২০০৬ অস্ট্রেলিয়া
২০১৪ সালে স্কটল্যান্ডে
২০৭ আমেরিকা
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ
প্রশ্নঃ পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
বর্ণনাঃ
কমনওয়েলথ গেমস (ইংরেজি: Commonwealth Games) একটি আন্তর্জাতিক এবং বহু-ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ। প্রতি চার বৎসর অন্তর এ প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়। শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল।
১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে প্রতিযোগিতাটি। পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে অদ্যাবধি অনুষ্ঠিত হচ্ছে।
৫৪-সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়। তন্মধ্যে - ব্রিটিশ উপনিবেশ, দ্বীপপুঞ্জগুলো তাদের নিজস্ব পতাকা নিয়ে অংশ নিয়েছে। যুক্তরাজ্য থেকে - ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড স্বতন্ত্রভাবে দল প্রেরণ করেছে।
একটি সংবাদপত্র
সংবাদ সংস্থা
ক্লাব
গণমাধ্যম
প্রশ্নঃ 'রয়টার্স' কি?
বর্ণনাঃ
রয়টার্স(ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়ক শহরে অবস্থিত। এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান। সারা বিশ্বে ২০০টি স্থানে এর দপ্তর রয়েছে।
২০০৮ সাল পর্যন্ত রয়টার্স সংবাদ সংস্থা স্বাধীন কোম্পানি রয়টারস গ্রুপ পিএলসির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পুঁজি বাজারের তথ্য প্রদান করে।
২০০৮ সালে থমসন করপোরেশন রয়টার্স গ্রুপকে কিনে নেওয়ার পর রয়টার্স সংবাদ সংস্থা থমসন রয়টার্সের অংশ হয় এবং মিডিয়া বিভাগ সৃষ্টি করে। রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় ও চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।
শচীন টেন্ডুলকার
জেমস ফকনার
রিকি পন্টিং
জহির খান
প্রশ্নঃ সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন?
বর্ণনাঃ
তাসমানিয়া দলের পক্ষে তার বাবা পিটার ফকনার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
২০০৭ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির উন্নয়ন দলে খেলেন ও ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অন্তর্ভুক্ত হন। ২০১০-১১ মৌসুমে শেফিল্ড শিল্ডে ৩০ রান গড়ে ৩০০ রান ও ১৭.২২ রান গড়ে ৩৬ উইকেট লাভ করেন ফকনার। ২০১২ মৌসুমে তিনি তাসমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়কত্ব পালন করেন।
২০১২-১৩ মৌসুমের শেফিল্ড শিল্ডের চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ও দলকে তৃতীয়বারের মতো শিরোপা বিজয়ে সহায়তা করেন।
আলবার্ট আইনস্টাইন
আইজ্যাক নিউটন
চার্লস ডারউইন
আঁদ্রে শাখারভ
ইমরে কারতেজ
ড্যানিয়েল কাহতেমান
ভারণ এল স্মিথ
ভি এস নাইপল
প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরস্কার ' ০২ কে পান?
বর্ণনাঃ
ইমরে কার্তেজ (হাঙ্গেরীয়) ৯ নভেম্বর, ১৯২৯ - ৩১ মার্চ, ২০১৬) ইহুদী বংশোদ্ভূত হাঙ্গেরীয় লেখক। ২য় বিশ্বযুদ্ধের হলোকস্ট থেকে রক্ষা পেয়েছিলেন। ইতিহাসের তিক্ততাপূর্ণ অভিজ্ঞতালব্ধ জীবনযাত্রাকে লেখনীর মাধ্যমে টেনে আনায় ২০০২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হাঙ্গেরীর বুদাপেস্টে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি তার স্ত্রীকে নিয়ে বার্লিনে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র
জাপান
কানাডা
ডেনমার্ক
ব্রাজিল
দক্ষিণ আফ্রিকা
ভারত
চীন
নাউরু
ভ্যাটিকান
মোনাকো
টুভ্যালু
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
বর্ণনাঃ
.ভ্যাটিকান সিটি (.৪৪ বর্গকিলোমিটার)
পৃথিবীর ক্ষুদ্রতম দশটি দেশ এর মধ্যে সবচেয়ে ছোট দেশটি হলো ইতালির রাজধানী রোমের ভেতর অবস্থিত ভ্যাটিকান সিটি। এটি The Holy See নামেও পরিচিত। সারা বিশ্বের ক্যাথলিক চার্চগুলোর প্রাণকেন্দ্র এই ভ্যাটিকান। এখানেই বাস করে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ। তিনিই দেশটির শাসনকার্য পরিচালনা করেন। সবচেয়ে কম জনসংখ্যার দেশও এই ভ্যাটিকান সিটি।
শুধুমাত্র পোপ কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই বাস করতে পারে এখানে। ভ্যাটিকান সিটিতে রয়েছে হাজার বছরের পুরোনো বিভিন্ন গোপন দলিল দস্তাবেজ ও ঐতিহাসিক স্থাপনা। তন্মধ্যে উল্লেখযোগ্য সেন্ট পিটার ব্যাসিলিকা, ভ্যাটিকান মিউজিয়াম ও সিস্টিন চ্যাপেল। প্রতি বছর প্রায় চার মিলিয়ন পর্যটক ছুটে আসে খ্রিস্টানদের এই পবিত্র ভূমিতে।
শ্বেতপদ্ম
গোলাপ
ক্রিসেনথিমাম
শাপলা
রিয়াদ
জেদ্দা
দুবাই
দোহা
পিটার হ্যারি টমাস
টমি ফ্রাংক
জেনারেল গার্নার
পল ব্রেমার
প্রশ্নঃ ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে?
বর্ণনাঃ
ইরাক আক্রমনে যৌথবাহিনীর নেতৃত্ব দেন টমি ফ্রাংক ।
ইরাক যুদ্ধ (মার্কিন অপারেশন ইরাকি ফ্রিডম নামেও পরিচিত; অন্য নাম: অপারেশন টেলিক, ইরাক দখল) একটি চলমান যুদ্ধ যা ২০০৩ সালের ২০শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বাহিনীর ইরাক আগ্রাসনের মাধ্যমে শুরু হয়েছিল। এই আগ্রাসী বাহিনীতে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড এবং অন্যান্য কয়েকটি জাতির সৈন্যদল অংশ নিয়েছিল।
মালদ্বীপ
ভুটান
পাকিস্তান
শ্রীলংকা
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
জার্মানি
ভেনিজুয়েলা
গায়ানা
প্যারাগুয়ে
ক্যালিফোর্নিয়া
প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?
বর্ণনাঃ
অ্যাঞ্জেল জলপ্রপাত "সর্বোচ্চ বিন্দু থেকে পড়া", যার অর্থ "গভীরতম স্থানের জলপ্রপাত", একটি জলপ্রপাত। এটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাতর যার উচ্চতা ৯৭৯ মিটার (৩,২১২ ফুট) এবং গভীরতা ৮০৭ মিটার (২,৬৪৮ ফুট)। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ।
কিউবা
ডিআর কিউবা
শ্রীলংকা
জাপান
২২ মে, ২০০৩
২২ মার্চ , ২০০৩
২৩ মে, ২০০৩
২৩ মার্চ , ২০০৩
প্যালেস্টাইন
জর্ডান
ফ্রান্স
ইতালি
স্টিফেন হকিং
হিলারি রডহ্যাম ক্লিনটন
জন জেক্স
হ্যারল্ড রবিন্স
হিমায়িত খাদ্য
পাট ও পাটজাত দ্রব্য
তৈরি পোশাক
চা
বৈলাম
ইউক্যালিপটাস
অর্জুন
মেহগনি
জিয়া সার কারখানা, আশুগঞ্জ
ঘোড়াশাল সার কারখানা
ফেঞ্চুগঞ্জ সার কারখানা
যমুনা সার কারখানা, তারাকান্দি
৫৫ (৬)
৯৩ (১)
৯৩ (২ক)
৫৬ (৩)
২০২০
২০০৫
২০১০
২০১৫
শিক্ষা
কৃষি
প্রতিরক্ষা
যোগাযোগ
২৬ (১)
২৭
২৮
২৯(৩)
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ