মোহিত লাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজ্রুল ইসলাম
প্রশ্নঃ 'বিদ্রোহী' কবিতাটি কার রচনা?
বর্ণনাঃ
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্হ 'অগ্নিবীণা, (১৯২২)। এ কাব্যগ্রন্হের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী ' ১৯২২ সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। 'অগ্নিবীণা ' কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস '। এছাড়াও আগমনী, রক্তাম্বরধারিণী মা, কামালপাশা, খেয়াপারের তরণী, মোহররম এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা।
রক্তাক্ত প্রান্তর
হাত হদাই
দ্যাশের মানুষ
খাট্রা তামাশা
ধাতু
প্রত্যয়
প্রকৃতি
বিভক্তি
ফররুক আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
আহসান হাবীব
সৈয়দ নজ্রুল ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ হাসিনা
আবুল মনসুর আহমদ
রসুলনামা
মহাভারত
পদ্মাবতী
কীচকবধ
প্রশ্নঃ কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
বর্ণনাঃ
মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। সৈয়দ আলাওল রচিত ' পদ্মাবতী ' কাব্যগ্রন্হ এ ধারার অন্তর্ভুক্ত। তিনি মালিক মুহাম্মদ জায়সির হিন্দি কাব্য ' পদুমাবৎ ' অবলম্বনে 'পদ্মাবতী ' কাব্য রচনা করেন। এ ধারার প্রথম কাব্য শাহ মুহম্মদ সগীর রচিত 'ইউসুফ জুলেখা'।
ঝলক
ছুতার
ঘাটতি
লাগোয়া
গগণ
বিভাবরী
জলদ
অশনি
অভ্যন্তরীণ
আভ্যন্তরীণ
অভ্যন্তরীন
আভ্যন্তরীণ
ধ+ব
ব+দ
দ+ধ
ব+ধ
ডাকঘর
বনবাণী
পরিশেষ
খাপছাড়া
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হছে--
বর্ণনাঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপক নাটক ' ডাকঘর'। এ নাটকের প্রধান চরিত্র - অমল, সুধা, ঠাকুর্দা। তার রচিত আরো কয়েকটি নাটক - রক্তকরবী, বিসর্জন, রাজা, চিত্রাঙ্গদা, অচলায়তন, কালের যাত্রা, তাশের দেশ। অন্যদিকে ' পরিশেষ ' ও ' খাপছাড়া ' তার রচিত কাব্যগ্রন্হ।
সুলতানার স্বপ্ন
রিক্তের বেদন
জীবনের মুল্য
পুর্ব- পশ্চিম
প্রশ্নঃ রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
বর্ণনাঃ
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ' সুলতানার স্বপ্ন ' (১৯০৮) একটি উপন্যাস। এটি তার ইংরেজি রচনা Sultana's Dream রচনার অনুবাদ। তার রচিত আরেকটি উপন্যাস ' পদ্মরাগ'। অন্যদিকে ' রিক্তের বেদন' গল্পগ্রন্থ ও ' পূর্ব - পশ্চিম ' উপন্যাসের রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়।
পানিপথের যুদ্ব
সিপাহী বিদ্রোহ
কৃষক বিদ্রোহ
পলাশীর যুদ্ব
প্রশ্নঃ 'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভুমি হচ্ছে?
বর্ণনাঃ
মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক ' রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)। কায়কোবাদের ' মহাশ্মশান ' মহাকাব্যের বিষয় অবলম্বনে রচিত ও নাটকের মূল পটভূমি পানিপথের তৃতীয় যুদ্ধ। এ নাটকের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরষ্কার পান। তার রচিত আরো কয়েকটি নাটক - কবর, দন্ডকারণ্য, চিঠি ( মৌলিক) কেউ কিছু বলতে পারেনা, মুখরা রমণী নশীকরণ ( অনুবাদ)।
সেলিনা হোসেন
হুমায়ুন আহমেদ
হাসান আজিজুল হক
রশীদ করীম
প্রশ্নঃ মুক্তিযুদ্বভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া' কার রচনা?
বর্ণনাঃ
হুমায়ুন আহমেদ (১৯৪৮ - ২০১২) বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক। তার রচিত মুক্তযুদ্ধবিষয়ক উপন্যাস - শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমণি। সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড '। রশীদ করিম রচিত গ্রন্থ ' আমার যত গ্লানি'।
অব্যয়ীভাব
ততপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
শবরপা
কৃত্তিবাস
বিদ্যাপতি
জয়দেব
চর্যাপদ
রামায়ণ
মহাভারত
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
সর্বনাম পদ
ভাব বিশেষণ
ক্রিয়া বিশেষণ
নাম-বিশেষণ
কাজী নজ্রুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরতচন্দ্র চট্টোপাধ্যায়
জলাঙ্গী
অরণ্য
জননী
ওঙ্কার
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ নির্ভর অপন্যাস কোনটি?
বর্ণনাঃ
' জলাঙ্গী ' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এছাড়াও তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - জাহান্নাম হয়তে বিদায়, দুই সৈনিক ও নেকড়ে অরণ্য। আরণ্যক, জননী ও ওস্কার উপন্যাসের ঔপন্যাসিক যথাক্রমে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান ও আহমদ ছফা।
ব্রজাঙ্গনা
পদ্মাবতী
তিলোত্তমা
বীরাঙ্গনা
প্রশ্নঃ মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে--
বর্ণনাঃ
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা ' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। ' ব্রজাঙ্গনা ' মধুসূদন দত্ত রচিত রাধা কৃষ্ণের গীতিকাব্য। তার রচিত নাটক ও কাব্য যথাক্রমে ' পদ্মাবতী ' ও ' তিলোত্তমাসম্ভব'। তিনি অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান ' পদ্মাবতী ' নাটকে।
of the same place
of the same race
of the density
of the same kind
prepossessing
alluring
perplexing
attractive
tale
ballad
sonnet
epic
প্রশ্নঃ Which is not a poetry form?
বর্ণনাঃ
Option - এ প্রদত্ত word গুলোর মধ্যে poetry form - এর উদাহরণ নয় এমন word হলো tale ( গল্প, কাহিনি)। অন্যদিকে ballad অর্থ প্রাচীন কাহিনিসংবলিত সাদামাটা গান বা কবিতা, sonnet অর্থ চতুর্দশপদী কবিতা, epic - অর্থ মহাকাব্য যেগুলো কবিতার সাথে related।
interogative
imperative
optative
assertive
দুঃখিত । আপনি লগ ইন করেন নি। কোন প্রশ্ন কে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে লগ ইন করতে হবে।
বিষয়ভিত্তিক সমাধান
প্রতিষ্ঠানভিত্তিক সমাধান
গুরুত্বপূর্ণ লিংক
আমাদের সিস্টেম ডেভেলপারগণ এই অপশন নিয়ে কাজ করছে । আগামী ৩১ মে অপশনটি শুভ উদ্বোধন করা হবে।
আর মাত্র
বাকি
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ