'সুবচন নির্বাসনে' আবল্লাহ আল মামুন রচিত দ্বিতীয় প্রকাশিত নাটক। তার উল্লেখযোগ্য অন্যান্য নাটকগুলো হচ্ছে- এখনো ক্রীতদাস, এখন দুঃসময়, শপথ, কোকিলারা ইত্যাদি।
'শবদাহ' গুরুচণ্ডালী দোষমুক্ত। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। এখানে 'শব' ও ' দাহ' শব্দ দুটি সাধু ভাষা। তাই শবদাহ শব্দটি গুরুচণ্ডালী দোষমুক্ত।