প্যারীচাঁদ মিত্র
রাজা রামমোহন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নঃ বাংলা সাহিত্যের গদ্যের জনক কে?
বর্ণনাঃ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
তত
বহু
দুই
এক
নবান্ন
রাজা
ইডিপাস
কৃষ্ণকুমারী
প্রাচীন যুগের
মধ্য যুগের
আধুনিক যুগের
উত্তর আধুনিক যুগের
প্রশ্নঃ ”পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
বর্ণনাঃ
মধ্যযুগের অন্যতম কবি আলাওল।
সতের শতকের কবি আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি।
তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - পদ্মাবতী, হপ্ত পয়কার, সিকান্দার নামা, তোহফা।
মধ্যযুগের কয়েকজন কবি হল - শাহ মুহম্মদ সগীর, দৌলত কাজী, সারিবিদ খান।
ঘনঘন
টনটন
বইটই
ধনজন
দ্বিজেন্দ্রলাল রায়
অতুল প্রসাদ সেন
সৈয়দ শামসুল হক
নির্মলেন্দু গুণ
প্রশ্নঃ ”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি কোন কবির রচনা?
বর্ণনাঃ
”যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান”-- পঙ্ক্তিটি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার।
সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।
আগাছা
আবার
আরাম
আনাজ
আবুল ফজল
আব্দুল হাই
কাজেম আল কোরেশী
শেখ আজিজুর রহমান
সিন্ধু হিন্দোল
অগ্নিবীণা
ভাঙার গান
বিষের বাঁশি
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রচিত “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
বর্ণনাঃ
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো অগ্নিবাণা।
এ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হলো 'বিদ্রোহী' ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়।
অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
মহাশ্মশান
নীল দর্পণ
দুর্গেশ নন্দিনী
সারদামঙ্গল
হাঙর নদী গ্রেনেড
শবনম
আরেক ফাল্গুন
চিলেকোঠার সেপাই
ঈশ্বর গুপ্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রমথ চৌধুরী
ষ্+ণ
ষ্+ঞ
য্+ঞ
ষ্+জ
চ ছ জ ঝ
প ফ ব ভ
ত থ দ ধ
য র ল শ
সহযোগীতা
প্রতিযোগিতা
বৈশিষ্ট্যতা
শ্রদ্ধাঞ্জলী
আব্দুল জব্বার
আবদুল হাদী
মাহমুদুননবী
খুরশীদ আলম
প্রশ্নঃ সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
বর্ণনাঃ
সালাম সালাম হাজার সালাম - গানটির শিল্পী ও সুরকার হলেন সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার।
জনপ্রিয় এ গানটির গীতিকার ফজলে খোদা
শিল্পী আব্দুল জব্বারের গাওয়া আরো কয়েকটি গান হলো - জয় বাংলার জয়, ওরে নীল দরিয়া, তুমি কি দেখেছো কভু ইত্যাদি।
নরেন্দ্র মোদি
এ পি জে আব্দুল কালাম
মমতা ব্যানার্জী
রামনাথ কোবিন্দ
প্রশ্নঃ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
বর্ণনাঃ
২৪ জুলাই ২০১৭ ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি প্রবণ মুখার্জি মেয়াদ শেষ হলে, পরের দিন ২৫ জুলাই ২০১৭ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তিনি হলেন ভারতীয় দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণের পর ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি।
ইন্ডিয়ান আদি অধিবাসীগণ
ইন্দোনেশিয়ার আদি অধিবাসীগণ
আমেরিকায় আগত ভারতবাসীগণ
আমেরিকার আদি অধিবাসীগণ
১৯০২
১৯২০
১৯৩১
১৯৪৭
কোচিন
শান
নর্থ রাখাই স্টেট
রেঙ্গুন
সুইডেন
ফিনল্যান্ড
ইংল্যান্ড
নরওয়ে
বাংলা
হিন্দি
অস্ট্রিক
সংস্কৃত
প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বর্ণনাঃ
অস্ট্রিক প্রাচীন বাংলার একটি নৃ-গোষ্ঠী।
প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত।
এরা বাংলাদেশের কোল, ভীল, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ রূপে চিহ্নিত।
ফলে বাংলার আদি অধিবাসীদের অস্ট্রিক ভাষাভাষী ছিলেন।
৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে
২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোরে
৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচীতে
ইলতুৎমিশ
শেরশাহ
লর্ড কর্নওয়ালিশ
মুহম্মদ বিন তুঘলক
জীবন থেকে নেয়া
লেট দেয়ার বি লাইট
ওরা ১১ জন
অরুণোদয়ের অগ্নিসাক্ষী
প্রশ্নঃ স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি?
বর্ণনাঃ
১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, ওরা ১১ জন, চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম।
তার এমন আরো কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলে- সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ ইত্যাদি।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ