প্রশ্নঃ +++.......+=কত?
বর্ণনাঃ
13+23+33+.......+n3 = <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML">
<msup>
<mfenced open="{" close="}">
<mfrac>
<mrow>
<mi>n</mi>
<mo>(</mo>
<mi>n</mi>
<mo>+</mo>
<mn>1</mn>
<mo>)</mo>
</mrow>
<mn>2</mn>
</mfrac>
</mfenced>
<mn>2</mn>
</msup>
</math>
4
5
6
7
মিটার
মিটার
8 মিটার
মিটার
প্রশ্নঃ একটি আয়তকার বাগানের পরিসীমা 56 মিটার এবং একটি কর্ন 20 মিটার। ঐ বাগানের সমান ক্ষেত্রফল-বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত?
বর্ণনাঃ
এখানে বলা হয়েছে যে বাগানটি হল আয়তকার তাই এর পরিসীমার সূত্র হল ঃ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ )
প্রশ্নমতে , ২(দৈর্ঘ্য + প্রস্থ ) = ৫৬
সুতরাং দৈর্ঘ্য + প্রস্থ =২৮
আবার কর্ণের দৈর্ঘ্য = root over( দৈর্ঘ্য২ + প্রস্থ২)
এখন শর্তমতে , root over ( দৈর্ঘ্য২ + প্রস্থ২)=২০
=>দৈর্ঘ্য২ + প্রস্থ২=৪০০
=>( দৈর্ঘ্য + প্রস্থ )২ - ২(দৈর্ঘ্য x প্রস্থ ) = ৪০০
=>২৮২ - ২ x ক্ষেত্রফল =৪০০
=>২ x ক্ষেত্রফল=৩৮৪
.'.ক্ষেত্রফল=১৯২
এখন আমরা জানি , বর্গের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)২
সুতরাং এক বাহুর দৈর্ঘ্য = root over(বর্গের ক্ষেত্রফল)
=৮-/৩
চ
খ
প
দ
ধর্ম নেই যার
নয় ধর্ম
ধর্মের অভাব
মিশ্র
প্রশ্নঃ 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
বর্ণনাঃ
'অধর্ম' শব্দের সমস্যমান পদ - নয় ধর্ম ।
যে কয়টি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। 'অধর্ম' সমস্তপদের ব্যাসবাক্য= নয় ধর্ম । এক্ষেত্রে 'নয়' এবং 'ধর্ম' সমস্যমান পদ এবং অধর্ম নঞ তৎপুরুষ সমাস। পূর্বপদে নঞর্থক বা নিষেধার্থক অব্যয় ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তা নঞ তৎপুরুষ সমাস। নঞর্থক অব্যয়গুলো হলো ন, না, নি, নয়, নেই, অ, আ, অন, অনা, গর, বি, বে ইত্যাদি।
সরল
জটিল
যৌগিক
মিশ্র
প্রশ্নঃ 'সুশিক্ষিত লোক মাত্রই স্ব শিক্ষিত'- এটি কোন ধরনের বাক্য?
বর্ণনাঃ
সরল বাক্য।
এটি সরল বাক্য। এ ধরনের বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্যে) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে। জটিল বা মিশ্র বাক্য একাধিক বাক্য বা খণ্ডবাক্য নিয়ে গঠিত হয় এবং খণ্ডবাক্যগুলোর মধ্যে পরস্পর নির্ভরতা থাকে। আর, যৌগিকবাক্য গঠিত হয় সংযোজকবাচক অব্যয় দ্বারা যুক্ত একাধিক সম্পূর্ণ পৃথক ও নিরপেক্ষ বাক্য নিয়ে।
সাঁঝ
সন্ধা
সন্দা
সান্ধ্য
অলংকার
আচ্ছাদন
রমণীয়
অনবরত
শিরচ্ছেদ
শিরশ্ছেদ
শিরোচ্ছেদ
শিরঃচ্ছেদ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
বর্ণনাঃ
শুদ্ধ বানান হলো শিরশ্ছেদ।
শিরশ্ছেদ =শিরঃ + ছেদ। এটি বিসর্গ সন্ধির উদাহরণ, সে অর্থে 'শিরশ্ছেদ' শব্দটি সন্ধি -জাত শব্দ। সন্ধির নিয়ম অনুসারে বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিষধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধান্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য-শিষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিষধ্বনি হয়। উদাহরণস্বরূপ নিঃ + চয় = নিশ্চয় ; নিঃ+ ঠুর = নিষ্ঠুর ইত্যাদি।
আমি বই পড়িছি
আমার বই পরা হবে
আমি বই পড়তে যাচ্ছি
আমি বই পড়েছি
নিয়মিত পড়াশোনা করার কারনেই হাসান পুরস্কার পায়
হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
নিয়মিত পড়াসোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়
সংস্কৃত
ফারসি
বাংলা
আরবী
প্রশ্নঃ 'সজাগ' শব্দের স-উপসর্গ কোন ভাষার?
বর্ণনাঃ
বাংলা ভাষার ।
স, সা ছাড়াও বাংলাভাষায় মোট ২১ টি বাংলা উপসর্গ আছে। তৎসম উপসর্গ আছে বিশটি। আরো বিদেশি ভাষার বেশ কিছু উপসর্গ বাংলা ভাষা প্রচলিত আছে। বাংলার চারটি উপসর্গ - আ, সু, বি, নি তৎসম বা সংস্কৃত শব্দেও পাওয়া যায়, তবে এর যে কোনোটি বাংলা শব্দের সাথে যুক্ত হলে সেটি বাংলা উপসর্গ এবং তৎসম শব্দের সাথে যুক্ত হলে সংস্কৃত উপসর্গ হবে।
অস্ট্রেলিয়া
ইতালি
জার্মানি
মেক্সিকো
তৎসম
অর্ধ- তৎসম
দেশী
তদ্ভব
প্রশ্নঃ 'খিদে' কোন ধরনের শব্দ?
বর্ণনাঃ
'খিদে'- একটি অর্ধ- তৎসম শব্দ।
যেসব সংস্কৃত শব্দ ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন- জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত প্রভৃতি।
অব্যয়
সর্বনাম
ক্রিয়া
বিশেষণ
প্যাঁরীচাঁদ মিত্র
মীর মশাররফ হোসেন
কাজী ইমদাদুল হক
মোজাম্মেল হক
প্রশ্নঃ 'জোহরা' উপন্যাসের রচয়িতা হলেন-
বর্ণনাঃ
'জোহরা'- উপন্যাসের রচয়িতা হলেন মোজাম্মেল হক ।
শান্তিপুরের কবি মোজাম্মেল হকের সামাজিক উপন্যাস 'জোহরা'(১৯১৭)। প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস । কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস আব্দুল্লাহ।
নাটক
উপন্যাস
প্রহসন
ছোটগল্প
কাব্য
উপন্যাস
নাটক
মহাকাব্য
মৃণলিনী
দেবী চৌধুরানী
বনফুল
দুর্গেশনন্দিনী
প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি?
বর্ণনাঃ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় । 'কপালকুণ্ডলা' দ্বিতীয় এবং 'মৃণালিনী তৃতীয় 'উপন্যাস। এছাড়াও তার অন্যান্য উপন্যাস ;বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, রাজসিংহ, আনন্দমঠ , দেবী চৌধুরানী, সীতারাম। Rajmohon's wife তার ইংরেজিতে লেখা প্রথম উপন্যাস।
ডাকঘর
সধবার একাদশী
নূরজাহান
রাবণবধ
প্রশ্নঃ সামাজিক নাটক কোনটি?
বর্ণনাঃ
সামাজিক নাটক -সধবার একাদশী ।
দীনবন্ধু মিত্র রচিত 'সধবার একাদশী' (১৮৬৬) মূলত একটি প্রহসনমূলক সামাজিক নাটক। নাটকে উনবিংশ শতকের মধ্যভাগে ইংরেজি শিক্ষিত যুবকদের মদ্যপান ও শক্তি তাদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল তার কাহিনী উল্লেখ আছে। 'ডাকঘর' রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক।
ঢেঁকি
কাগজ
আনারস
উকিল
সতীন
বিধবা
সপত্নী
বিপত্নী
উক্তি
বিভক্তি
উপসর্গ
শব্দ
প্রশ্নঃ বাক্যের একক কোনটি?
বর্ণনাঃ
বাক্যের একক -শব্দ ।
অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। বাংলা ভাষায় এমন কতগুলো অবস্থা সূচক শব্দ রয়েছে যা স্বাধীনপদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে । একে উপসর্গ বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে। কোন কথকের বাক কর্মের নামই উক্তি।
Chaos : Disorder
Verbosity : Word
Penury : Wealth
Anarchy : Goverment
প্রশ্নঃ Monarch : Republic :
বর্ণনাঃ
Anarchy : Government
Monarch- অর্থ সম্রাট বা সম্রাজ্ঞী ; Republic - অর্থ প্রজাতন্ত্র। ক. Chaos - নৈরাজ্য, বিভ্রান্তি ; disorder- বিশৃঙ্খলা, অরাজকতা, খ. Verbosity - বাগাড়ম্বর ; words - ঝগড়া করা, বিতর্ক করা, গ. Penury - দরিদ্র ; Wealth ধনসম্পদ ঘ. Anarchy - নৈরাজ্য, বিশৃঙ্খলা ; Government - শাসন, সরকার, Monarch ও Republic - পরস্পর বিপরীতার্থক ; Anarchy ও Government বিপরীতার্থক।
Praise : Criticise
Refuse : Improve
Sympathise : criticize
Antiseptic : Begin
প্রশ্নঃ Dignity : Humiliate__
বর্ণনাঃ
Praise : Criticise
Dignity - মর্যাদা, সম্ভ্রব ; Humiliate -অবমাননা করা, অপদস্ত করা।
Praise - প্রসংসা করা ; Criticise সমালোচনা করা
Dignity ও humiliate- এর সাথে যেরূপ বিপরীত সম্পর্ক ঠিক একই ধরনের সম্পর্ক Praise ও Criticise- এর সাথে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ