্গ(sex)
বেরিবেরি
স্কার্ভি
রিকেটস
পেলেগ্রা
প্রশ্নঃ vitamin C এর অভাবে -
বর্ণনাঃ
সাধারণত টকজাতীয় খাদ্যে থাকে ভিটামিন সি। আর শরীরে এই ভিটামিন সি-এর অভাব দেখা দিলে স্কার্ভি রোগ দেখা দেয়। স্কার্ভি ছাড়াও পর্যাপ্ত পরিমাণে টক খাবার না খেলে শরীরে সংক্রমণের প্রবণতা বৃদ্ধি পায়, হাড়গুলোর ভঙ্গুরতা বেড়ে যায়, যা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে এবং দেহের ক্ষতস্থানের আরোগ্য লাভে বিলম্ব হয়
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ