মানবাধিকার এবং মুক্ত চিন্তায় মৌলিক বিকাশে অবদানের জন্য ইউরোপীয় পার্লামেন্ট ১৯৮৮ সালে। শাখারভ প্রাইজ ফর ফ্রীডম অব থট বা মুক্ত চিন্তায় ‘শাখারভ’ পুরস্কার প্রদান করে। রাশিয়ার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ভিন্নমতাবলম্বী এবং হাইড্রোজেন বোমার জনক আন্দ্রে শখারভের নামানুসারে এ পুরস্কারের নামকরণ করা হয়।