চোখ |
অক্ষি,চক্ষু,নয়ন,নেত্র,লোচন,আঁখি ,সিডর |
চাঁদ |
চন্দ্র,চন্দ্রমা,ইন্দু, সুধাংশু, সিতাংশু,হিমকর,বিধু,নিশাপতি,নিশাকর,সুধাকর, শশাঙ্ক,শশী, সোম,কলানাথ, কলানিধি। |
জল/পানি |
অম্বু, ইরা,অপ,নীর,পানি,সলিল,বারি,উদক,পয়,তোয়,প্রাণদ। |
জিজ্ঞাসা |
প্রশ্ন,শুধানো,পুছা,জেরা । |
ঝড় |
ঝটিকা,তুফান,বাত্যা |
ঢেউ |
ঊর্মি,তরঙ্গ, লহর,লহরী,জোয়ার,বীচি,ক্ললোল,উল্লোল,হিল্লোল । |
তীর |
শর, বাণ,শায়ক |
দোকান |
আপণ, বিপণি,পণ্যগৃহ,পণ্য-বিচিত্রা, |
দক্ষ |
নিপুণ, প্টু, পারদর্শী, কর্মঠ,কর্মণ্য |
দর্প |
দ্ম্ব,অহংকার, গর্ব,আস্ফালন,বড়াই |
দেহ |
অঙ্গ,গাত্র, গা গতর,কায়া, কলেবর,তনু,শরীর |
দিন |
দিবস,দিবা,বাসর,অহ,বার,রোজ |
দরিদ্র |
নির্ধন,দীন,বিত্তহীন,কাতরহীন, গরিব অসহায় |
ধন |
অর্থ,বিত্ত,সম্পদ,সম্পত্তি,বিভর,দৌলত |
নদী |
তটিনী, সরিৎ,শৈবলিনী,তরঙ্গিনী, স্রোতস্বতী, নির্ঝনিণী, গিরি,গাঙ, মন্দাকিনী, কূল্বতী,স্রোতোবহা,সমুদ্রব্ললভা। |
নর |
পুরূষ, মর্দ,মানুষ,মানুষ্য,মানব,লোক,জন |
নারী |
স্ত্রী, স্ত্রীলোক,মেয়ে,রমণী,মহিলা,কামিনী,ভামিনী,অঙ্গনা, রামা, ললনা, অবলা, আওরাত, সামন্তিনী, মানবী,জেনানা, কান্তা। |
অন্ধকার |
আঁধার, তমসা, তম, তমঃ তিমির। তমিস্র, অমা, নিরালোক, শর্বর, নভাক |
অশ্রু |
চোখের জল, নেত্রজল,লোর, নয়নজল, অশ্রুবারি, আঁখি-নীর |
অনুশীলন |
চর্চা, অভ্যাস, রেও্যাজ, মকশো, তালিম, |
আলো |
ভাতি,দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, নূর,রওশন,দ্যুতি |
আকাশ |
খ, অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত,গগন, ব্যোম, শূন্য, শূন্যলোক,নভঃ, নীলিমা, দুয়লোক, আসমান |
আগুন |
অগ্নি, অনল, পাবক, বহ্নি,হুতাশন, কুশান,বিভাবসু,দহন,শিখা, সর্বভুক, সর্বশুচি |
আনন্দ |
হর্ষ, হরষ, পুলক, আহহলাদ, সুখ, ফুর্তি, অমোদ, হাসি, খুশি,প্রতি, উদ্ভাসিত |
ইতি |
অবসান, বিরাম,শেষ, সমাপ্তি, অন্তিম, যবনিকা |
ইচ্ছা |
আকাঙ্ক্ষা, মনোরথ, বাসনা, কামনা, অভিলাষ ,সাধ |
ঈশ্বর |
আল্লাহ, খোদা, ইলাহি, ইশ, প্রভু, মনিব, জগদীশ্বর, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা, বিশ্বপতি, অমর, অমরেশ, অজর, সুর, দেব ,দেবতা, |
উচ্ছ্বাস |
স্ফীতি, বিকাশ, উল্লাস, উচ্ছলতা ,প্রাণাবেগ |
ঋত্বিক |
যাজ্ঞিক, যজ্ঞকর্তা, যাজক, হোমী, হোমক,হোত্রী |
ঋণ |
দেনা, ধার, কর্জ ,হাওলাত |
পাখি |
পক্ষী , বিহগ, বিহঙ্গ , বিহঙ্গম, দ্বিজ,খেচর, খগ, গরুড় |
পুকুর |
পুষ্করিণী, জলাশয়, দীঘি, সরোবর |
পর্বত |
অদ্রি, অচল, গিরি,পাহাড়, শৈল, নগ, ভূধর,মহীধর |
পিতা |
বাবা, আব্বা, জনক, জম্নদাতা, পিতৃ |
পুত্র |
ছেলে, তনয়, নন্দন , সুত, আত্নজ, তনুজ, পুত, দুলাল, দারক |
পদ্ম |
পঙ্কজ, রাজীব, উৎপল কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, নলিনী, সরোবর, কোকনদ, সরোজ, সরোরুহ, সরসিজ, পুষ্কর |
পুষ্প |
কুসুম, রঙন, ফুল, প্রসূন |
পথ |
রাস্তা, মার্গ, অয়ন , সরণি, সড়ক, নিগম, নির্গমন রাহা, বাট |
পতাকা |
কেতন , নিশান, ধ্বজা, ঝাণ্ডা, বৈজয়ন্তী |
পাথর |
পাষাণ, প্রস্তর মণি, অশ্ম, শিল, শিলা, কাঁকর |
পৃথিবী |
বসুমতী , বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরণী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অদিতি, অবনী, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, ঊর্বী, বিষ্ব, জগৎ , ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত , দুনিয়া, জাহান |
পেষণ |
দলন, মর্দন, বাটা, চূর্ণন |
প্রাসাদ |
অট্টালিকা, দালান, বালাখানা, |
পয়জার |
পাদুকা, জুতা, চর্মপাদুকা, |
পা |
পদ , পাদ, চরণ |
বায়ু |
অনিল , বাতাস, বাত, বায়, পবন, স্মীর, সমীরণ, মরুত, হাওয়া |
বন |
অরণ্য , অরণ্যানী ,অটাবি , জঙ্গল, কানন, বিপিন, বনানী,কুঞ্জ, কান্তার ,গহন |
ব্যবসায়ী |
ব্যবসাদার, বেনে, বানিয়া, বণীক, সওদাগর, দোকানি। |
বানর |
শাখামৃগ, বাঁদর , বান্দর |
বিদ্যুৎ |
তড়িৎ ,সৌদামিনী , বিজলী, দামিনী, চপলা, শম্পা |
বজ্র |
বাজ, অশনি, কুলিশ, কঠিন ,দৃঢ় |
বিবর |
গর্ত,হহ্বর, ছিদ্র, বিল |
বিজ্ঞ |
বিধু ,ননীষী, জ্ঞানী ,পণ্ডিত, বিদ্বান, প্রতিভাধর, অভিজ্ঞ, বিচক্ষণ |
বিষ |
জহর, গরল, হলাহল |
ভ্রমর |
মধুকর, মধুলেহ , মধুপ ,ভোমরা,মৌমাছি, অলি, ভৃঙ্গ |
ভয়ানক |
ভীষণ , ভীম,প্রচন্ড, খুব, ভয়ঙ্কর, ভয়াভহ, অতিশয় |
মাতা |
মা, জননী, প্রসূতি, আম্মা , মাতৃ, জনিকা |
মেঘ |
অভ্র, জলদ , কল্ধস,বারিদ |