পদ্মাবতী
মহাশ্মশান
শেষের কবিতা
রক্তাক্ত প্রান্তর
শুভদা
দত্তা
শ্রীকান্ত
পথের দাবী
প্রশ্নঃ নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
বর্ণনাঃ
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আত্মজীবনী মূলক উপন্যাস। এর ৪ খন্ড। ১ম খন্ড (১৯১৭), ২য় খন্ড (১৯১৮), ৩য় খন্ড (১৯২৭) প্রকাশিত হয় মাসিক "ভারত বর্ষ" পত্রিকায়, ৪র্থ খন্ড (১৯৩৩) প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়।
বরফ গলা নদী
ক্রীত দাসের হাসি
খোয়াবনামা
সারেং বৌ
প্রশ্নঃ কোনটি জহির রায়হানের রচনা?
বর্ণনাঃ
বরফ গলা নদী উপন্যাস এর রচয়িতা জহির রায়হান। তার রচিত উপন্যাস -শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আর কত দিন, কয়েক্টি মৃত্যু, তৃষ্ণা। ক্রীতদাসের হাসি শওকত ওসমান রচিত উপন্যাস, খোয়াব নামা আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস, সারেং বৌ শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস।
আরেক ফাল্গুন
জীবন ঘষে আগুন
নন্দিত নরকে
পিঙ্গল আকাশ
বেলা শেষের গান
ধূসর পান্ডূলিপি
ঝড়াপালক
মহাপৃথিবী
তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
তখন গভীর ছায়া নামিয়া সাবে সর্বত্র
তখন গভীর ছায়া সর্বত্র ঢেকে গিয়াছে
তত+অধিক
ততঃ+অধিক
তত+ধিক
ততঃ+ধিক
চল+চিত্র
চলৎ+চিত্র
চলত+চিত্র
চল+চীত্র
তৎসম
তদ্ভব
বিদেশী
দেশী
পরিণাম
বৈপরীত্য
তুলনা
নিশ্চিত
প্রশ্নঃ ”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
বর্ণনাঃ
”যত গর্জে তত বর্ষে না” বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার তুলনা অর্থে।
বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি- বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনভাবে পরিবর্তন হয় না, সে সকল পদকে অব্যয় বলে।
জটিল বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
ব্যাস বাক্য
কর্মধারয়
বহুব্রীহি
দ্বন্দ্ব
দ্বিগু
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
উপমান
উপমিত
রূপক
অব্যয়ীভাব
নয়ন
লোচন
সলিল
অক্ষি
খরগোশ
সমুদ্র
চন্দ্র
কপাল
বিষন্ন
বিষাদ
প্রচ্ছন্ন
এর কোনোটিই নয়
আকাঙ্ক্ষা
আকাক্ষা
আকাংখা
আকাঙ্খা
উপরেউক্ত
উপরোক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
দুরাবস্তা
দুরাবস্থা
দুরবস্থা
দুরবস্তা
নীরিক্ষণ
নিরীক্ষণ
নীরিক্ষন
নিরীক্ষন
শ্রাদ্ধাঞ্জলি
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধাঞ্জলি
শ্রাদ্ধাঞ্জলী
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
বর্ণনাঃ
শ্রদ্ধাঞ্জলি বা গীতাঞ্জলির অঞ্জলি শব্দের মূল অর্থ হলো করপুট বা যুক্তকর।(অনেক সময়ে বিপদে পড়ে নদীর বা বালতির পানি দুহাত জড়ো করে তুলে খেতে হয়। এই সময়ে দুহাতের পাঞ্জা একটু বেঁকে আধারের মতো হয়ে পড়ে, আর এই অবস্থাই হলো অঞ্জলি। অঞ্জলির চলিত বাংলা হলো আঁজলা, যেমন আঁজলাভরা জল।)
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
সমাজ বিরোধী দল এখন বেশ বড়
সমাজ বিরোধীরা এখনো বেশ দূরে
সমাজ বিরোধীরা বেশ দুষ্ট
সাপ্তাহিক
পাক্ষিক
ত্রৈমাসিক
ষান্মাসিক
ভাব বাচ্যের
কর্তৃবাচ্যের
কর্ম-কর্তৃ বাচ্যের
কর্ম বাচ্যের
প্রশ্নঃ ’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?
বর্ণনাঃ
’কোথায় থাকা হয়?” এটি ভাব বাচ্যের উদাহরণ।
যখন বাক্যে ব্যবহৃত পদের ভিতর ক্রিয়াপদই প্রধান হয়ে প্রতিভাত হয়, তখন ব্যবহৃত পদটি ভাববাচ্য হিসাবে বিবেচিত হয়।
প্রত্যয়জাত কোনো বিশেষ্য পদে ক্রিয়ার ভাব বিদ্যমান থাকে, তখন তা ভাববাচ্য বিবেচিত হয়। যেমন– গ্রহণ=√গ্রহ্ (গ্রহণ করা) +অন্ (ল্যুট), ভাববাচক।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ