কারাগারের রোজনামচা
আমি বিজয় দেখেছি
অসমাপ্ত আত্মজীবনী
আমি শেখ মুজিব বলছি
প্রশ্নঃ বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কী?
বর্ণনাঃ
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারের রোজমানচা।
১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর ওই বছরের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু মোট আটবার গ্রেপ্তার হয়ে জামিন পান। ৮ মে আবার গ্রেপ্তার হন। 'কারাগারের রোজনামচা' মূলত তাঁর ওই সময়ের কারা জীবনের দিনলিপি।
৩০০০
২৯৭০
৩০৭০
৩১৭০
প্রশ্নঃ করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কাটার পর তিনি ২৭০০ টাকা পান। তাঁর মাসিক বেতন কত?
বর্ণনাঃ ধরি, মাসিক বেতন ১০০ টাকা করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১০ ভাগ কাটার পর তিনি (১০০-১০) =৯০ টাকা পান করিম সাহেব ৯০ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা করিম সাহেব ১ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৯০ টাকা করিম সাহেব ২৭০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০ x২৭০০)/৯০টাকা=৩০০০ টাকা
company
cattle
servants
friends
প্রশ্নঃ Fill in the blank with the right word : A man is known by the--- he keeps.
বর্ণনাঃ A man is known by the company he keeps. Prov. A person tends to associate with people who are like him or her. ... If you want to know what kind of person George is, look at his friends.
শূন্য মাধ্যম
বায়বীয় মাধ্যম
তরল মাধ্যম
কঠিন মাধ্যম
প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
বর্ণনাঃ কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ উৎস থেকে মস্তিস্কে বা কানে আসতে কিছুটা সময় নেয়। শব্দ কোনো মাধ্যমে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতিবেগ বলে। কঠিন পদার্থে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। এসআই পদ্ধতিতে শব্দের গতির একক মিটার প্রতি সেকেন্ড(মিটার/সেকেন্ড বা মি/সে)। শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের বেগ জড় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। এজন্য কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয়। ২০°C তাপমাত্রায় বায়ুতে, পানিতে ও লোহায় শব্দের বেগ যথাক্রমে ৩৪৪মি/সে, ১৪৫০মি/সে ও ৫১৩০মি/সে। বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি। মাধ্যমের প্রকৃতি ছাড়াও তাপমাত্রা, বায়ুর আর্দ্রতার উপরেও শব্দের বেগ নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় এবং একইভাবে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়।
শামসুর রাহমান
শহীদ কাদরী
নির্মলেন্দু গুণ
সুকান্ত ভট্রাচার্য
প্রশ্নঃ 'হুলিয়া' কবিতাটি কার রচনা?
বর্ণনাঃ নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জন্ম: জুন ২১, ১৯৪৫, আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ), যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, তিনি একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণকাহিনীও লিখেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণি-সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা, এ-বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হবার পর জনপ্রিয়তা অর্জন করে। এ-গ্রন্থের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে পাঠ্য। তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমী , ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।
কাজী নজরুল ইসলাম
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
আল মাহমুদ
প্রশ্নঃ 'রুপসী বাংলা' কার কাব্যগ্রন্থ?
বর্ণনাঃ রূপসী বাংলা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে দুঘর্টনায় অকালমৃত্যুর পর এর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়। কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
যশোর
ফরিদপুর
ময়মনসিংহ
বান্দরবান
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই?
বর্ণনাঃ ফরিদপুর জেলার ভৌগোলিক সীমানা: আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার, ফরিদপুর জেলা ৮৯.২৯° পূর্ব হতে ৯০.১১° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭° উত্তর হতে ২৩.৪০° উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা এবং পূর্বে ঢাকা জেলা, মাদারিপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তি নিকেতনে
দিল্লির লোদি গার্ডেনে
পশ্চিমবঙ্গের পেট্রোপোলে
ত্রিপুরা রাজ্যের আগরতলায়
প্রশ্নঃ ২৫ মে, ২০১৮ তারিখে ভারতের কোথায় 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করা হয়েছে?
বর্ণনাঃ বাংলাদেশ ভবন ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। বাংলাদেশ ও ভারত—দুই দেশের শিল্পকলা, ভাষা, সংস্কৃতি, ইতিহাসের মেলবন্ধন অটুট রাখা এবং শিক্ষা বিষয়ক অধ্যয়ন ও গবেষণা করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে ও অর্থায়নে এই ভবনটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধন: ২৫ মে ২০১৮ ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়। বাংলাদেশ ভবনের বর্ণনা: বাংলাদেশের অর্থায়নে নির্মিত ৪১০০ বর্গ মিটারের বাংলাদেশ ভবনে রয়েছে দুটি সেমিনার হল, একটি গ্রন্থাগার, একটি জাদুঘর, একটি শিক্ষা কেন্দ্র, একটি ক্যাফেটারিয়া এবং ৪৫৩ আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক মিলনায়তন।
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
রম্বস
বর্গক্ষেত্র
সামান্তরিক
আয়তক্ষেত্র
hear
be heard
heard
have heard
He came home yesterday .
Has he come home yesterday.
was he come home yesterday.
did he come home yesterday.
গল্প
উপন্যাস
নাটক
কাব্যগন্থ
প্রশ্নঃ শেষের কবিতা' কোন শ্রেণির সাহিত্যকর্ম?
বর্ণনাঃ শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
noun
degree
quantity
time
প্রশ্নঃ The tense of a verb is mainly related to ----
বর্ণনাঃ “Verb tense” refers to when the action occurred. The most common tenses are past, present, or future. “Verb aspect” refers to the flow of time. Aspect addresses whether or not the action takes place in a single block of time or if the action is continuous or repeated.
প্রতিপন্ন
বিষন্ন
বিপন্ন
নিকৃষ্ট
১২
১৩
১৪
১৫
প্রশ্নঃ ১ থেকে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
বর্ণনাঃ ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি (৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩, ৫, ৭ (৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১, ১৩, ১৭, ১৯ (২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩, ২৯ (২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১, ৩৭ (৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১, ৪৩, ৪৭ (২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩, ৫৯ (২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১, ৬৭ (৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১, ৭৩, ৭৯ (২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩, ৮৯ (১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭ মোট ২৫ টি।
an adjective
an adverb
a verb
a noun
প্রশ্নঃ যদি পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দুরত্ব h হয় এবং সময় t হয়, তাহেল--
বর্ণনাঃ ড়ন্ত বস্তুর সূত্রাবলি: পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটি সূত্র প্রদান করেন। সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তুর পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে, এর কোনো আদিবেগ থাকবে না। বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে অর্থাৎ এর ওপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। যেমন—বাতাসের বাধা কাজ করবে না। প্রথম সূত্র : স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র : স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ওই সময়ের (t) বর্গের সমানুপাতিক।
১০
২০
২৫
৩০
প্রশ্নঃ টাকার ১০ টি দরে আমলকি ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
বর্ণনাঃ টাকার ১০ টি দরে আমলকি ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ১০ এর গুণনীয়ক=১, ২, ৫, ১০ ৮ এর গুণনীয়ক=১, ২, ৪, ৮ ১০ ও ৮ এর ল.সা.গু= ৪০ ৪০টি আমলকির ক্রয়মূল্য=৪০/১০=৪ টাকা ৪০টি আমলকির বিক্রয়মূল্য=৪০/৮=৫ টাকা লাভ=৫-৪=১ শতকরা লাভ=১০০/৪=২৫%
do you
don't you
aren't you
isn't it
spreaded
spreden
spread
spreadened
নূরলদীনের সারাজীবন
একদিন প্রতিদিন
বহুব্রীহি
পায়ের আওয়াজ পাওয়া যায়
প্রশ্নঃ নীচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ?
বর্ণনাঃ সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ-অনুভূতি ও ভালো-মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন-এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
কপোতাক্ষ
কালিগঙ্গা
মধুমতি
চিত্রা
প্রশ্নঃ নড়াইল জেলা কোন নদীর তীরে অবস্থিত?
বর্ণনাঃ নড়াইল শহরের পাশ ঘেঁষে চিত্রা নদীর প্রবাহ। অনেকেই বলেন এই নদীর দু’কূল চিত্র বা ছবির মতো সুন্দর ছিল বলেই এর নাম হয়েছে চিত্রা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদী আছে চিত্রা তার মধ্যে অন্যতম। নড়াইল, মাগুরা, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা জেলায় বহু মানুষ এই নদী তীরে বসবাস করেন। তাদের দৈনন্দিন জীবনের সাথেও এই চিত্রা নদী মিশে আছে। এই নদীতে তেমন কোন ভাঙা-গড়াও নেই। চিত্রা নদীর উৎপত্তি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলায়। প্রায় ১৩০ কি:মি: দৈর্ঘ্যের এই নদী চুয়াডাঙ্গা-ঝিনাইদহ-মাগুরা হয়ে নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। চিত্রা নদী নবগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে।
Matthew Arnold
P.B Shelley
Alfred Tennyson
Robert Browning
Let a letter be written by me.
Let a letter is written by me.
Let a letter to write by me.
Let a letter write by me.
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ