বর্তমান বিশ্ব ব্যবস্থায় মানুষের সামাজিক জীবনাচারের সর্বাপেক্ষা কাঙিক্ষত ও প্রত্যাশিত প্রত্যয় হচ্ছে সুশাসন। তাই সুশাসনের উপাদানসমূহকে সমাজে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সুশাসনের প্রধান প্রধান উপাদানসমূহ হচ্ছে - আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা , জনঅংশগ্রহণের সুযোগ, জবাবদিহিতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, দক্ষতা, সুযোগের সমতা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি। সুশাসন প্রতিষ্ঠার সর্বপ্রথম পদক্ষেপ হতে পারে সংবিধানে সুশাসন সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের সন্নিবেশ নিশ্চিত করা।