বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (The Belt and Road Initiative - BRI) হলো- একটি উন্নয়ন কৌশল ও কাঠামো। এটি One Belt and One Road Initiative (OBOR), The Belt and Road (B&R), The Silk Road Economic Belt and the 21st-century Maritime Silk Road নামেও পরিচিত। এশিয়াকে ইউরোপ ও আফ্রিকার সঙ্গে যুক্ত করে বাণিজ্য ও অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ এর প্রস্তাব করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো।