বল্লাল সেন বাংলায় সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী হিসাবে পরিচিত।
লক্ষণ সেন(১১৭৮-১২০৬ খ্রি.)
১২০৪ সালে মুসলিম সেনাপতি ইখিতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখল করেন। লক্ষ্মন সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান হয়। সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেনযুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে।