১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হন। ক্ষমতা গ্রহনের পাচ দিন পর তিনি সামরিক শাসন জারি করেন। উল্লেখ্য, সামরিক শাসন জারি হলে জনগনের সার্বভৌমত্ব উহ্য থাকে। বঙ্গবন্ধু হত্যা কান্ডের সময় বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ। ২৪ আগস্ট খন্দকার মোস্তাক জেনারেল কে এম শফিউল্লাহ কে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চীপ অব স্টাফ নিযুক্ত করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে ১৯৭৫ সালে ৩ নভেম্বর এক সেনা অভূত্থান সংগঠিত হয়। খন্দকার মোস্তাকের পতন ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান গৃহ বন্ধী হন। ৭ নভেম্বর পাল্টা অভূত্থান ঘটে এবং জেনারেল জিয়াউর রহমান মুক্ত হয়ে ক্ষমতা কেন্দ বিন্দুতে চলে আসে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৬ সালে ৩০ নভেম্বর জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন।