User Profile Photo
লগইন
  •   হোম
  •   স্যাট অনলাইন গাইড
  •   পুরাতন ভার্সন
  •   জিজ্ঞাসা করুন
  •   অনলাইন মডেল টেস্ট

  •   বিষয়ভিত্তিক জব সমাধান
  •   প্রতিষ্ঠানভিত্তিক জব সমাধান
  •   সালভিত্তিক জব সমাধান
  •   ব্যাখ্যাবিহীন প্রশ্ন

  •   প্রশ্ন পত্র জমা দিন   জব সাজেশান্স এবং টিপ্স   জব নোটিশ   পয়েন্টস   ফিডব্যাক   আপনার জিজ্ঞাসা

  • বিষয়ভিত্তিক
    English গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান তথ্য প্রযুক্তি বাংলা সব
  • প্রতিষ্ঠানভিত্তিক
    বিসিএস প্রিলি. প্রাথমিক প্রধান শিক্ষক শিক্ষক নিবন্ধন শিক্ষা অফিসার পিএসসি ও অন্যান্য সহকারী জজ বাংলাদেশ ব্যাংক সব
  • সালভিত্তিক
    ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ সব
  • মডেল টেস্ট
    অনলাইন মডেল টেস্ট কাস্টম মডেল টেস্ট প্রশ্নপত্র জেনারেট করুন
  • অন্যান্য
    প্রশ্নপত্র জমা দিন প্রশ্নপত্র জেনারেট করুন জব সাজেশান্স এবং টিপ্স ফিডব্যাক নোটিশ পয়েন্টস
  • লগ ইন
×

প্রশ্ন খুঁজুন

66053 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।

...
User Profile Photo
লগ ইন
  •   হোম
  •   স্যাট অনলাইন গাইড
  •   পুরাতন ভার্সন
  •   জিজ্ঞাসা করুন
  •   অনলাইন মডেল টেস্ট

  •   বিষয় ভিত্তিক জব সমাধান
  •   প্রতিষ্ঠান ভিত্তিক জব সমাধান
  •   সাল ভিত্তিক জব সমাধান
  •   ব্যাখ্যাবিহীন প্রশ্ন

  •   প্রশ্নপত্র জমা দিন

      জব সাজেশন এবং টিপ্স

      জব নোটিশ

      পয়েন্টস

      ফিডব্যাক

      আপনার জিজ্ঞাসা


  1. সব
  2. মাধ্যমিক সহকারী শিক্ষক
  3. সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ এর প্রশ্ন পড়ুন।

1. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

  সিরিয়া

  তুরঙ্ক

 ইরাক

  গ্রিস

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

বর্ণনাঃ

ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত।

ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান (ইংরেজি: Hanging Gardens of Babylon) ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন।

প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাড়িয়েছিল ৮০ ফুট।

এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুস্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান।

বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হত মোটা পেচানো নলে সাহায্যে।

৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

2. সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?

  ভেনিজুয়েলা

  আর্জেন্টিনা

 কিউবা

  বলিভিয়া

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?

বর্ণনাঃ

সম্প্রতি চে গুয়েভারার মূর্তি স্থাপন করা হয় আর্জেন্টিনায়।

চে গেভারা স্মৃতিসৌধ ( আনুষ্ঠানিক নাম Conjunto Escultórico Memorial Comandante Ernesto Che Guevara) হল কিউবার সান্তা ক্লারা শহরের "প্লাজা চে গেভারা"তে (চে গেভারা চত্বর) অবস্থিত একটি স্মৃতিসৌধ।

এটি বিপ্লবী আর্নেস্তো "চে" গেভারা এবং তার ঊনত্রিশ সহকর্মী যোদ্ধাদের দেহাবশেষ আছে, যাদের ১৯৬৭ সালে বলিভিয়াতে সশস্ত্র বিদ্রোহের প্রয়াস চালানোর চেষ্টাকালে হত্যা করা হয়। গেভারার একটি ব্রোঞ্জের ২২-ফুট মূর্তি রয়েছে এবং পুরো এলাকাটিকে আর্নেস্তো গেভারা ভাস্কর্যের কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

3. তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?

  ১৯৫৩ সালের ২৯ মে

  ১৯৭২ সালের ২১ জুন

 ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর

  ১৯৭৪ সালের ২৬ জুলাই

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?

বর্ণনাঃ

তেনজিং ও হিলারি  এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন ১৯৫৩ সালের ২৯ মে।

তেনজিং নোরগে (২৯ মে, ১৯১৪ - ৯ মে, ১৯৮৬) একজন নেপালী শেরপা পর্বতারোহী ছিলেন। .

তিনি এবং এডমন্ড হিলারি ১৯৫৩ সালের ২৯ শে মে যৌথভাবে বিশ্বে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

4. ২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?

  ২৩৫ বছরের

  ২৪৪ বছরের

 ২৪৬ বছরের

  ২৩৮ বছরের

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ ২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?

বর্ণনাঃ

২০০৭ সালে নেপালে ২৩৮ বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

১০ এপ্রিল ২০০৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে "নেপাল প্রজাতন্ত্রের" মাধ্যমে সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়ে মাওবাদীরা সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

সাংবিধানিক নির্বাচনের জন্য নেপালের সংসদ ২০০৭ সালের জুন মাসে রাজতন্ত্রের অবসানের পক্ষে ভোট দেয়। নেপাল একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হয়ে ওঠে এবং ২০০ বছরের পুরনো শাহ রাজবংশের পতন ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নেপাল হয়ে ওঠে, 'যুক্তরাষ্ট্রীয় গণপ্রজাতান্ত্রিক নেপাল'।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

5. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

  ১০টি

  ১২টি

 ১১টি

  ৮টি

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

বর্ণনাঃ বিশ্বের দীর্ঘতম নদী বর্তমানে ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেশগুলো হলো সুদান, ইথিওপিয়া , দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা, তাঞ্জানিয়া , উগান্ডা, বুরুন্ডি , গণতান্ত্রিক কঙ্গো , ইরিত্রিয়া ও কেনিয়া।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

6. 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' কত সালের মধ্যে অর্জন করার কথা ?

  ২০১০

  ২০০০

 ২০১৫

  ২০২৫

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' কত সালের মধ্যে অর্জন করার কথা ?

বর্ণনাঃ ৩ক২=৩×২২= ৩জন।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

7. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?

  ৪ ঘন্টা

  ৬ ঘন্ট

 ৭ ঘন্টা

  ৫ ঘন্টা

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?

বর্ণনাঃ

গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ ৬ ঘন্ট আগে।

জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। এ সময় অঞ্চলটি যুক্তরাজ্য, পর্তুগালসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। ইউটিসি’র সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হলেও উভয়ের মধ্যে খুবই স্বল্পপরিসরে পার্থক্য বিরাজমান।

এ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান-মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব-নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত। [

"জিএমটি" সাধারণত ইংল্যান্ড এ অধিক ব্যবহৃত হয়ে থাকে যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, রয়েল ন্যাভি, মেট অফিস। তাছাড়া এটি কমন ওয়েলথ দেশেও ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং মালয়েশিয়ায় এর নীতি ব্যবহার করা হয়ে থাকে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

8. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

  ব্যাংকক

  নয়াদিল্লি

 টোকিও

  ম্যানিলা

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

বর্ণনাঃ

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা।

এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।

এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

9. ফিজির রাজধানীর নাম কি?

  ব্রাজাভিলে

  নিকোসিয়া

 সুভা

  সেন্ট জর্জেস

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ ফিজির রাজধানীর নাম কি?

বর্ণনাঃ

ফিজির রাজধানীর নাম সুভা।

ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ 

রাজধানী ও বৃহত্তর শহর সুভা।  

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

10. জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

  নরওয়ে

  সুইডেন

 পেরু

  অস্ট্রিয়া

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

বর্ণনাঃ

জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।

কার্ট ওয়াল্ডহেইম (জন্ম ডিসেম্বর ২১, ১৯১৮) একজন অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবীদ। তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন।

তিনি বর্তমানে সবচেয়ে প্রবীন সাবেক জাতিসংঘ মহাসিব ও সবচেয়ে প্রবীন সাবেক অস্ট্রিয়ান প্রেসিডেন্ট।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?

  কিয়াট

  বীর

 ডং

  উয়ন

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?

বর্ণনাঃ

মিয়ানমারের মুদ্রা নাম কিয়াট।

মিয়ানমারের প্রাচীন নাম ব্রহ্মদেশ) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র ।

মায়ানমারের রাজধানী নেপিডো । তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় "ইয়াঙ্গুন"। তবে গণতান্ত্রিক দলগুলোর অনেক অনুসারীই এই নামকরণের বিপক্ষে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়। বার্মা নামটি ব্রহ্মদেশ নামটির সঙ্গে সম্পর্কিত ।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

11. 'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?

  নেদারল্যান্ডস

  অস্ট্রিয়া

 জার্মানি

  পোল্যান্ড

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ 'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?

বর্ণনাঃ

'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম জার্মানি।

জার্মানি ( পূর্বনাম ডায়েচল্যান্ড বাDeutschland), সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি (জার্মান: Bundesrepublik Deutschland, "বুন্ডেস্‌রেপুব্‌লিক ডয়চ্‌লান্ট্‌"), ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।

এটি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটি উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত।  

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

12. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম?

  ফিলিপাইন

  রাশিয়া

 সিরিয়া

  ইরান

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ 'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম?

বর্ণনাঃ

রাশিয়ার সংবাদ সংস্থার নাম - তাস

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি,  ইরান- ইরনা

সিরিয়ার সংবাদ সংস্থা - সানা

 

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

13. 'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?

  ১৬ সেপ্টেম্বর

  ২১ সেপ্টেম্বর

 ১ অক্টোবর

  ৮ সেপ্টেম্বর

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ 'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?

বর্ণনাঃ

 'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়।

এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।  

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

14. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?

  বার্ন

  জেনেভা

 ভিয়েনা

  রোম

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?

বর্ণনাঃ

বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর বার্ন।

বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়।

বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

15. শহীদ মিনারের স্থপতি কে?

  হামিদুর রহমান

  মঈনুল আহসান

 নিতুন কুন্ডু

  কামরুল হাসান

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে?

বর্ণনাঃ

শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।

কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু।

বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে চিহ্নিত হয়ে আছেন।

তারই রূপকল্পনায় ছিল স্নেহময়ী আনত মস্তক মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে সন্তানের প্রতীক স্বরূপ হ্রস্বতর দুটি করে কাঠামো। সামনে বাঁধানো চত্বর। পেছনভাবে দেয়ালচিত্র। সম্মুখ চত্বরে ভাস্কর নভেরা আহমেদের দুটি ম্যুরাল স্থাপনের পরিকল্পনাও ছিল।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

16. বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?

  চামেলী হাউস

  সাহিত্য পরিষদ

 বর্ধমান হাউস

  বঙ্গীয় সাহিত্য সভা

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?

বর্ণনাঃ

বাংলা একাডেমীর প্রাক্তন নাম বর্ধমান হাউস।

বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে।

তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে" একটি "ভাষা আন্দোলন জাদুঘর" আছে।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

17. দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?

  শিশির ভট্রাচার্য

  খুরশিদ আলম সেলিম

 কাইয়ুম চৌধুরী

  মোস্তফা মনোয়ার

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?

বর্ণনাঃ

 দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন খুরশিদ আলম সেলিম।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী খুরশিদ আলম সেলিমের লং আইল্যান্ডের বাসা। সেন্ট্রাল আইসলিপ স্টেশনে আমাকে নিতে এসেছিলেন খুরশিদ আলম সেলিম, ২০০৮ বেইজিং অলিম্পিক স্বর্ণপদকজয়ী চিত্রশিল্পী।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

18. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?

  এডমাউন্ড এস ফিল্পস

  এনড্রো জেড ফায়ার

 জন সি মেথার গোমেজ

  বুকানন হ্যামিলটন

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?

বর্ণনাঃ

নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি আবিষ্কার করেন বুকানন হ্যামিলটন।

ড. ফ্রান্সিস বুকানন এ ছি‌লেন একজন এফআরএস, এফআরএসই, এফএলএস, এফএএস, এফএসএ, ডি এল, পরবর্তী‌তে তি‌নি ফ্রান্সিস হে‌মিলটন না‌মে সুখ‌্যা‌তি লাভ কর‌লেও সাধারণত তা‌কে ফ্রান্সিস বুকানন—হে‌মিলটন না‌মে নি‌র্দেশ করা হয়। তি‌নি ভার‌তে থাকাকালীন একজন ভৌগ‌লিক, প্রাণিবিদ্যাবিত এবং উদ্ভিদবিজ্ঞানী হি‌সে‌বে গুরুত্বপূর্ণ অবদান রা‌খেন। তি‌নি ভারত থে‌কে অবসর গ্রহণের তিন বছর পর্যন্ত তি‌নি '‌হে‌মিলটন' নাম‌টি সম্প‌র্কে ভা‌বেন নি।

তি‌নি রংপুর ও দিনাজপুরের উপর যে জরিপ ক‌রে‌ছি‌লেন তার বিবরণী বর্তমা‌নের গ‌বেষকগ‌ণের কা‌ছে এক‌টি অমূল‌্য আকর। তি‌নি ১৮২৯ সালের ১৫ই জুন মৃত‌্যুবরণ ক‌রেন।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

19. ময়নামতির পূর্বনাম কি?

  সিংহজানী

  ত্রিপুরা

 সুধারাম

  রোহিতগিরি

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ ময়নামতির পূর্বনাম কি?

বর্ণনাঃ

ময়নামতির পূর্বনাম রোহিতগিরি।

ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি।

এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

20. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

  সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে

  মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায়

 কক্সবাজারের ডুলাহাজরায়

  খুলনায় মংলায়

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

বর্ণনাঃ

বাংলাদেশের প্রথম ইকোপার্ক সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত।

'বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড' নামক ইকোপার্কটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম এই ইকোপার্কটি ৮০৮হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত।

ইকোপার্কটির প্রধান গেইট থেকে ৫ কিলোমিটার ভেতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত যেটিতে উঠার জন্য পাহাড়ের তল থেকে রয়েছে ১৬০০ সিঁড়ি। এই সিঁড়িগুলোর মাঝে মন্দিরের ভিত থেকে রয়েছে ২৫২টি সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ৪১০ মিটার।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

21. বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?

  ৫২৮২ কিমি

  ৫১৩৮ কিমি

 ৫৩২০ কিমি

  ৫০৪২ কিমি

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?

বর্ণনাঃ

বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ ৫১৩৮ কিমি।

বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য ৪, ২৪৭ কিলোমিটার যার ৯৪ শতাংশ (৯৪%) ভারতের সাথে এবং বাকি ৬ শতাংশ মিয়ানমারের সাথে। বাংলাদেশের সমুদ্রতটরেখার দৈর্ঘ্য ৫৮০ কিলোমিটার।   বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অনবচ্ছিন্ন সমুদ্র সৈকতগুলোর অন্যতম।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

22. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

  থানচি

  বিমানবন্দর, ঢাকা

 রাজস্থলী

  শ্যামনগর

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

বর্ণনাঃ বর্তমানে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা -বিমানবন্দর (ঢাকা)। জনসংখ্যায় ছোট উপজেলা থানচি (বান্দরবান) , আয়তনে বৃহত্তম থানা - শ্যামনগর (সাতক্ষীরা) ও ক্ষুদ্রতম থানা - ওয়ারি (ঢাকা) । অন্যদিকে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) হলো বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা ।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

23. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?

  মৌলভীবাজার

  সুনামগঞ্জ

 নাটোর

  খুলনা

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?

বর্ণনাঃ মৌলভীবাজার ছাড়া ও সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওয়ের (হাকালুকি) বিস্তৃতি।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন

24. বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?

  নেলমন ম্যান্ডেলা

  বিল ক্লিনটন

 ড. মাহাথির মোহাম্মদ

  মার্শাল জোসেফ টিটো

...
সাধারণ জ্ঞান২০০৮সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০০৮ মাধ্যমিক সহকারী শিক্ষক

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?

বর্ণনাঃ

বাংলাদেশের জাতীয় সংসদে রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন মার্শাল জোসেফ টিটো।

মার্শাল জোসিপ ব্রজ টিটো ( জন্ম: ৭ ম, ১৮৯২ - মৃত্যু: ৪ মে, ১৯৮০) সাবেক যুগোস্লাভিয়ার অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। একাধারে তিনি যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন।

১৯৪৫ থেকে মৃত্যু-পূর্ব পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে দেশ পরিচালনা করেন। কমিউনিস্ট নামীয় রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন।

মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
...
...
স্যাট আইটি

হ্যালো

দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।

বিষয়ভিত্তিক সমাধান

  • English
  • গণিত
  • সাধারণ জ্ঞান
  • সাধারণ বিজ্ঞান
  • তথ্য প্রযুক্তি
  • বাংলা
  • আরও

প্রতিষ্ঠানভিত্তিক সমাধান

  • বিসিএস প্রিলি.
  • প্রাথমিক সহকারী শিক্ষক
  • শিক্ষক নিবন্ধন
  • পিএসসি ও অন্যান্য
  • বাংলাদেশ ব্যাংক

সালভিত্তিক সমাধান


  • ২০২০
  • ২০১৯
  • ২০১৮
  • ২০১৭
  • ২০১৬
  • ২০১৫
  • ২০১৪
  • ২০১৩
  • ২০১২
  • ২০১১

গুরুত্বপূর্ণ লিংক

  • অনলাইন মডেল টেস্ট
  • জিজ্ঞাসা করুন
  • প্রশ্নপত্র জেনারেট করুন
  • পোস্ট করুন
  • নোটিশ তৈরি করুন
স্যাট আইটি

হ্যালো!

আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।

আর মাত্র

বাকি

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

স্যাট কর্তৃক সরবরাহকৃত
View All Organization Question