• অ্যাডোরা, গ্রানাডা, লিচটেনস্টেইন, ডোমিনিকা, ভ্যাটিকান সিটি, মাইক্রোনেশিয়া, কিরবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু, পালাউ, সামোয়া, টুভ্যালু, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানডাইস এর সেনাবাহিনী নেই।
• দেশের স্থায়ী সেনাবাহিনী নেই কিন্তু সীমিত আকারে সেনাবাহিনী আছে কোস্টারিকা, আইসল্যান্ড, মরিশাস, মোনাকো, পানামা এবং ভানুয়াতু।
সামরিক স্থাপনা
স্যান্ডহার্স্ট (Sandhurst): ব্রিটিশ সেনাবাহিনীর প্রাথমিক অফিসার প্রশিক্ষণ কেন্দ্র।
ওয়েস্ট পয়েন্ট (West Point): নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি।
সুবিক বে (Subic Bay): ফিলিপাইনে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন নৌঘাটি। ১৯৯১ সালে এই নৌঘাটিটি বন্ধ করে দেওয়া হয়।
পেন্টাগন (Pentagon): মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর। বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত। ওয়াশিংটন ডিসি ও পেন্টাগনের মাঝ দিয়ে পোটোম্যাক নদী প্রবাহিত।
দেশভিত্তিক সর্বোচ্চ সামরিক খেতাব
যুক্তরাষ্ট্র
মেডাল অব অনাব (Medal of Honor)
ব্রিটেন
ভিক্টোরিয়া ক্রস (Victoria Cross)
ফ্রান্স
লেজিওঁ অব অনার (Legion of Honor)
জার্মানি
দ্য ক্রস অব অনার ফর ভ্যালোর (The Cross of Honor for Valour)