উইলিয়াম অটরেড
ব্লেইসি প্যাসকেল
হাওয়ার্ড এইকিন
আবাকাস
প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেন?
বর্ণনাঃ
উইলিয়াম অটরেড আবিষ্কার করেন স্লাইড রুল ; প্যাসকেল আবিষ্কার করেন তরল পদার্থের উপর চাপ প্রয়োগ সংক্রান্ত সূত্র। হাওয়ার্ড এইকিন প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র আবিষ্কার করেন এবং অ্যাবাকাস হচ্ছে খৃষ্টপূর্ব ৪৫০-৫০০ অব্দে চীন/ মিশরে ব্যবহৃত এক ধরনের গণনাযন্ত্র।
বৃষ্টিপাত বেশি হয়
সূর্য মেঘে ঢাকা থাকে
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে
বাতাস কম থাকে
বেগ বাড়ানোর জন্য
ক্লান্তির এড়ানোর জন্য
শরীরকে স্থির রাখার জন্য
পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
বাড়বে
কমবে
প্রথমে কমবে পরে বাড়বে
একই থাকবে
পেট্রোল
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
প্রশ্নঃ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
বর্ণনাঃ
কোটি বছর পূর্বে গাছ গাছড়া, জীবজন্তু প্রভৃতি প্রচন্ড ভুমিকম্প বা কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাদা ও বালির বেশ গভীরে ঢাকা পড়ে। ভুল অভ্যান্তরে প্রচন্ড চাপে ও তাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রোলিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস আকারে ভু অভ্যান্তর ভাগে অবস্থান করে। এদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় কারণ বায়োগ্যাস কৃত্রিম উপায়ে তৈরি করা হয়।
ব্যাকটেরিয়া ঘটিত রোগ
ভাইরাস ঘটিত রোগ
প্রোটোজোয়া ঘটিত রোগ
ফাংগাস ঘটিত রোগ
প্রশ্নঃ এইডস (AIDS) একটি ----
বর্ণনাঃ
এইডস শব্দটির পূর্ণরূপ হলো একোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। 1981 সালে প্রথম এইডস এর সন্ধান পাওয়া যায়। এর দুই বছর পর রোগটির জন্য দায়ী ভাইরাস সনাক্ত করা হয়। প্রথমে ভিন্ন নাম দেওয়া হলেও বর্তমানে তা HIV নামে পরিচিতি লাভ করেছে।
চায়ে
কফিতে
গাঁজায়
তামাকে
খাদ্য পরিবহন করা
খাদ্য সংশ্লেষণ করা
অক্সিজেন ও কার্বন-ডাইঅক্সাইড বহন করা
হরমোন বহন করা
প্রশ্নঃ হিমোগ্লোবিনের কাজ কি?
বর্ণনাঃ
লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমস্থ এক ধরনের লৌহঘটিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে Ph নিয়ন্ত্রণ করে। প্রতি ১০০ মি মি রক্তে এর পরিমাণ ১৫ গ্রাম হিমোগ্লোবিন এর জন্য রক্ত লাল দেখায়।
মৃতজীবী
আংশিক পরজীবী
বহিঃজীবী
অন্তঃপরজীবী
ফুসফুসের সাহায্যে
ত্বকের সাহায্যে
ক ও খ উভয়টিই ঠিক
ফুলকার সাহায্যে
প্রশ্নঃ পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-
বর্ণনাঃ
সাধারণত ব্যাংকের বহিঃশ্বসন চার ধরনের- ১. ত্বকীয় ২. মুখ- গলবীয় ৩. ফুসফুসীয় ও ৪. ফুলকা শ্বসন। পূর্ণাঙ্গ ব্যাঙ সাধারণত ত্বক, মুখ গলবীয় ও ফুসফুসের সাহায্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে । ব্যাঙ্গাচি সাধারণত ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কারণ তাদের তখন ফুসফুস থাকে না।
রাজ কাঁকড়া
গন্ডার
পিপীলিকাভুক্ত ম্যানিস
স্নো লোরিস
প্রশ্নঃ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
বর্ণনাঃ
জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, সুদূর অতীতে জন্ম হলেও তাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণী বহু পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বিবর্তনের ইতিহাসের এদের অঙ্গ-প্রত্যঙ্গের কোন পরিবর্তন হয়নি। যেমন প্লাটিপাস, মাছের মধ্যে সিলাকান্থ, সরীসৃপের মধ্যে স্কেনোডন, উদ্ভিদ শ্রেণীর মধ্যে ডিঙ্গো, বাইলোবা ইত্যাদি। বাড়িতে দিয়ে বাংলাদেশের জীবন্ত ফসিল এর উদাহরণ হচ্ছে রাজকাকড়া।
ছত্রাক দ্বারা
ভাইরাস দ্বারা
ব্যাকটেরিয়া দ্বারা
ব্যাকটেরিওফাজ দ্বারা
অবাত শ্বসন
সবাত শ্বসন
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
মাইটোকন্ড্রিয়া আছে
নিউক্লিয়াস আছে
এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম আছে
ক্লোরোফিল আছে
প্রশ্নঃ সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে--
বর্ণনাঃ
সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদের সূর্য থেকে শক্তি সংগ্রহ করে এবং ঐ শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ হয় বলেই মানুষ বেঁচে আছে।
ফার্ন
ফণিমনসা
আদা
পাথরকুচি
প্রশ্নঃ কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
বর্ণনাঃ
ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে।
আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড।
পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে।
ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
ভারত
চীন
ইন্দোনেশিয়া
রাশিয়া
রাজস্থান
মহারাষ্ট্র
হরিয়ানা
মধ্যপ্রদেশ
দক্ষিণ রোডেশিয়া
উত্তর রোডেশিয়া
আপার ভোল্টা
নিয়াসীল্যান্ড
প্রশ্নঃ জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
বর্ণনাঃ
জিম্বাবুয়েতে ২০০০ বছর ধরে মানুষের বাস। বর্তমান জিম্বাবুয়ে এলাকাটি অতীতে একাধিক বৃহত্তর আফ্রিকান রাজত্বের কেন্দ্র ছিল, যাদের মধ্যে আছে মহান জিম্বাবুয়ে, মুতাপা ও রোজওয়ি সাম্রাজ্য।
১৮০০-এর দশক থেকে ১৯৬৫ পর্যন্ত জিম্বাবুয়ে ব্রিটিশ উপনিবেশ দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল। ১৯৬৫ সালে এখানকার শ্বেতাঙ্গ অধিবাসীরা রোডেশিয়াকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও যুক্তরাজ্য এটিকে স্বীকৃতি দেয়নি। ১৯৮০ সালে দেশের সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ জনগণ জিম্বাবুয়ে নামে দেশটিকে স্বাধীন করে।
নেপাল
ভুটান
মালদ্বীপ
থাইল্যান্ড
জাপান
কোরিয়া
সৌদি আরব
কিউবা
প্রশ্নঃ কোনটি উপদ্বীপ?
বর্ণনাঃ
কোরীয় উপদ্বীপ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি উপদ্বীপ। এর দক্ষিণাভিমুখ ১,১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) প্রসারিত যা এশিয়া মহাদেশ হয়ে প্রশান্ত মহাসাগররে মধ্যে, এটি পূর্বে জাপান সাগর দ্বারা এবং পশ্চিমে হলুদ সাগর দ্বারা বেষ্টিত। এর প্রথম দুটি জলপৃষ্ঠ কোরীয় প্রণালী কর্তৃক সংযোগক্রিত।
নিউইয়র্ক
জেনেভা
জুরিখ
আমস্টারডাম
১৭৯৯
১৭৯৭
১৭৭৬
১৭৮৯
ভিয়েতনাম
মালয়েশিয়া
ফিলিপিন্স
সিঙ্গাপুর
প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
বর্ণনাঃ
ম্যাজেলন ১৫২১ সালে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করে এবং ১৫৪২ সালে স্পেন দ্বীপপুঞ্জটি দখল করে। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপসের নামে দ্বীপটির নামকরণ করা হয় ফিলিপাইন। ১৮৯৮ সালে এটি যুক্তরাষ্ট্রের দখলে চলে যায়। ১৯৪৬ সালের ৪ জুলাই স্বাধীনতা লাভ করে।
মালাক্কা
দার্দানেলিস
হরমুজ
বাব-এল মান্দেব
দ্য লেনিন লাইব্রেরি
দ্য লাইব্রেরি অব কংগ্রেস
বিবলিওথেক ন্যাশনাল
দ্য ব্রিটিশ লাইব্রেরি
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ