66053 প্রশ্নের মাধ্যমে নিজের দক্ষতা যাচাই করুন।
শূর শাসন শেরশাহ ১৫৩৯ সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরখান শেরশাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসাবে ঘোষনা করেন। ১৫৪০ সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত ৪৮৩০ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক সড়ক – ই আজম মির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগন এ রাস্তা সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। কৃষকগন তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত আর সরকারের পক্ষ থেকে জমির উপর জনগনের সত্ত স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হত। ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন। তিনি দাম নামক রূপার মুদ্রার প্রচলন করেন।
শূর শাসন
শেরশাহ
১৫৩৯ সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরখান শেরশাহ উপাধি নেন। তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসাবে ঘোষনা করেন। ১৫৪০ সালে তিনি বাংলা দখল করেন। একই বছর তিনি হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত ৪৮৩০ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক সড়ক – ই আজম মির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজগন এ রাস্তা সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। কৃষকগন তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত আর সরকারের পক্ষ থেকে জমির উপর জনগনের সত্ত স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হত। ডাক ব্যবস্থার উন্নতির জন্য তিনি ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা করেন। তিনি দাম নামক রূপার মুদ্রার প্রচলন করেন।
ব্যাখ্যা পরিবর্তন করুন।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন ব্যাখ্যা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে।
পয়েন্ট পেতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
সালভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ