নালন্দা ভারতের বিহার রাজ্যে অবস্থিত একটি প্রাচীন উচ্চশিক্ষা কেন্দ্র। খ্রিস্টীয় ৪২৭ অব্দ থেকে ১১৯৭ অব্দের মধ্যবর্তী সময়ে নালন্দা ছিল একটি প্রসিদ্ধ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। এই মহাবিহারকে ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম মনে করা হয়। ১১৯৩ সালে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজী নালন্দা মহাবিহার ধ্বংস করে ফেলেন। ১ সেপ্টেম্বর, ২০১৪ নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠিত হয়।
অক্সফোর্ডবিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ ‘রোডস স্কলারশিপ’ দেয়া হয়। কেপ কলোনীর (বর্তমানে দক্ষিণ আফ্রিকা) প্রধানমন্ত্রী সিসিল জন রোডস এর নামানুসারে এই স্কলারশিপের নামকরণ করা হয়। ‘বোদলীয়ান লাইব্রেরি’ বিশ্ববিদ্যালয়টির প্রধান গবেষণা প্রতিষ্ঠান।
লুইব্রেইল
লুই ব্রেইল (১৮০৯-১৮৫২ খ্রি.) একজন ফরাসি আবিষ্কারক। তিনি মাত্র তিন বছর বয়সে অন্ধ হয়ে যান। পরবর্তীতে তিনি অন্ধদের লিখন এবং পঠন পদ্ধতি আবিষ্কার করেন- যা ব্রেইলি (Braille) নামে পরিচিত।