of
from
in
at
আব্দুল গাফ্ফার চৌধুরী
আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ
আব্দুল আলীম
জয়নুল আবেদিন
এস.এম. সুলতান
কামরুল হাসান
শফিউদ্দিন আহমদ
৩কিমি
৫.৫ কিমি
৪.৮ কিমি
৬ কিমি
সূর্যতাপের প্রখরতা কম
সূর্যতাপের প্রখরতা বেশি
বায়ুর চাপ কম
বায়ুর চাপ বেশি
সিরিয়া
ইসরাইল
মিশর
তুরঙ্ক
ইয়েন
রিংগিট
রিয়াল
ইউরো
১৫,০০০ মাইল
২৫.০০০ মাইল
৩৫,০০০ মাইল
৩০,০০০ মাইল
ম্যানিলা
ওয়েলিংটন
অকল্যান্ড
আমস্টারডম
৫৬
৫৩
৫৪
৪৮
প্রশ্নঃ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা__
বর্ণনাঃ
কমনওয়েলথ Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,
ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪।
সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত।
ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
বিলে
নদীতে
সাগরে
পুকুরে
ফাংগাসঘটিত রোগ
ভাইরাসঘটিত রোগ
প্রোটোজোয়াঘটিত রোগ
ব্যাকটেরিয়াঘটিত রোগ
প্রশ্নঃ এইডস (AIDS) একটি __
বর্ণনাঃ
এইচ.আই.ভি. (HIV; পূর্ণরূপ: human immunodeficiency virus) তথা "মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস" নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগলক্ষণসমষ্টি।
যা মানুষের দেহে রোগ-প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে।
এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে।
ইস্পাত
গ্রানাইট
হীরা
পিতল
প্রশ্নঃ প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
বর্ণনাঃ
সবচেয়ে শক্ত পদার্থ হীরা।
হীরক বা হীরা বা হীরে হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়।
বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র।
পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০০ কে.জি. খনিজ হীরা উত্তোলিত হয় যার মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।
কথিত আছে, হীরক সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয়
কানাডা
নাইজেরিয়া
পাকিস্তান
মোজাম্বিক
হামিদুজ্জামান
তানবির কবীর
অঙ্কার বাদল
হামিদুর রহমান
প্রশ্নঃ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
বর্ণনাঃ
কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত।
প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু।
জর্ডান
লেবানন
ইরান
বাহরাইন
মরিশাস
সাইপ্রাস
কানাডা
অস্ট্রেলিয়া
সুইজারল্যান্ড
পোল্যান্ড
অস্ট্রিয়া
ডেনমার্ক
ইংরেজি
আরবি
বাংলা
মান্দারিন (চীনা ভাষা )
লোহা
শূন্যতায়
বাতাস
পানি
প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
বর্ণনাঃ
কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়।
শব্দ উৎস থেকে মস্তিস্কে বা কানে আসতে কিছুটা সময় নেয়। শব্দ কোন মাধ্যমে একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বলে।
S.I. পদ্ধতিতে শব্দের গতির একক মিটার প্রতি সেকেন্ড(মিটার/সেকেন্ড বা মি/সে)।
শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের বেগ জড় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে।
তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। এজন্য কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয়।
সঠিক উত্তর হবে - লোহা।
লর্ড কার্জন
লর্ড ডালহৌসী
লর্ড কর্নওয়ালিস
লর্ড বেন্টিঙ্ক
প্রশ্নঃ 'সতীদাহ' প্রথার বিলোপ সাধন করেন কে?
বর্ণনাঃ
উত্তর: লর্ড বেন্টিংক; ১৮২৯
সতী দেবী সতীর নাম থেকেই উদ্ভব, যিনি স্বামী শিবের প্রতি পিতা দক্ষিণের অবমাননা সহ্য করতে না পেরে নিজেকে অগ্নিসংযোগ করেছিলেন।
১৮২৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে সতী প্রথা নিষিদ্ধ করেছিল বেঙ্গল সতী প্রবিধান পাস করে। বিধিমালা সতীদাহকে মানব প্রকৃতির অনুভূতির বিরুদ্ধে বিদ্রোহী বলে বর্ণনা করেছিল।
অকোষী জীব
দ্বিকোষী জীব
বহুকোষী জীব
এককোষী জীব
প্রশ্নঃ ভাইরাস একটি __
বর্ণনাঃ
ভাইরাস হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও আণুবীক্ষণিক এবং অকোষীয়।এরা সরলতম জীব।ভাইরাস জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত এবং উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে পোষক দেহের জৈব রাসায়নিক উপাদান ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম ।
প্রোজেসটেরন হরমোনের জন্য
টেসটোস্টেরন হরমোনের জন্য
ইনসুলিনের জন্য
এস্ট্রােজেন হরমোনের জন্য
প্রশ্নঃ দাঁড়িগোঁফ গজায় __
বর্ণনাঃ
সাধারণত বয়সন্ধিকালের বা বয়সন্ধিকালোত্তীর্ণ পুরুষলোকের দাড়ি গজায়। একজন পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সাধারণত ১৩ থেকে ১৪ বছর অর্থাৎ এই বয়সেই পুরুষের শরীরে অনেক পরিবর্তন ঘটে, যার একটি হচ্ছে দাড়ি-গোঁফ ওঠা । এক্ষেত্রে পুরুষ হরমোন টেস্টস্টেরনের ভূমিকা গুরুত্বপূর্ণ ।টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন।পুরুষদের বয়োঃসন্ধিকালে মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরনের উদ্দীপনার কারণে দাড়ি গজায় । ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়। ফলে গ্রীষ্মকালে দাড়ি দ্রুত বাড়ে ।
শীতকালে ঘাম কম হয় বলে
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
বাতাস ঠান্ডা বলে
প্রশ্নঃ শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ__
বর্ণনাঃ
বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে আদ্রতা বলে। জলীয় বাষ্প কম হলে আদ্রতা কম এবং জলীয়বাষ্প বেশি হলে আদ্রতা ও বেশি হয়। শীতকালে জলীয় বাষ্প কম থাকায় বাতাস শুষ্ক থাকে এজন্য আমাদের শরীরের ভেজা অংশকে দ্রুত শুষে নেই। তাছাড়া ঠিক একই কারনে শীতকালে দ্রুত ভেজা কাপড় শুকায়। এজন্য আদ্রতা কম থাকায় আমাদের ঠোঠ, মুখ শুকিয়ে যায়। তাই আমাদের ভেসলিন ব্যাবহার করতে হয়।
২০%
২৫%
৩০%
৩৫%
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ