সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন । তার ছদ্মনাম 'নীললোহিত' ।
উপন্যাস
আত্নপ্রকাশ ঃ লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস ।
পূর্ব-পশ্চিমঃ উপন্যাসটি তে বিভাজনপূর্ব পূর্ব বাংলার একটি পরিবার , ১৯৪৭ এর ভারত বিভাগের সম্যকার পরিস্থিতি, দেশত্যাগ, উদ্বাস্তুদের জীবন , নতুন প্রজন্মের চিন্তাধারা , পশ্চিমবঙ্গের নক্সাল আওন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থান পায়েছে ।