সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals - MDGs)
২০০০ সালে ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সহস্রাব্দ শীর্ষ সম্মেলনে (Millennium Summit of the United Nations) ৮ টি লক্ষ্যমাত্রা (Goals) স্থির করা হয় এবং লক্ষ্যসমূহ অর্জনের সময়সীমা ২০১৫ সাল নির্ধারণ করা হয়। এ সম্মেলনের ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়। জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী ২০১৫ সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে। লক্ষ্যসমূহ-
• চরম দারিদ্র ও ক্ষুধা নির্মূল করা।
• সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন।
• লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন এর উন্নয়ন।
• শিশু মৃত্যুর হার হ্রাস করা।
• মায়ের স্বাস্থ্যের উন্নয়ন।
• এইচ.আই.ভি-এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে সংগ্রাম।